March 21, 2016
Mamata Banerjee wins hearts during her Bhawanipore padayatra

Mamata Banerjee participated in a padyatra in south Kolkata’s Bhawanipore Assembly constituency today. The padyatra, which started from Ballygunge Phari at 4 PM, criss-crossed through Lansdowne, Bhawanipore before terminating at Hazra.
Thousands of people walked with the firebrand leader, along with senior party leaders. Common people also waited eagerly along the route to catch a glimpse of the Trinamool Chairperson.
Over the last few days, she has led six such processions across the State, and the people have responded enthusiastically to them.
So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal. She will campaign in Jangalmahal after Holi festivities.
আজ ভবানীপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বিকেল ৪টায় শুরু হয়ে, ল্যান্সডাউন এবং ভবানীপুর হয়ে পদযাত্রাটি শেষ হয় হাজরাতে।
দলনেত্রীর সাথে আজ মিছিলে হেঁটেছেন দলের বহু নেতা এবং সাধারণ কর্মীবৃন্দ। পা মিলিয়েছেন সাধারণ মানুষও। মোড়ে মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ছিল উপচে পরা ভিড়।
গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছেন তিনি।
গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।
ইতিমধ্যেই ১১টি প্রচার সভা করেছেন তৃণমূল নেত্রী। হোলির পর তিনি জঙ্গলমহলে প্রচারে যাবেন।