Latest News

June 8, 2016

WB CM to focus on revival of auto industry in Bengal

WB CM to focus on revival of auto industry in Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said she would reach out to global car makers to invest in Bengal.

“I am going to Vatican City for a day to attend the canonisation of Mother Teresa by Pope Francis. I will ask finance minister Dr Amit Mitra to schedule business meetings around that date, with particular emphasis on automobile and other manufacturing sectors,” the West Bengal CM said at a meeting organised by nine chambers to felicitate her for the emphatic victory in the recently-concluded assembly elections.

Expressing the necessity to get “automobile back” in Bengal, she pointed out that the state was once the hub of manufacturing.

The West Bengal Chief Minister also made it clear that the government had sufficient land in its bank. Even otherwise, she said industries could form consortium to hold land in excess of the ceiling.

 

বাংলায় গাড়ি ও ভারী শিল্পে জোর মুখ্যমন্ত্রীর      

রাজ্যে গাড়ি শিল্পে লগ্নি টানতে এবার জোর দিলেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার বণিকমহল আয়োজিত সংবর্ধনা সভায় তিনি বলেন,  বিশ্বব্যাপী গাড়ী প্রস্তুতকারকদের কাছে পৌঁছাতে বাংলায় বিনিয়োগ করতে হবে। তিনি শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, “সরকারের পর্যাপ্ত জমি আছে, আপনারা আসুন, গাড়ি শিল্প, ভারী শিল্প ও উৎপাদন শিল্প গড়ুন”।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি মাদার টেরেসার সন্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য রোমে যাব। আমি শিল্পমন্ত্রী ডঃ অমিত মিত্রকে বলব বিনিয়োগ আনার জন্য সেখানে কয়েকটি শিল্পসভার আয়োজন করতে”।

তিনি বলেন, “আমাদের পরবর্তী লক্ষ্য ‘অটোমোবাইল’ এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিনিয়োগের পরিমান বৃদ্ধি করা। রাজ্য একসময় উৎপাদন শিল্পের হাব ছিল, সেই গরিমা ফিরিয়ে আনতে হবে”।