Latest News

August 12, 2014

Kolkata Police to launch Intensive City Patrolling

Kolkata Police to launch Intensive City Patrolling

Kolkata Police is starting a new initiativefor making Kolkata even safer. The new initiative, Intensive City Patrolling,will comprise a unit that will patrol city streets, lanes and by-lanes to curbcrime as well as help people in case of accidents or mishaps.

The new unit is being set up with theofficers of eight divisions and will have up to forty members. Each team,comprise of one officer and four subordinates have been handpicked for specialtraining. Special cars equipped with GPS have been given to this unit. Theteams will be in direct contact with the police control room. If there is anyreport, the nearest vehicle will attend the trouble spot, informed by thecontrol room.

Incidentally, the nine most importantcrossings of the city already have the presence of Heavy Radio Flying Squad ofthe Kolkata Police. Another 35 vehicles of the Radio Flying Squad patrol thecity. However, the new Intensive City Patrolling unit will make the city muchsafer with their movements in the lanes and the by-lanes and will try to put astop to petty crimes, harassments or even be in assistance in case ofaccidents.

চলতি সপ্তাহের শেষ থেকেই মহানগরের অলিগলিতে টহলদারি পুলিশের দেখা মিলবে, খাতায়কলমে যার পোশাকি নাম 'ইনটেনসিভ সিটি পেট্রোলিং'

কলকাতায় অবশ্য টহলদারি পুলিশ রয়েছে শহরের ৯টি গুরুত্বপূর্ণ মোড়ে ওয়্যারলেস বিভাগের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি মোতায়েন থাকে ৩৫টি রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি শহরের নানা প্রান্তে ঘুরে বেড়ায় সর্বত্র পুলিশের উপস্থিতি যাতে নাগরিকদের চোখে পড়ে, তেমনই ব্যবস্থা করতে চান কলকাতার পুলিশ কমিশনার এতে যেমন শহরে অপরাধের আশঙ্কা কিছুটা হলেও হ্রাস পাবে, তেমন কোন নাগরিক বিপদে পড়লে তাঁর পাশে দ্রুত পৌঁছেও যেতে পারবে পুলিশ যদিও পুলিশকর্তাদের একাংশ এই ব্যবস্থার পিছনে অন্য কারণও দেখতে পাচ্ছেন

শহরের বিভিন্ন প্রান্তে আচমকাই গোলমালের খবর মেলে থানার অফিসারদের পৌঁছনোর আগে সেখানে টহলদার পুলিশ পাঠানো হয়

কী ভাবে কাজ করবে এই দল?

কলকাতা পুলিশের আটটি ডিভিশনে থানার অফিসারদের নিয়ে প্রায় চল্লিশটি দল গঠন করা হচ্ছে একটি দলে এক জন সাবইনস্পেক্টরের নেতৃত্বে কনস্টেবল এবং হোমগার্ডেরা থাকবেন কলকাতা পুলিশ এলাকায় কোনও ঘটনার খবর পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে এক অফিসারসহ পাঁচ সদস্যের ওই বিশেষ দল এর জন্য প্রতি থানা থেকে বাছাই করা কর্মীদের 'পুলিশ ট্রেনিং স্কুলে' বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

চলতি সপ্তাহের শেষ থেকে শহরের রাস্তায় আধুনিক মানের গাড়িতে টহল দিতে দেখা যাবে পুলিশের ওই বিশেষ দলকে কন্ট্রোল রুম বা থানা থেকে কোনও খবর পাওয়া মাত্র তারা ঘটনাস্থলে পৌঁছে যাবে অল্প সময়ের মধ্যেই প্রাথমিক তদন্ত থেকে শুরু করে প্রযোজনীয় সব কাজই শুরু করবে ওই দল প্রয়োজনে তারাই যোগাযোগ করবে স্থানীয় থানা থেকে লালবাজারের প্রধান কন্ট্রোল রুমে প্রতিটি দলের নির্দিষ্ট থানা এলাকায় টহল দেওয়ার কথা

কোনও এলাকা থেকে গোলমালের খবর এলে সেই জায়গার সবচেয়ে কাছে থাকা বিশেষ দলকে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার নিদের্শ দেওয়া হবে তাঁর কথায়, 'ইনটেনসিভ সিটি পেট্রোলিং'এর প্রতিটি গাড়িতে 'গ্লোবাল পজিশনিং সিস্টেম' (জিপিএস) লাগানো থাকবে দুঘর্টনাস্থলের সবচেয়ে কাছে থাকা দলটিকে জিপিএসের মাধ্যমে জেনে নিয়ে সেখানে পৌঁছতে বলা হবে যে কোনও সমস্যায় দ্রুত কর্মীরা পৌঁছে গিয়ে সাহায্য করলে পুলিশের ভাবমূর্তি উন্নত হবে