Latest News

June 21, 2016

WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

Like every year the Kolkata Municipal Corporation organised ‘Dawat-E-Iftar’ at Park Circus Maidan, which was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee.

It is the pledge of the Ma Mati Manush government led by Mamata Banerjee to work for the development of minority community. An example of this is the four-fold increase in the budget of the minority development department.

Continuing the surge of development, WB CM today inaugurated a Minority Bhavan in Kolkata. It will provide pension, government grants, health insurance and other benefits to citizens of the minority community, like its counterparts in districts.

 

কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মত এবছরও পার্ক সার্কাস ময়দানে ইফতেহার পার্টির আয়োজন করেছে কলকাতা পুরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষ সরকারের অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাজেট চার গুন বৃদ্ধি এর একটি উদাহরণ।

আজ কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২৭৮ স্কোয়্যার ফুট-এর এই অত্যাধুনিক কার্যালয়টি ১১/৩ ডাঃ বীরেশ গুহ স্ট্রীট, কলকাতা-১৭ তে অবস্থিত।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতই কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পেনশন, সরকারী ভাতা, স্বাস্থ্যবিমা ছাড়া আরও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করবে এই কার্যালয়টি। জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত পরিষেবা দেওয়ার একটি ছোট প্রয়াস কলকাতা পুরসভার।