West Bengal Chief Minister Ms Mamata Banerjee has shown a lot of interest in organising a global education summit in the State. The State Education Minister, Partha Chatterjee, announced last Friday that the Government is going ahead with this.
Educationists from all over the world would congregate to discuss the current state of education. The primary aim of the State Government behind organising this summit is to improve the quality of education and the educational infrastructure in West Bengal.
Importantly, the Education Minister said that researchers and educationists who have left the State in search of better opportunities would be invited too. According to him, this summit would give a clearer picture of where West Bengal stands in terms of the state of education and hence, give pointers to the areas in which improvements need to be made.
The West Bengal Education Commission has already been created to provide a basis for the future of education in the State.
আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন করতে ইচ্ছুক রাজ্য সরকার
শিল্পের পর এবার শিক্ষা সম্মেলন করার পথে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গত শুক্রবার জানিয়েছেন যে রাজ্যে শিক্ষা সম্মেলন করা হবে।
দেশ–বিদেশের শিক্ষাবিদদের নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মান ও পরিকাঠামো উন্নয়নে এই শিক্ষা সম্মেলন উল্লেখযোগ্য ভূমিকা নেবে।
শিক্ষামন্ত্রী জানান যে এই সম্মেলনে দেশ এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হবে। এই সম্মেলনে রাজ্যের শিক্ষাব্যবস্থার সম্পূর্ণ চিত্রটি যেমন তুলে ধরা হবে, তেমনি অন্য রাজ্য বা দেশের তুলনায় কোন কোন ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি, কোথায় খামতি আছে, কেন ঘাটতি তাও জানা যাবে। শিক্ষার কোনও একটি স্তর বা ক্ষেত্রকে আরও উন্নত করতে শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময়েরও সুযোগ তৈরি হবে।
আগামী দিনে রাজ্যের শিক্ষাব্যবস্থার রূপ কী হবে, তা ঠিক করতে ইতিমধ্যেই শিক্ষা কমিশন গঠিত হয়েছে।