Latest News

April 23, 2024

আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এরুয়ার বিএমডিপি স্কুলের মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তি আজাদের সমর্থনে ভাতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা | ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ

এই ভোট হচ্ছে দিল্লির নির্বাচন। আমাকে বিজেপির কেউ কেউ বলছে কি করেছো কৈফিয়ত দাও।

বিজেপি না করলে অধিকার কেড়ে নেওয়া হবে। এনআরসি, সিএএ করা হবে। ইউনিফর্ম সিভিল কোড করা হবে। সবকিছু বন্ধ করে দেওয়া হবে।

আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে। আজকে দেশের সংবিধান ছিন্ন ভিন্ন করতে চাইছে। তাই বিজেপিকে ভোট দেবেন না। তাহলে সব অধিকার হরণ করবে।

বিজেপির যে প্রার্থী এখানে দাঁড়িয়েছেন তার মুখের ভাষা শুনেছেন?‌ পেটান ,মারুন। আর একজন খালি বোমা মারে, রাম রাম করে। আপনারা জানেন রেশনের সব টাকাই কেন্দ্রের দেওয়ার কথা ছিল।

কোভিডের সময় মনে আছে, ছোলা খাইয়েছিল। রেশনে ৯ হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয়। কেন্দ্রের দেওয়ার কথা ৭ হাজার কোটি টাকা। তাহলে সংখ্যাটা কত হল?‌ ১৬ হাজার কোটি টাকা। গত দু’‌বছর ধরে ১২ হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি।

নির্বাচনের আগে চালাকি করে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছিল। ফোন করে বলছে, আপকো ঘর চাহিয়ে? দরখাস্ত করুন। ডিসেম্বর এই আবাসের টাকা দেবে রাজ্য প্রথম কিস্তিতে ৬০ হাজার, পরের কিস্তিতে ৬০,০০০ টাকা।

২ কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। একটা লোককেও চাকরি দেননি। আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সব থেকে বেশি। আমরা যখন বাংলায় চাকরি দিয়ে আপনারা কোটকে দিয়ে চাকরি খেয়ে নেন।

রাতের বেলায় সিসিটিভি অফ করে ভোট চুরি করতে গিয়েছিল। কোচবিহারে আমাদের লোকেরা ধরেছে। পুরো দেশ বিক্রি করে দিয়েছে। অলিগলি মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়। তাই বিজেপি হঠাও দেশ বাঁচাও।