Latest News

March 19, 2016

Sea of humanity at Mamata Banerjee’s padyatra in Howrah

Sea of humanity at Mamata Banerjee’s padyatra in Howrah

Mamata Banerjee’s padyatra from Shalimar to Pilkhana in Salkia (Howrah district) today turned into a sea of humanity as thousands of supporters and common people walked with the Trinamool Chairperson.

Over the last few days, she has led five such processions across the State, and the people have responded enthusiastically to them.

So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal and participated in almost half-a-dozen padyatras.

 

হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনপ্লাবন

আজ বিকেলে হাওড়ায় একটি পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শালিমার ৩ নং গেট থেকে শালকিয়ার পিলখানা মোড় পর্যন্ত এই পদযাত্রা হয়।

গত কয়েকদিন ধরে তিনি বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন নির্বাচনী প্রচারের জন্য এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া পাওয়া গেছে।

গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সারা রাজ্যজুড়ে। তৃণমূল নেত্রীর মিছিলে মানুষের সমাবেশ ও জমায়েতই তার প্রমাণ।