Latest News

February 12, 2014

Kolkata Police inducts 238 women constables – The largest batch ever

Kolkata Police inducts 238 women constables – The largest batch ever

238 women constables were inducted into the Kolkata Police Force during the 17th induction ceremony of women constables of the Kolkata Police held at the Police training School on Tuesday. This is the first time such a huge number of women have passed out of from the Police training Institute.

Currently there are 261 women constables in the Kolkata Police Force. The 238 woman constables, the largest batch ever of the city police, will be deployed in various wings of the force. “After today`s induction, the number of woman constables in the force will almost double,” said Kolkata Police Commissioner Surajit Kar Purkayastha.

শহরে আরও ২৩৮ মহিলা কনস্টেবল

মঙ্গলবার কলকাতা পুলিশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা কনস্টেবলদের ১৭তম ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অনেক কর্তাই শহরের থানাগুলিতে মহিলা পুলিশের সংখ্যা কম সেই ঘাটতি  কিছুটা পূরণ করা গিয়েছে, তা জানালেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ

সুরজিৎবাবু জানান, গত বছরের অগস্ট মাসে মোট ২৩৮ জন মহিলাকে কনস্টেবল প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হয়েছিল সেই পর্বই শেষ হল মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠান দিয়ে তিনি জানান, কলকাতা পুলিশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রথম এত সংখ্যক মহিলা পুলিশ পাশ করে বেরোচ্ছেন বিভিন্ন জেলা থেকে আবেদনকারী মহিলাদের মধ্যে থেকে বেছে নিয়ে নিয়োগপত্র পাঠানো হয়েছিল তাঁদের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্নাতকোত্তর পর্যয়ের ছাত্রীরা সুযোগ পেয়েছেন জেলাগুলির মধ্যে সর্বাধিক (৫৫) মহিলা কনস্টেবল নিয়োগ হয়েছে উত্তর ২৪ পরগনা থেকে

কলকাতা পুলিশের আওতায় থাকা থানাগুলিতে মহিলা পুলিশের সংখ্যা কম বর্তমানে কলকাতা পুলিশে ২৬১ জন মহিলা কনস্টেবল রয়েছেন দিন নিয়োগ হলেন আরও ২৩৮ জন এখনও প্রায় ৫৪৩ জনের পদ খালি রয়েছে এই ঘাটতি পূরণের জন্য সম্প্রতি আরও আড়াইশোতিনশো জন মহিলা কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে হলে জানিয়েছেন পুলিশ কমিশনার

দিনের অনুষ্ঠানে শিক্ষার্থী মহিলা পুলিশদের উদ্দেশে কমিশনার বলেন, “আমি অভিভূত তবে, `মেট্রোপলিটন পুলিশিং`-এর ধরন আলাদা ছোট ঘটনাও নিমেষে বড় আকার নিয়ে ফেলতে পারে তাই কোনও ঘটনাকেই ছোট করে না দেখে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য সব সময় শারীরিক মানসিক ভাবে তৈরি থাকতে হবে পুরুষ সহকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে কর্তব্য পালন করে তোমাদের দেখাতে হবে যে, মহিলারাও কোনও অংশে কম নন এটাই তাঁদের কাছে চ্যালেঞ্জ