July 11, 2016
Trinamool cautions Idris Ali
Statement by Derek O’Brien, Chief National Spokesperson:
My colleague, Idris Ali, MP, has been cautioned for making a statement without the consent of the party. The issue he commented on is a sensitive one and has not been discussed by us internally. The party will have a discussion on the subject and then form an opinion.
ইদ্রিশ আলিকে সতর্ক করল তৃণমূল
জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি
দলকে না জানিয়ে বিবৃতি দেওয়ার জন্য আমার সহকর্মী, সাংসদ ইদ্রিশ আলিকে সতর্ক করা হয়েছে। যে বিষয়ে উনি বিবৃতি দিয়েছেন সেটি খুবই স্পর্শকাতর। এই বিষয়ে দলে কোনও আলোচনা হয়নি। বিস্তারিত আলোচনার পরই দল এই বিষয়ে অবস্থান নেবে।