Latest News

February 5, 2025

বাংলাকে ভুলবেন না,বাংলা আপনাদের ভুলবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাকে ভুলবেন না,বাংলা আপনাদের ভুলবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল দু’দিনের বাণিজ্য সম্মেলন। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইওন ক্যান পুনসো। শিল্পপতিদের মধ্যে ছিলেন মুকেশ অম্বানী, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, সজ্জন জিন্দল, হর্ষ নেওটিয়া, হর্ষবর্ধন আগরওয়াল। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও শিল্প সংস্থার হয়েই ছিলেন বাণিজ্য সম্মেলনে। বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তাঁর শিল্পনীতি বা বাণিজ্যদিশা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বাংলাকে ভুলবেন না। বাংলা আপনাদের ভুলবে না। বাংলা বরাবর আতিথেয়তার জন্য পরিচিত। বাংলা দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে। আমরা এমএসএমই-তে এক নম্বর। মহিলা ক্ষমতায়নে এক নম্বর। দক্ষতায় এক নম্বর। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আরও বেশি করে বিনিয়োগ চাইছি। কর্মসংস্থান ছাড়া যুব প্রজন্ম টিকতে পারবে না।

জাতীয় গড়ের থেকে আমাদের জিডিপি বেশি। মহিলা ক্ষমতায়নে দিশা দেখিয়েছে বাংলা। নির্বাচনের ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলা রিজার্ভেশনের কথা বলে সবাই। একমাত্র তৃণমূল কংগ্রেস যাদের মহিলা সদস্য সংখ্যা ৩৯ শতাংশ। বাস্তবে আমরাই একমাত্র করেছি।”

৯৪টি জনমুখী কর্মসূচি চালায় আমাদের সরকার। স্বাস্থ্যসাথীতে কোনও বিধিনিষেধ নেই। আমরা সব মানুষকে ভালবাসি। হিন্দু, মুসলিম, শিখ আমরা আলাদা করি না।

রাজ্যে ৫০০০ একর জমি রয়েছে শিল্পের জন্য। ফ্রি হোল্ড বেসিসে জমি শিল্পের জন্য দেওয়া হয়। কখনওই শিল্পের কাজে কেউ হস্তক্ষেপ করে না। প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য একটা পলিসি আমরা নিয়ে এসেছি। এর মাধ্যমে দেড় লক্ষ কর্মসংস্থান হবে। আমরা দেশের এই মুহূর্তে প্রথম সারির লেদার হাব। এমএসএমই ক্ষেত্রে প্রচুর অগ্রগতি হয়েছে। সবচেয়ে বেশি মহিলা উদ্যোগী এই ক্ষেত্রে যুক্ত আছেন। আমাদের ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ রয়েছে।

চাইলে দেউচা পাঁচামিতে আগামিকাল থেকেই উৎপাদন শুরু হবে। ১২৪০ মিলিয়ন টন কয়লা, ২৬০০ মিলিয়ন টন ব্যাসাল্ট তোলা যাবে। আগামিকাল থেকে এর উৎপাদন শুরু হবে। জমি অধিগ্রহণ, স্থানীয় মানুষজনকে ক্ষতিপূরণ দেওয়া সম্পূর্ণ হয়েছে। সাহায্য়ের জন্য সেখানকার মানুষকে শুভেচ্ছা জানাই। এবার উৎপাদনের পালা। আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে। এক লক্ষের বেশি মানুষ কাজ পাবে।