Latest News

April 12, 2024

৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম দফার তিন কেন্দ্রের ভোটের প্রচার করতে আবার উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের কালচিনিতে উত্তরবঙ্গের দ্বিতীয় সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ :

আমি আপনাদের ঘরের লোক। ডাকলেই পাবেন। না ডাকলেও পাবেন।

ভিক্ষা চাইলে আমি জনতার থেকে চাইব। দিল্লির কাছে হাত পাতব না। কারণ মোদীর গ্যারান্টির কোনও ভরসা নেই। মোদীর গ্যারান্টি গ্যারান্টিই নয়।

মোদী পাঁচটা চা-বাগান খুলবে বলেছিল দুটোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা-বাগান বানিয়েছে।

৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।

নাগরিক সংশোধনী আইন নিয়ে মুখোমুখি এসে বসো দেখি! কে মিথ্যা কথা বলছে জনতা বিচার করবে।

ভোটের বুথে জুলুম করলে, অত্যাচার করলে, মা-বোনেদের বসিয়ে দেবেন। ওরা রান্না করে, বাড়ির কাজ করে, সব পারবে।