February 21, 2024
বাংলার অধিকার, মর্যাদা কীভাবে রক্ষা করতে হয়, তা আমরা জানি : মমতা বন্দ্যোপাধ্যায়

দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন-সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিধায়ক এবং বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিত্বরা। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ :
আমাদের অহঙ্কার বাংলা। বাংলার অধিকার, মর্যাদা কীভাবে রক্ষা করতে হয়, তা আমরা জানি। আমরা মাথা নত করতে জানি না। আমরা মাথা উঁচু করে চলি। এটা বাংলা বার বার প্রমাণ করেছে
আধার কা্র্ড নিয়ে জঘন্য চক্রান্ত হল। আমরা রুখে দিলাম। আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে। এনআরসি, ডিটেশন ক্যাম্প করার পরিকল্পনা। মতুয়াদের কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। ৫ বছর ফরেনার। পরে নতুন কার্ড দেবে। ভোটের খেলা। আমরা ভোটের অঙ্কে বিশ্বাস করি না। মানবিকতায় বিশ্বাসী
বিভেদের রাজনীতি’তে বিশ্বাসী বিজেপি বাংলার সংস্কৃতিকে ছিন্নবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সব কিছু চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে
পাঞ্জাবি অফিসার কী দোষ তাঁর, সে ডিউটি করছে। ফোর্সে পাঞ্জাবি, গোর্খা রেজিমেন্ট নেই? পাঞ্জাবি পাগড়ি করে বলে খলিস্তানি বলে দেবে। মুসলমান অফিসার হলে পাকিস্তানি বলে দেবে। আমাকে কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে। পাত্তা দিই না। ২-১ জন হঠাৎ গজিয়ে উঠেছে। বাংলার কলঙ্ক। যারা বাংলাকে কলঙ্কিত করছে তাদের বলি আগামী দিন ভালো থাকবেন। আপনারা খারাপ চাইলেও আমরা খারাপ চাই না। শুধু বলব বাংলা মাথা নত করতে জানে না