June 11, 2016
Bakreswar Development Authority set up

The State Urban Development Department on Friday set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district. The authority has been formed to explore the tourism potential of the area and the economic development of people.
Accordingly, a master development plan would be prepared along with a land use development and control plan (LUDCP). This will help to develop the area systematically in accordance with the provision of the West Bengal Town and Country Planning Act, 1979.
A senior official of the Urban Development Department said it had been decided that no haphazard development would be allowed in any area. Bakreswar has tremendous potential as a tourist spot. There are many hot springs to which thousands of people go every year.
Image source: downtoearth.org.in
বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গড়ল রাজ্য সরকার
বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ তৈরি করে ওই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মাধ্যমে বক্রেশ্বর পর্যটন শিল্পের প্রসার ঘটবে।
দুবরাজপুর পুরসভা ও ব্লক এলাকা নিয়ে তৈরি হবে এই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ। ৮২টি মৌজা এর অন্তর্ভুক্ত হবে। এই উন্নয়ন পর্ষদের মোট আয়তন ৫৮ বর্গ কিলোমিটার। বক্রেশ্বর এলাকার পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলার জন্যই সরকারের এই উদ্যোগ।
পর্ষদের প্রধান কাজ হল বক্রেশ্বরের উষ্ণ জলপ্রপাত, মামা ভাগ্নে পাহাড়সহ ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্রগুলিকে সাজিয়ে পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তোলা। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন।
বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। সর্বোপরি একটি পর্ষদের আওতায় এনে এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটানো আরও সহজ।