August 18, 2014
WB CM`s Singapore visit starts on a positive note

After holdinga “fruitful” meeting with Singapore's leading investment fund – theGIC Group, West Bengal Finance Minister Amit Mitra Monday exuded confidence ofsecuring big ticket investment for the state.
Led by ChiefMinister Ms Mamata Banerjee, a delegation of ministers, bureaucrats andentrepreneurs are camping in the city state scouting for investment.
“Quiteaware of Bengal and looking at the list of those who are investing in ourstate, they ended the meeting with a positive intent. The biggest thing is theyhave asked us to send them projects and if they found them bankable, they willinvest,” Dr Mitra said after holding a meeting with GIC representatives.
SeveralSingaporean and Indian entrepreneurs including ITC executive director KurushGrant were present at the meeting.
Dr Mitra saidthe group has already set up an office in India and entered in to a jointventure with the HDFC Bank for making investments in India.
“Usuallythey do not invest anything below $50 million. It's a very positive andsignificant development and people would soon get to see the results,” headded.
Besides Ms Banerjee's meeting with the Singaporean prime minister, an industrial summitwill be held Wednesday where top business heads of the country are expected toparticipate.
—
ইতিবাচকআবহেই শুরু হল মুখ্যমন্ত্রীরসিঙ্গাপুর সফর। বিনিয়োগকারীসংস্থা GIC-র কর্তাদের সঙ্গেঅর্থমন্ত্রীর বৈঠকে শিল্পে লগ্নিনিয়ে সদর্থক আলোচনা হয়েছেবলে জানিয়েছেন রাজ্যেরশিল্পোদ্যোগীরা। রিয়েলএস্টেট এবং পরিকাঠামো ক্ষেত্রেপশ্চিমবঙ্গে বিনিয়োগ করলে কী সুবিধামিলবে GIC-কর্তাদের কাছে তাই তুলেধরেন অর্থমন্ত্রী।
শিল্পমহলসূত্রে খবর, পশ্চিমবঙ্গে লগ্নিকরার বিষয়ে আগ্রহ দেখিয়েসিঙ্গাপুরের বিনিয়োগকারী সংস্থাটি। আর্থিকবিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ব্যবসাসম্প্রসারণের কথা ভাবছে সিঙ্গাপুরেরসংস্থাগুলি। সেক্ষেত্রেতাদের গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হতে পারে পশ্চিমবঙ্গ।
ব্র্যান্ডবেঙ্গল নিয়ে সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী। লক্ষ্যএকটাই। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিকরাজধানী থেকে রাজ্যের জন্যলগ্নি আনা। আরসেই লক্ষ্যে সিঙ্গাপুরের প্রথম সারির বাণিজ্যিকসংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেরাজ্য সরকার। তালিকায়রয়েছে চাঙ্গি, জুরং, তেমাশেক, জিআইসিরমতো নামজাদা সংস্থা।
বিশ্বের প্রথম সারির বাণিজ্যিকসংস্থাগুলির অধিকাংশেরই অফিস সিঙ্গাপুরে।লগ্নির লক্ষ্যে তাই দক্ষিণপূর্ব এশিয়ারদেশটিকেই পাখির চোখ করেছেনমুখ্যমন্ত্রী। রাজ্যেরএকটি প্রকল্পে অবশ্য ইতিমধ্যেই বিনিয়োগরয়েছে সিঙ্গাপুরের। অণ্ডালে কাজি নজরুল ইসলামবিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠছেদেশের প্রথম বিমাননগরী।নির্মাণকারী সংস্থা বেঙ্গল এরোট্রোপলিসপ্রজেক্ট লিমিটেডে ছাব্বিশ শতাংশ অংশীদারিত্ব সিঙ্গাপুরেরসংস্থা চাঙ্গির।
সিঙ্গাপুরেরবৃহত্তম, বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরচাঙ্গির কাজকর্ম পরিচালনা করে চাঙ্গি এয়ারপোর্টগ্রুপ।
বিমানবন্দরতৈরি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরুরি পরিষেবা, বিমানবন্দরকেঘিরে বিভিন্ন বাণিজ্যিক কাজকর্ম, বিমাননগরী গড়ে তোলার কাজেচাঙ্গির খ্যাতি বিশ্বজুড়ে।
চিন সহ মধ্য প্রাচ্য,ইউরোপের নানা দেশে বিমানবন্দরপরিচালনার কাজে যুক্ত রয়েছেচাঙ্গি।
সিঙ্গাপুরেরনানা সংস্থা ভারতে পারাখলেও অণ্ডাল ছাড়া তাদেরলগ্নি মানচিত্রে সেভাবে নেই এরাজ্যের নাম। শনিবারইস্মার্ট সিটির জন্য দশটিজায়গাকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। তালিকায়রয়েছে, নিউটাউন,বোলপুর, দুর্গাপুর, কল্যাণী, বারুইপুর, রঘুনাথপুর, জয়গাঁ, ফুলবাড়ি, গঙ্গাসাগরও দেবানন্দপুর।
পরিকল্পিত নগরায়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগড়ে তুলতে চাঙ্গির মতোসংস্থার বিনিয়োগ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেবলেই মনে করছে বণিকমহল।
চাঙ্গিরমতোই সিঙ্গাপুরে জুরং ইন্টারন্যাশনালের প্রতিনিধিদেরসঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী। আবাসন,পরিকাঠামো, জৈবপ্রযুক্তির মতো যে সবক্ষেত্রে বিদেশি লগ্নি টানতেচাইছে রাজ্য সরকার, তারপ্রায় সবকটিতেই পাঁচ দশকের অভিজ্ঞতারয়েছে জুরংয়ের।