Latest News

March 31, 2016

Lok Prasar Prokolpo: Reviving the lost glory of Bengal

Lok Prasar Prokolpo: Reviving the lost glory of Bengal

Through the Lok Prasar Prokolpo, the Trinamool Congress-led West Bengal Government has revived and thus given a fresh impetus to various local folk arts.

The initiative has been taken up by Mamata Banerjee herself in an effort to restore the lost glory of the State. This effort has not only breathed fresh lives into the arts themselves, but has also made them economically more sustainable for the practitioners.

Under the scheme, folk artistes are enrolled by the government, following which they perform at government programmes for publicising all sorts of development work. Folk artists receive a retainership fee of Rs 1,000 and also opportunities for four performances, with Rs 1,000 to be paid for each. This means that there is provision for a folk artiste to receive at least Rs 5,000 a month.

More than 60,000 enrolled folk artistes have been enrolled, and the process is continuing.

These efforts by the State Government have lifted the art forms from the point of near-extinction to that of widespread popularity. There is a continuous to spread the popularity of these arts all over India and abroad as well.

 

লোকপ্রসার প্রকল্প: বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাংলার লোকশিল্পীরা যথার্থ মর্যাদা পেয়েছেন। লোকসংস্কৃতির পুনরুজ্জীবন ও কার্যকরী প্রসারের লক্ষ্যে ‘লোকপ্রসার প্রকল্প’ চালু হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক উপার্জন সুনিশ্চিত হয়েছে।

লোকশিল্পের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছেন। এই প্রচেষ্টা শুধুমাত্র তাদের পুরনো গৌরব ফিরিয়ে এনেছে তা নয় এর মাধ্যমে এইসব শিল্পীদের আর্থ-সামাজিক দিকও উন্নত হয়েছে।

বাংলার বিভিন্ন লোকশিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে ‘লোকপ্রসার প্রকল্প’ একটি অনন্য প্রকল্প। এই প্রকল্পের অধীনে লোকশিল্পীরা প্রতি মাসে ১০০০ টাকা করে সান্মানিক পাচ্ছেন। বর্তমানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হচ্ছে। প্রত্যেককে ৪ টি করে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি অনুষ্ঠানের জন্য তাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। অতএব লোকশিল্পীরা মাসে ৫০০০ টাকা উপার্জন করতে পারবেন।

৬০ হাজারেরও বেশি লোকশিল্পী লোক প্রসার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং বর্তমানে তাদের নথিভুক্তকরনের প্রক্রিয়া এখনও চলছে।

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সহযোগিতায় বিলুপ্তির পথে এগিয়ে যাওয়া এই শিল্প পুনরুজ্জীবিত হয়েছে। সমগ্র ভারত সহ অন্যান্য দেশে এই শিল্পের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার এটি এক অভিনব প্রয়াস।