Latest News

April 19, 2024

২০০ আসনও পাবে না বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

২০০ আসনও পাবে না বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে আজ জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে প্রচার করলেন তিনি। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

এই মুর্শিদাবাদেই গদ্দার মীরজাফর বাংলাকে হারিয়ে দিয়েছিল। যারা প্রচুর টাকা করেছে তারাই বিজেপি করে। ওরাই ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখায়। ১০ বছরে একটা কাজও করেনি বিজেপি।

পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি-তে নাম ঢুকিয়ে দেবে। বাংলায় এনআরসি হতে দেব না।

দরকার হলে না খেয়ে থাকব, তবে বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি। আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না।

বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করে। তাই এখানে ওদের সমর্থন করব না।

আয়ুষ্মান ভারত’ করতে দেব কেন? কারও ঘরে স্কুটার থাকলে টাকা পাওয়া যাবে না। সবাই টাকা পাবে না এতে। আমরা নয় কোটি মানুষকে পরিষেবা দিচ্ছি। আমরা কেন ওই প্রকল্প করতে দেব?

কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেয় না। আমি গ্যারান্টি দিচ্ছি। ৫০ দিনের কাজ করতে পারবেন। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন।

আমি মিথ্যা কম বলি। সংসারে শান্তি বজায় রাখার জন্য যেটুকু প্রয়োজন, তার বাইরে মিথ্যা বলি না। রাজনীতিতে এই কারণেই আমি টিকে আছি।

কেউ কেউ বলছে, আমরা ‘ইন্ডিয়া’, আমাদের ভোট দিন। ‘ইন্ডিয়া’ এখানে নেই, ওটা দিল্লির। আমিই তৈরি করেছি। কংগ্রেস, সিপিএম এখানে ‘ইন্ডিয়া’ নয়। ওরা বিজেপি করে। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দু’টো ভোট দেওয়া। একটা ভোটও দেবেন না।

যার বিয়ে সে-ই পুরোহিত— এটা প্রথম দেখছি। কী করে রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছেন? যাতে লোকে ভোট দিতে না পারে?

দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।