Latest News

May 3, 2016

Bengal is marching ahead on the path of progress: Didi in Coochbehar

Bengal is marching ahead on the path of progress: Didi in Coochbehar

Mamata Banerjee addressed massive rallies in Coochbehar today. She spoke of the development and progress which the district has witnessed in the last five years.

Speaking on development Didi said, “We have set up a branch Secretariat Uttarkanya in north Bengal. We built a bridge in Sitai in just 8 months. Left Front neglected Coochbehar. Panchanan Barma University & two medical colleges set up in Coochbehar. The CPI(M) left behind a legacy of Rs 2 lakh crore. Despite that we have undertaken development initiatives”.

“We are providing 50% subsidy to investors who come to Coochbehar. We are setting up an Industrial Growth Centre in Coochbehar. We have given scholarships to 1 crore minority students, highest in India 26 lakh SC/ST students received Sikshashree scholarships 95% citizens in Coochbehar have received direct benefits and services from govt” Didi added.

Mamata Banerjee spoke of the divisive politics employed by the BJP, “The PM held a rally where he shared the stage with people who want to separate Darjeeling and Coochbehar. Bengal will remain united. Bengal will not be complete without any of the districts”.

“I had personally visited Dinhata to meet the residents of Chhitmahal enclaves. After meeting the residents of Chhitmahal, we supported the exchange of enclaves”, Didi said.

Stressing on the importance of unity in Bengal Didi said, “Coochbehar will be united. We cannot allow division of Bengal in the name of votes. When votes are counted on 19 May, it will be Trinamool all the way.”

প্রগতির পথে এগিয়ে চলেছে বাংলা: কোচবিহারে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা ও চ্যাংড়াবাঁধায় তিনটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন।

২০১৫ সালের জুন মাসের ৬ তারিখে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারই ফলশ্রুতি স্বরূপ সম্পন্ন হয়েছে বহু কাঙ্খিত ভারত-বাংলাদেশ ছিটমহল  হস্তান্তর।

এই প্রসঙ্গে এদিন দিনহাটার জনসভায় তিনি বলেন, “ছিটমহলবাসীদের সঙ্গে দেখা করার জন্য তিনি ব্যক্তিগতভাবে দিনহাটায় এসেছিলেন, ছিটমহলবাসীদের সাথে কথা বলেই ছিটমহল বিনিময়ের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

নেত্রী বলেন, “উত্তরবঙ্গের মানুষদের সুবিধার্থে মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’ তৈরি হয়েছে এর ফলে সাধারণ মানুষদের আর কলকাতা ছুটতে হয় না। এই জেলার প্রায় ৯৫ শতাংশ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে গেছে। রাজ্যের ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষে এখন সাধারণ মানুষকে ২ টাকা কিলো দরে চাল পাচ্ছেন”।

কোচবিহারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন ৮ মাস আগে সিতাইয়ে একটি নতুন ব্রিজ তৈরি হয়েছে। হাসপাতালগুলিতে HDU এবং চাইল্ড কেয়ার ইউনিট তৈরি হয়েছে। কৃষক বাজার, আইটিআই, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। এছাড়া কোচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভারসিটি এবং ২টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। রাজ্যের খেলাধুলার পরিকাঠামোকে আরও উন্নত করার পরিকল্পনা হচ্ছে।

তিনি আরও বলেন, “সিপিএম ২ লক্ষ কোটি টাকা ঋণ করে যাওয়া সত্ত্বেও আমরা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছি।আমরা রাজ্যের খেলাধুলার পরিকাঠামোকে আরও উন্নত করতে চাই। কোচবিহারে শিল্প করার জন্য আমরা ৫০ শতাংশ সাবসিডি দেওয়া হয়েছে। কোচবিহারে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে।কন্যশ্রী প্রকল্প ও সবুজ সাথী প্রকল্প চালু হয়েছে। ১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় ২৬ লক্ষ তপশিলি জাতি, উপজাতি ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়ে হয়েছে। সরকারি হাসপাতালে এখন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়”।

তিনি বলেন, “বাংলা ভাগ হতে দেব না, কোচবিহার দার্জিলিংকে আলাদা হতে দেব না, বিজেপি বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলা সবসময় এক থাকবে, কোন একটি জেলা ছাড়া বাংলা অসম্পূর্ণ। ১৯শে মে যখন বাক্স খুলবে তখন চারদিকে শুধু তৃণমূল থাকবে”।