April 8, 2024
এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন : মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার রাইপুরে সভা করছেন তিনি। এই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ :
জানি না ডিভোর্স হয়েছে কি না। তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তাঁর যদি আমি ফোটোগুলো খুলি, তা হলে বিষ্ণুপুরের মানুষ বুঝবেন, বিজেপি কত আদর্শবান দল। সব ছবি আমার কাছে আছে।
লক্ষ্মীর ভান্ডার, সারনা ধর্মের স্বীকৃতি, পার্শ্বশিক্ষক নিয়োগ করা, সিলেবাস তৈরি করা সব করা হয়েছে।
আপনি ব্লকে ব্লকে প্রচার করুন। আমার আপত্তি নেই। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষদের জন্য কি কোনও সাহায্যের কথা ঘোষণা করলেন?
বলছে ৪ জুনের পর সব জেলে ভরব। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান। এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনাকে ভয় পাই না।
আপনি কাকে ধমক দিচ্ছেন, আমরা ভয় পাই না।
নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন। কিন্তু হুমকি দেবেন না।
বাঁকুড়া এবং বিষ্ণুপুর, জেলার দুটো লোকসভা আসনই জিততে হবে