The national-level handicrafts fair, SARAS Mela, began on November 24 at Central Park in Salt Lake, to continue till December 4. The fair is organised by the Bengal Government’s Panchayats and Rural Development Department.
Handicrafts from across India are available here. People in Bengal being cultural-minded, handicrafts fairs in Kolkata are always popular. The fair has already drawn hundreds of people.
This fair will be held in Siliguri too in January.
সল্টলেকে শুরু হল সরস মেলা
প্রতি বছরের মতো এবছরেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হল সরস মেলা। মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।
এই মেলাটিতে থাকে হস্তশিল্পের বিপুল সম্ভার। এটি হস্তশিল্পের একমাত্র জাতীয় স্তরের মেলা যা কলকাতায় হয়।
সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সম্ভার নিয়ে এসেছেন শিল্পীরা।