March 2, 2016
Palaces turned into heritage hotels boosting tourism in Bengal

In recent times, the West Bengal Government has been turning many old palaces into heritage hotels. The palaces being located in picturesque spots is an added benefit.
The State Tourism Department has done commendable job in this respect. All the heritage hotels have a very high occupancy rate, especially during the weekends.
The heritage project at the Jhargram Palace, in Jhargram in Paschim medinipur district, that threw open its gates in November last year, has been a huge hit. The Rs 8-crore project has been 80% occupied ever since.
Several other palaces are being developed into heritage hotels for tourists. Mahishadal Rajbari in Purba Medinipur district is one of them. A tourism complex is being constructed on the 60 acres of the palace, at an investment of Rs 20 crore.
Similar development of the Chilkigarh Rajbari, 15 km from Jhargram, is in the pipeline too.
All the above are being developed by the State Tourism Department. The department is also promoting other such projects which are being developed by their owners.
The Chief Minister Mamata Banerjee-led government has been very active in promoting West Bengal as a tourists’ paradise. A new Tourism Incentive Policy – 2015 has been introduced, covering concepts like eco tourism, home tourism and tea tourism.
Work on iconic projects like Gajoldoba Mega Tourism Project, Jharkhali Eco Tourism Project and Sabujdweep Eco Tourism Project, in PPP mode, is on in full swing. Home tourism in the Ayodhya Hills region of Purulia distrcit and in other places has become very popular. The innovative Tea Tourism Policy has been framed in order to generate local employment and augment local income by using the lands of tea gardens where tea plantation is not possible.
A lot of tourist infrastructure has been created in North Bengal and in the Sundarbans under the Trinamool Congress Government.
The tourist potential of the grand festival of Durga Puja has been recognised for the first time by the present government and it is being promoted in a major way. The State Tourism Department has also been very active in participating in major tourism fairs and conclaves all over the world and in India too, to promote West Bengal as, as the marketing slogan of the department says, ‘the sweetest part of India.’
আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে তৈরি হয়েছে বিভিন্ন হেরিটেজ হোটেল
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার অনেক পুরনো জায়গায় বেশকিছু হেরিটেজ হোটেল তৈরি করেছে। জায়গাগুলি যেন ছবির মত সুন্দর করে সাজানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য পর্যটন দপ্তর যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছে। প্রত্যেকটি হোটেলেই সপ্তাহের শেষে যথেষ্ট লোক সমাগম হয়।
পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম রাজবাড়ির গেট খোলা হয়েছে গত বছর নভেম্বর মাসে। ৮ কোটি টাকার এই প্রকল্পের প্রায় ৮০% সম্পন্ন হয়ে গেছে।
পর্যটকদের জন্য আরও বেশ কিছু হেরিটেজ হোটেল তৈরি করা হয়েছে। এর মধ্যে আর একটি হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি। এটি তৈরি হয়েছে ৬০ একর জমির ওপর এবং এতে বরাদ্দ অর্থের পরিমাণ ২০ কোটি টাকা।
চিলকিগড় রাজবাড়িরও যথেষ্ট উন্নয়ন হয়েছে, সেখানে ঝাড়গ্রাম থেকে প্রায় ১৫ কিমি পাইপলাইন তৈরি হয়েছে।
সব কটি উন্নয়নই হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। পর্যটন দপ্তর আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নিয়েছে।
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার পর্যটন উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ২০১৫ সালে একটি নতুন ট্যুরিজম ইনসেনটিভ পলিসি তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে ইকো ট্যুরিজম, হোম ট্যুরিজম এবং টি ট্যুরিজম।
পিপিপি মডেলের গাজোলডোবা মেগা ট্যুরিজম, ঝড়খালি ইকো ট্যুরিজম, সবুজদ্বীপ ইকো ট্যুরিজম প্রজেক্ট গুলির কাজ পুরদমে চলছে। পুরুলিয়া জেলা ও অযোধ্যা পাহাড়ের বিভিন্ন পর্যটন স্থান গুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার উত্তরবঙ্গে ও সুন্দরবনে অনেকগুলি পর্যটন পরিকাঠামো গঠন করেছে।
Image: mapio.net