Latest News

April 29, 2024

বাংলায় বিজেপিকে রুখতে একাই লড়াই করছে তৃণমূল : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় বিজেপিকে রুখতে একাই লড়াই করছে তৃণমূল : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জঙ্গিপুরের তৃৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মুর্শিদাবাদে কংগ্রেস সেলিমকে লড়তে পাঠিয়েছে, উত্তর দিনাজপুরে ইমরানকে পাঠিয়েছে, আবার মালদায় পঠিয়েছে আর একজনকে লড়তে।

আমাদের সংখ্যালঘু ভোটকে ভাঙার জন্য কংগ্রেস এসব করেছে।

আপনারা ভুল করলে চলবে না। এই সুযোগ হারালে চলবে না। সবাইকে আরও অ্যাক্টিভ হতে বলছি। পাশের কেন্দ্র মুর্শিদাবাদে উড়ে এসে একজন বাজপাখি দাঁড়িয়েছে তৃণমূলের ভোট কাটতে। সবাইকে বলে যাচ্ছি নজর দিতে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেয়, আমাদের ভোট কেটে, সংখ্যালঘুদের ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে।

মানুষকে চমকানো বিজেপি জেনে রেখো, তোমরা আর কোনও দিন ক্ষমতায় আসবে না। বাংলায় বিজেপির দুটি চোখ। সিপিএম আর কংগ্রেস। দুজনে মিলে জোট তৈরি করেছে। বাংলার বাইরে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের প্রতি তৃণমূলের সমর্থন রয়েছে। কিন্তু বাংলায় বিজেপিকে রুখতে একাই লড়াই করছে তৃণমূল। বাংলায় দয়া করে ভোট কাটাকাটি করবেন না।

আমরা বাংলায় এনআরসি করতে দেব না। গায়ের জোরে এনারসি করতে গিয়েছিল। আমি আটকে দিয়েছি। তিন বছর ধরে প্রধানমন্ত্রী একশো দিনের কাজে টাকা আটকে রেখেছেম। একশো দিনের কাজের টাকা কোথায় গেল। একশো দিনের কাজের টাকা চুরি করেছি বলার আগে তার প্রমাণ দেখান।

প্রচারবাবু বলেছিলেন ইস বার চারশো পার ৷ আমি বলেছিলাম ইসবার পগারপার ৷ আমি বলেছিলাম ইস বার ২০০ ভি নেহি হোগা পার ৷

সব ধর্ম শেষ করার জন্য ইউনিফর্ম সিভিল কোড আনছে বিজেপি ৷ এতে হিন্দুদের কোনও লাভ হবে না ৷ আগামিদিন বিজেপি ক্ষমতায় এলে কারও স্বাধীনতা থাকবে না ৷ এনআরসি করে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ৷