Latest News

December 27, 2013

পরিবহণের ৩ নিগমে এ বার একই পরিচালন, পরিবর্তন ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের পরিবহণ দফতরে বড়সড় পরিবর্তন ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনটি প্রধান পরিবহণ নিগমের সংযুক্তীকরণের প্রয়াসও আর এক ধাপ এগোল। ওই তিন নিগম সিটিসি, সিএসটিসি এবং ভূতল পরিবহণের (ডব্লিউবিএসটিসি) যে আলাদা আলাদা পরিচালন সমিতি ছিল, বৃহস্পতিবার সেগুলি ভেঙে দিয়ে একটি অভিন্ন পরিচালন সমিতি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবং নতুন সমিতির চেয়ারম্যান হয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি ছাড়াও ন`সদস্যের অভিন্ন পরিচালন সমিতিতে রয়েছেন রাজ্যের শাসকদলের দুই বিধায়ক তাপস রায় ও সুলতান সিংহ। রয়েছেন পরিবহণ-সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, সিটিসি-ডব্লিউবিএসটিসি`র ম্যানেজিং ডিরেক্টর, সিএসটিসি`র এমডি। আর আছেন কলকাতা মোটর ভেহিক্লসের ডিরেক্টর, কলকাতা পুর-কমিশনার এবং কেএমডিএ`র সিইও। পরিবহণমন্ত্রী এ দিন এই সিদ্ধান্তকে `ঐতিহাসিক` আখ্যা দিয়ে বলেন, `তিন নিগমের একত্রীকরণ পর্ব কার্যত শুরু হয়ে গেল। অভিন্ন পরিচালন সমিতি হওয়ায় এখন আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধে হবে। জেএনএনইউআরএমের নতুন বাসগুলোকে ভাল ভাবে কাজে লাগানো যাবে।`
জ্যের শাসনক্ষমতায় আসার পরে পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সংযুক্তীকরণের মাধ্যমে পরিবহণ নিগমগুলোকে লাভজনক করে তোলা চেষ্টা হবে। ঠিক হয়, মূলত কলকাতা শহরে পরিষেবাদানকারী প্রধান তিনটি নিগম সিএসটিসি, ট্রাম কোম্পানি ও ভূতল পরিবহণকে মিলিয়ে দেওয়া হবে। কিন্তু সিএসটিসি কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত হওয়ার সুবাদে পরিকল্পনাটি প্রাথমিক ভাবে কিছুটা ধাক্কা খেয়েছে। সরকার আপাতত চাইছে তিনটিকে এক ছাতার তলায় আনতে। এতে তিন নিগমের জমি-সম্পত্তি ব্যবহার ও রুট তৈরি দু`টোতেই সমন্বয় আসবে।
পরিচালন সমিতি থাকলে তিন নিগম মিলিয়ে অভিন্ন রুট তৈরি সহজ হবে। তাতে যাত্রীদের যেমন লাভ, তেমন সরকারেরও আয় বাড়বে।
শুধু রুট নয়। অভিন্ন পরিচালন সমিতির দৌলতে বিভিন্ন নিগমের ডিপো ব্যবহারের ক্ষেত্রেও সমন্বয় তৈরি হবে ।

This news was first published on Anandabazar Patrika dated December 27, 2013