Financial rights of the people have been snatched away: Mamata Banerjee on demonetisation

Attacking the Central Government sharply, Bengal Chief Minister Mamata Banerjee Wednesday said that the Centre snatched away the financial freedom of the common people of India through demonetisation.

“People are not able to withdraw their own money from banks. Democratic and political rights are meaningless without financial rights. Central govt has once again made us dependent despite so many years of independence,” she said while addressing reporters at Sukna.

She made an appeal to the Centre to take back all limits on cash withdrawal immediately. She maintained that people will not forgive the Centre for causing them so much suffering due to demonetisation.

Mamata Banerjee also said that Trinamool is being targeted because the party protested against demonetisation. “Sudip Bandyopadhyay is innocent. He has committed no fault. This is political vendetta, nothing else,” she said.

 

সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে নিজের টাকা তুলতে পারছেন না। অর্থনৈতিক অধিকার কেড়ে নিলে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার অর্থহীন হয়ে পড়ে। স্বাধীনতার এত বছর পরেও কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্য আজ মানুষ পরাধীন”।

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সব বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন এই গণতান্ত্রিক শোষণ ও শাসন আগামীদিনে ভারতের মানুষ ক্ষমা করবে না।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “উনি কোন অপরাধ করেননি, উনি নির্দোষ। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়”।

 

WB CM’s north Bengal visit begins

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has reached north Bengal for a four-day visit.

The Chief Minister is scheduled to inaugurate ‘Bengal Safari’ Park today on her way up to Darjeeling.

On January 22, she will be present at the foundation day celebration of the Sherpa Cultural Board and the prize distribution ceremony of the Himal Terai Dooars Sports Festival. Both the programmes will be held at St Joseph’s School in Singamari, Darjeeling.

On January 23, the Chief Minister will attend the 119th birth anniversary programme of Netaji Subhas Chandra Bose at Darjeeling Chowrastha, like previous years. The programme is organised by the Information and Cultural Affairs Department.

She will then leave for Sukna on January 24 to flag off a bicycle rally of students. The Chief Minister will return to Kolkata on the same day.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

২১ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন।

২১ শে জানুয়ারি বেঙ্গল সাফারি পার্ক উদ্বোধন করবেন  মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হবেন।

২২ শে জানুয়ারি শেরপা পর্ষদ বোর্ড-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং হিমাল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ২ টি অনুষ্ঠানই হবে দার্জিলিং-এর শিঙ্গামারির সেন্ট জোসেফ স্কুলে।

গত বছরের মত এ বছরও ২৩ শে জানুয়ারি তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে দার্জিলিং এর চৌরাস্তায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি শুকনার উদ্দেশ্যে রওনা দেবেন। ২৪ শে জানুয়ারি শুকনায় একটি বাইসাইকেল র‍্যালির পতাকা উত্তোলন করবেন তিনি।

একই দিনে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।

WB CM monitors relief work in the Hills for the second successive day

West Bengal Chief Minister Ms Mamata Banerjee monitored the situation of the Hills for the second successive day.

At Sukna, Darjeeling, the Chief Minister said that the District Magistrate is monitoring the workings of the relief camps. Three community kitchens have been set up for the hundreds of affected people yesterday.

The Chief Minister said that she took the landslide affected routes to witness the extent of damage first hand. She said that she had instructed for the roads to be rebuilt. She said that she had also requested the GTA so that they restore the water connectivity in Kalimpong at the earliest possible time.

The Chief Minister said that key necessities of the Hills like water supply, power supply, bridges are being tried to be restored at the earliest.

Earlier today, the West Bengal Chief Minister said on Twitter:

Dead bodies found in Darjeeling Hills: Earlier 29, yesterday 1, today 2 from Mechi River. Total 32. Life is too precious