Latest News

December 11, 2015

11 November 2015

কেন্দ্রের বঞ্চনা মানব না

বাংলার দাবি নিয়ে দিল্লির দরবারে ফের সরব মুখ্যমন্ত্রী

বছরে ২৮ হাজার কোটি টাকা সুদ কাতছে কেন্দ্র। বাম আমলের পাপের বোঝা কেন নেবে রাজ্য?পাট ও চা শিল্পে সঙ্কট কাটাতে অবিলম্বে কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে।গরিবদের জন্য সামাজিক প্রকল্প বন্ধ করা যাবে না। জাতীয় সরক অবিলম্বে সংস্কার করতে হবে।উন্নয়ন তালিকায় দক্ষিণেশ্বর, বেলুরমঠ বাদ পড়ায় ক্ষুব্ধ নেত্রীর নালিশ প্রধানমন্ত্রীকে।