Latest News

January 15, 2016

15 January 2016

বঙ্গ বাণিজ্যে বসতে লক্ষ্মী

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে ২ লক্ষ ৫০ হাজার কোটি লগ্নি

বঙ্গ বাণিজ্যে  লক্ষ্মী এনে দিয়েছেন তিনি। দেখিয়েছেন শিল্পায়নের নয়া পথ। গতি দিয়েছেন বিনিয়োগের ধারাকে। শিল্প-বন্ধ্যা পশ্চিমবঙ্গে লগ্নির জোয়ার বইয়ে দিয়েছেন তিনি। শুধু দেশ নয়, আন্তর্জাতিক দুনিয়াও যে এই বঙ্গে লগ্নিতে আগ্রহী তা আরও বিশ্বাসযোগ্যতা রয়েছে। বাংলা কাজ করছে।