June 20, 2016
Trinamool slams new FDI announcements
Statement by Derek O’Brien, Chief National Spokesperson:
Trinamool have consistently opposed this policy and have often outlined our reasons for it at different forums, including our election manifestos and Parliament. This will have a negative effect on employment, the economy and the Indian market as a whole. In the name of ‘Make in India’, they are ‘Breaking India’
কেন্দ্রীয় সরকারের এফডিআই নীতি সম্বন্ধে জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এর বিবৃতি:
তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে এফডিআই এর বিরোধিতা করছে। আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে এবং সংসদ সহ বিভিন্ন ফোরামে এর কারণ ব্যাখ্যা করেছি। কর্মসংস্থান ও অর্থনীতি সহ ভারতের বাজারের উপর এটি সম্পূর্ণ ভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। Make in India-র নামে Breaking India হচ্ছে।