June 30, 2016
WB CM announces several schemes for north Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced a slew of development initiatives for North Bengal after holding an administration meeting in Siliguri.
She announced that from now on, a tea directorate, under the chairmanship of Sourav Chakroborty, will work to address all issues confronting the plantations including welfare of tea garden workers.
To promote sports in the region, the North Bengal Board of Sports and Games will start functioning under the chairmanship of former footballer Baichung Bhutia. He will be assisted by two Deputy Chairpersons – Mantu Ghosh and Mon Ghising, Banerjee said.
There will be two members in the Board as well -cricketers Wriddhiman Saha and Shibshankar Pal, the Chief Minister said.
WB CM said Tenzing Norgay Bus Terminus here will be upgraded to international standard with one floor given to private sector for revenue generation and the ground floor will be thoroughly revamped.
As part of exploring the tourism potential of the region, which is close to the borders with Nepal, Bangladesh and Bhutan, aeroplane service to Malda and Balurghat will commence soon with an MoU signed with Airports Authority of India, she said.
The Chief Minister said the North Bengal Development Council will work in coordination with the North Bengal Development Department and new Council Chairperson Abdul Karim Chowdhury and Deputy Chairpersons Harkabahadur Chhhetri and Bhaichung Bhutia will work as a team.
উত্তরবঙ্গ উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
দ্বিতীয় ইনিংসে এই প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার উন্নয়নের নতুন দিক খুলতে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি৷
বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, চা বাগানগুলির জন্য একটি পৃথক টি-ডিরেক্টরেট তৈরি করেছে রাজ্য সরকার। এর চেয়ারম্যান পদে থাকবেন সৌরভ চক্রবর্তী। চা শ্রমিকদের সব সুবিধা অসুবিধা ও সমস্যার সমাধানের দায়িত্বে থাকবেন তিনি।
‘ভাইচুং ভুটিয়ার নেতৃত্বে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করবে। তাকে সহযোগিতা করবেন দুজন ডেপুটি চেয়ারপার্সন – মান্তু ঘোষ এবং মন ঘিসিং’, জানান মুখ্যমন্ত্রী। এই বোর্ডের দুজন সদস্য থাকবেন – ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং শিবশঙ্কর প্রসাদ।
মুখ্যমন্ত্রী জানান, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ করা হবে। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য। বিদেশি পর্যটকদের কাছে উত্তরবঙ্গকে আরও পরিচিত করে তোলা এবং শিল্পদ্যোগীদের কাছে উত্তরবঙ্গকে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
উত্তরবঙ্গের সঙ্গে সার্কভুক্ত দেশগুলোকে উড়ান মানচিত্রে জুড়তে চাইছে রাজ্য৷ বাগডোগরা বিমানবন্দরের আমূল সংস্কার করে সেখান থেকে বাংলাদেশ, নেপাল এবং ভুটানে বিমান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বাগডোগরা থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি করলে প্রচুর পর্যটক লাভবান হবেন৷ একইসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে নাইট ফ্লাইট দ্রুত চালুর বিষয়েও জোর দিতে বলেন তিনি৷ অন্যদিকে রাজ্যের বিমান মানচিত্রে জুড়তে চলেছে মালদহ ও বালুরঘাট৷
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উত্তরবঙ্গ উন্নয়ন কাউন্সিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে একসাথে কাজ করবে। নতুন কাউন্সিল চেয়ারপার্সন আব্দুল করিম চৌধুরী ও ডেপুটি চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রি এবং ভাইচুং ভুটিয়া একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করবে।