April 24, 2015
24 April 2015
অবাধ-শান্তিপূর্ণ ভোট কলকাতায়
জেলায় জেলায় পুর ভোটের প্রচারেও তৃণমূলের পক্ষে মানুষের বিপুল সাড়া
প্রচার শেষ। ৯১ টি পুরসভায় প্রচারে ও প্রভাবে অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেস। প্রার্থীদের সমর্থনে শেষলগ্নের প্রচারেও জনতার ঢল নেমেছিল পথে। জেলায় জেলায় মা-মাটি-মানুষের সরকারের চার বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচারে নেমেছিল তৃণমূলের শীর্ষনেতৃত্ব ।