On the occasion of International Women’s Day, a historic women’s rally was organised by Trinamool in Kolkata near the Gandhi statue on Mayo Road.
Women from all walks of life participated in the rally.
The main speaker at the event was Mamata Banerjee. In her 30-minute odd speech, she called upon women in Bengal to unite in protest against the misrule by BJP at Centre. She also asked them to prepare for the upcoming Panchayat polls.
Highlights of her speech:
- We must work together, for people from all walks of life. Our sisters, as well as brothers, are society’s assets.
- We celebrate March 8 as International Women’s Day. This day is dedicated to our mothers and sisters.
- We reserved 50% seats in Panchayats for women after coming to power.
- Trinamool is the only party to have 34% female MPs, even without Women’s Reservation Bill.
- We provide 730 days of child care leave.
- 48% women are employed under 100 Days’ Work. 48% female candidates got a chance under College Service Commission.
- ‘Beti Bachao, Beti Bachao’ programme by the Centre is actually ‘Beti Hatao’. The budget is 100 crore, which comes to Rs 3 crore per State. We spent Rs 6,000 crore for Bengal’s Kanyashree scheme.
- 45 lakh girls have received Kanyashree scholarship. We have extended the scheme to university students also (Rs 2,000 for humanities, Rs 2,500 crore for science). Make this a national model.
- We have also started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older). This scheme will be launched from April 1.
- When we came to power, rate of institutional delivery was 65%. Now the rate has gone up to 95%.
- We have started transit hubs for pregnant women at remote areas.
- Infant mortality rate has come down in Bengal in the last six years.
- In six years, we have set up 300 SNSUs, 75 SNCUs, 17 Mother and Child Hubs. ICCUs, HDUs, multi super speciality hospitals have also been set up.
- We provide rice at Rs 2/kg to 8 crore people. We provide the subsidy for this scheme.
- We carry out developmental programmes with the revenue we collect from taxes. We have not imposed any burden on the people. We are paying instalments for the debt incurred by the Left. We are working for the people despite our financial burden.
- We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have given scholarships to minorities as well as SC/ST students.
- We work for all, irrespective of their background. We do not practice divisive politics.
- The language used by a person is their identity. The kind of language some politicians use is shameful. This is not the culture of Bengal. We believe in civilized culture.
- Indecent language can get you two minutes of fame on TV. But people will reject you. Politicians must choose the words they use carefully.
- An incident took place. BJP set the precedent in Tripura by vandalising Lenin’s statue. Even in Tamil Nadu, the statue of a Dalit leader was vandalised. We strongly condemn these incidents.
- SP Mukherjee was born in Bengal. We do not believe in his ideology but we respect him. Those who put black paint on his statue are a shame for Bengal.
- This culture of bulldozing statues of icons of another ideology is dangerous. Do not even try to defame Bengal.
- We have to fight for the labourers, farmers, peasants and people of all sections of the society.
- Bengal is No. 1 in creating rural employment, agriculture, ease of doing business, small scale industries.
- Bengal was known for Bandhs earlier. The perception has changed.
- Kanyashree, uninterrupted power supply, rural jobs, new roads, better hospitals – this is poriborton.
- BJP won in Tripura by a margin of 0.3% only. They played divisive politics. They promised separate state in Darjeeling and applied the same formula in Tripura. They have won. Fine, but don’t overestimate yourself. Your target is Bengal. Our target is Lal Quila.
- Their alliance partners – TDP and Shiv Sena – have walked out of alliance. The writing is clear on the wall. They will lose in Karnataka, Rajasthan, Madhya Pradesh. Do not even dream of winning in Odisha and Bengal.
- In Tripura, BJP spent money like water flowing through a hosepipe. The CPI(M) surrendered itself to the BJP. They did not put up any fight.
- Centre is using agencies against those who speak against them.
- All regional parties have to work together. We have to put up a fight together.
- Women have to take a lead in the protests against the Centre. If you want to save the country and the society, remove BJP from power. Hindu-Muslim divisions will not bear any fruits.
- People’s savings are not safe in banks. ‘Gobar’ (cow dung) has become ‘dhan’ (asset) for this government.
- Mohila ra dichhe daak, BJP chole jaak. Du hajar unish, BJP hobe finish. Put an end to their arrogance.
- A section of media is sold out to the BJP. There is an atmosphere of fear among journalists.
- Bengal has always led the way whenever social/political movements started in India.
- Self-confidence is the biggest strength of a person. Women will lead this fight – they manage homes, as well as outside.
কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদে অগ্রণী ভূমিকা মহিলাদের: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন। চালু করেছেন বহু প্রকল্প এবং কর্মসূচী। দিদির মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।
প্রতিবছর নারী দিবস উপলক্ষে বিশাল মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় এক ঐতিহাসিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে।
আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পঞ্চায়েত ভোটে অগ্রণী ভূমিকা নিতে ডাক দেন। তিনি বলেন মহিলাদের সঙ্গবদ্ধ হয়ে কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে লড়তে হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ
- আমি বিশ্বাস করি সকলকে নিয়ে একসাথে চলতে হবে। ভাই বোন সকলেই সমাজের সম্পদ।
- আজকের দিনটি ৮ই মার্চ আমরা আন্তর্জাতিক মহিলা দিবস হিসেবে পালন করি। আজকের দিনটি আমাদের মা বোনেদের। পৃথিবীব্যাপী এই দিনটি মেয়েদের জন্য পালন করা হয়।
- বাংলায় আমাদের সরকার আসার পর পঞ্চায়েত ও মিউনিসিপালিটিতে মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ করা হয়েছে।
- একমাত্র আমাদের দলের মহিলা নির্বাচিত প্রতিনিধি ৩৩% এর বেশি।
- আমাদের রাজ্যে চাইল্ড কেয়ার লিভ দেওয়া হয় ৭৩০ দিন।
- বাংলায় ৪৮% মেয়ে ১০০ দিনের কাজ করছে। কলেজ সার্ভিস কমিশনে ৪৮% মেয়েরা সুযোগ পেয়েছে, ওরা আমাদের রাজ্যের গর্ব।
- কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প আসলে ‘বেটি হাটাও’ প্রোগ্রাম।সমগ্র ভারতবর্ষের জন্য ওদের বাজেট ১০০ কোটি টাকা। মানে রাজ্য প্রতি ভাগ ৩ কোটি টাকা। আর বাংলায় কন্যাশ্রী প্রকল্পের জন্য ৬০০০ কোটি টাকা খরচ করেছি।পারলে এটাকে মডেল কর।
- ৪৫ লক্ষ মেয়েকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য মেয়েদের এগিয়ে নিয়ে আসা।
- আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। গরীব পরিবারের (যাদের বছরে আয় দেড় লক্ষ টাকা) মেয়েদের ১৮ বছর বয়সের পর তাদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার। ১ লা এপ্রিল থেকে শুরু হবে এই প্রকল্প।
- আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশন ডেলিভারি ছিল ৬৫%। আমাদের সময় এই পরিমাণ ৯৫%।
- যে সব এলাকায় হাসপাতাল নেই সেখানে আমরা গর্ভবতী মহিলাদের জন্য মাদার ট্রানজিট হাব করেছি।
- ৬ বছরে শিশু মৃত্যুর হার কমেছে বাংলায়।
- আমরা ৬ বছরে ৩০০ টি SNSU, ৭৫ টি SNCU, ১৭ টি মাদার ও চাইল্ড হাব, আই সি সি ইউ, এইচ ডি ইউ সহ মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছি। একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
- বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কিলো চাল পায়। আর সেই চালের সাবসিডি দেয় রাজ্য সরকার।
- সরকারের টাকা আসে জনগণের দেওয়া ট্যাক্স থেকে, কিন্তু আমরা ট্যাক্স বাড়িয়ে দিইনি। সিপিএমএর দেনার টাকা শোধ করতে হচ্ছে। ৪৮ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। তা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
- আমরা ৭০ লক্ষ ছেলেমেয়েদের সবুজ সাথী সাইকেল দিয়েছি, সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দিয়েছি।
- আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। কাউকে ভাগাভাগি করতে দেব না।
- মানুষের ভাষাই তার পরিচয়। কেউ কেউ যে ভাষায় কথা বলছে তা শুনে লজ্জা হয়। বাংলার মানুষ এই ভাষায় কথা বলে না। বাংলার মানুষ সুন্দর ভদ্র ভাষায় কথা বলে।
- অকথা, কুকথা বলে টিভি তে পাবলিসিটি পাওয়া যায়।কিন্তু মানুষের কাছে এই ভাষার জায়গা নেই। রাজনীতিবিদদের ভেবেচিন্তে ভাষা প্রয়োগ করা উচিত।
- একটা ঘটনা ঘটেছে ত্রিপুরায়, বিজেপিই শুরু করেছে, লেনিনের মূর্তি ভেঙে। তামিল নাড়ুতেও একজন দলিত নেতার মূর্তি ভাঙা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
- শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় জন্মেছেন, আমরা তাঁকে সম্মান করি, তিনি অন্য দলের সমর্থক হতেই পারেন, তাই বলে আমি তাঁর মূর্তিতে কালি মাখিয়ে দিয়ে আসব? যারা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে কালি লাগিয়েছেন, তারা বাংলার কলঙ্ক।
- এই কালচার কেন হবে যে কাউকে পছন্দ না হলে তার মূর্তি বুল্ডোজার দিয়ে ভাঙ্গা হবে? বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না।
- পঞ্চায়েতে তৃণমূল স্তরে আরও ভালো কাজ করতে হবে। মানুষকে পরিষেবা দিতে হবে, গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। সব মানুষকে পাশে নিয়ে লড়াই করতে হবে।
- ১০০ দিনের কাজে, গ্রামীণ কর্মসংস্থান তৈরীতে, স্কিল ইন্ডাস্ট্রিতে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে, কৃষিতে , ইজ অফ ডুইং বিজনেসে ভারতবর্ষে আমরা এক নম্বরে।
- আগে বাংলা বললে মানুষ ভাবত শুধু বন্ধ, স্ট্রাইক, অত্যাচার, অপপ্রচার। এখন মানুষ বাইরে থেকে এসে বলে কলকাতাটা পুরো বদলে গেছে।
- পরিবর্তন মানে কন্যাশ্রী, রুপশ্রী, সবার ঘরে আলো, কৃষিকর্মন অ্যাওয়ার্ড, গ্রামীণ কর্মসংস্থানে নাম্বার ওয়ান, নতুন রাস্তা, নতুন হাসপাতাল।
- বিজেপি ত্রিপুরার মতো রাজ্যে জিতেছে ০.৩% মার্জিনে। দার্জিলিং-এ যেমন প্রচার করেছিল ভোটের আগে যে জিতলে আলাদা রাজ্য দেবে, ত্রিপুরাতেও সেম গেম খেলেছে। তাও জিতেছ যখন কাজ কর, এতো নাচানাচির কিছু নেই। কথায় কথায় বলে এবার বাংলাকে জয় করব, বাংলা দিল্লী জয় করে দেখিয়ে দেবে।
- বিজেপির জোটসঙ্গী টিডিপি জোট ছেড়ে বেড়িয়ে এল, শিব সেনা, কে সি রাও-রা বিজেপির জোটসঙ্গী… শুনতে পাচ্ছো না বিদ্রোহের কন্ঠ? শুনতে পাচ্ছো উত্তর প্রদেশ, রাজস্থান, কর্নাটক, মধ্য প্রদেশ কি বলছে? উড়িষ্যা, বাংলার দিকে ভুলেও তাকিয়ে দেখো না।
- সিপিএম তো আত্মসমর্পণ করেছে বলে হেরে গেল ত্রিপুরাতে। ওরা তো ঠিকমত কথাও বলতে পারেনি। হোসপাইপের মত টাকা খরচ করেছে, সিপিএম কিছু বলেনি, মাথা নত করে ছিল। ভয় পেয়ে আত্মসমর্পণ করে ফেলেছিল।
- যারা বিরোধিতা করছে তাদের পেছনে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে বিজেপি।
- তৃণমূল কংগ্রেস আগেও বলেছে, এখনও বলছে, সব আঞ্চলিক দল একসঙ্গে কাজ করবে। একসাথে দল করব, একসাথে সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিরোধ করব।
- মা-বোনেদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। যদি আপনারা দেশ ও সমাজকে বাঁচাতে চান তবে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলুন। শুধু হিন্দু-মুসলমান ভাগাভাগি করে দেশ চলে না।
- মানুষের ব্যাঙ্কে রাখা সব টাকা নিয়ে নিচ্ছে। বিজেপি সরকার এখন বলছে, তোমরা ব্যাঙ্কে ‘গোবর’ রাখো।‘গোবর’ হচ্ছে ধন।ওটা এখন ওদের ধন- ‘গোবর্ধন’, মানে ‘গোবর’-টা হচ্ছে এখন সরকারের ধন।
- দিল্লীর মিডিয়া তো পুরো কিনে নিয়েছে। এজেন্সিগুলোকে পুরো কিনে নিয়েছে।ভাবছে এটাই চলবে- কিন্তু এটা চলবে না।
- আজ মহিলারা দিচ্ছে ডাক- বিজেপি চলে যাক। দু হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ। ঔদ্ধত্য, অহঙ্কার, দম্ভ হবে ফিনিশ।
- মনে রাখবেন, বাংলার মাটি এই লড়াইটা চিরকাল করেছে আর করবে।বাংলা সব সময় নেতৃত্ব দেবে।
- আমাদের মনে যে শক্তি ও আত্মবিশ্বাস, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমার মা-বোনেরা নিজেদের ঘর সামলাতেও জানে, বাইরেও লড়তে জানে।