mamata banerjee sagar island

Mahant of Kapil Muni Ashram showers praises on Bengal CM

The mahant of Kapil Muni Ashram on Sagar Island has recently praised Chief Minister Mamata Banerjee profusely for the work she has done in the making of adequate arrangements for the people visiting Sagar Mela and for making Sagar Island a popular tourist destination all through the year.

He said she has done so much on her own initiative that there cannot be any more demands.

The Kapil Muni Ashram has been entirely renovated. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Tourist cottages with all facilities have been built on the island. Many other facilities are also being set up.

During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

সাগরে মুখ্যমন্ত্রীর কাজে খুশি মহন্ত

আলোয় ভাসছে সৈকত। কপিলমুলি আশ্রম ঘিরে রাজ্য সরকারের সুবিশাল কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। কচুবেড়িয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার ফোর লেনের কাজ চলছে। থাকার জন্য তৈরী হয়েছে বহুমুখী অনেক কটেজ। অন্য নানারকম ব্যবস্থা। পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ মানুষের জন্যই এসব তৈরী হয়েছে। এই সাগর আমাদের চেনা নয়। সাড়ে ছয় বছরে বাংলার তথা দেশের পবিত্র এই তীর্থক্ষেত্রকে সত্যিই বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একসময় গঙ্গাসাগর বিখ্যাত ছিল শুধুমাত্র সাগরমেলার জন্য। এখন হয়ে উঠেছে পর্যটনের অন্যতম ঠিকানা। সারা বছরই প্রচুর মানুষ আসেন বেড়াতে। সমুদ্রতটের রূপই বদলে গিয়েছে কপিলমুনির দেশে।

কুম্ভ মেলার মতোই সাগর মেলার বিশালতা। তাই, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহন্ত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় খুব সৎ মানুষ। না চাইতেই উনি সাগরের জন্য যা করছেন, তার পর আর কিছু চাওয়ার নেই।’

Source: Sangbad Pratidin

State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

mamata banerjee sagar island

Gangasagar Mela to go green in 2016

Ganga Sagar Mela next year would be declared Green Mela where sanitary toilets would be provided for all pilgrims, South 24 Paraganas district magistrate P B Salim said.

10,000 sanitary toilets would be set up for the mela, which attracts lakhs of pilgrims from across the country.

He said the pilgrims would be made aware of the demerits of open defecation at various stages of their journey right from the city to Sagar Island, where they take the holy dip on the occasion of Makar Sankranti.

Referring to the situation in the district vis-a-vis sanitation, he said the model set by Nadia, declared a total sanitation district, would be followed though South 24 Parganas had a much larger population.

“Next year on Gandhi Jayanti we plan to declare South 24 Parganas a total sanitation district. For this we are involving people from all sections – students, Anganwadi and Asha workers, SHGs, NGOs besides religious heads,” he said adding at present there are no sanitary toilets in at least seven lakh households in the district.

The government will provide Rs 10,000 for each toilet built and the beneficiary would pay Rs 900 or provide labour. In West Bengal 40 per cent of the people have no sanitary toilets at their homes compared to 58 per cent in the country.

management

Effective management of Gangasagar Mela: Bengal sets an example for mass congregations

More than 10 lakh people have visited Gangasagar this time since the annual congregation commenced on 12 January, the South 24-Parganas district administration reported.

Elaborate security arrangement

The State administration had made elaborate security arrangements for the mela. More than 30 CCTV cameras were installed and a similar number of watchtowers erected in and around the Kapil Muni temple on the island’s bank.

Deployment of 6,500 policemen was made along with coast guards, BSF and Navy personnel to ensure adequate security of the area. Security forces in the sea were equipped with hovercraft and small aircraft.

West Bengal Panchayat Minister Subrata Mukherjee along with Power Minister Manish Gupta, Sunderban Affairs minister Manturam Pakhira and Minister of State for Minority Affairs Giasuddin Mollah and the Zilla Sabhadipati, District Magistrate, Superintendent of Police and other top officials of South 24 Parganas, were present to monitor the situation.

Record turnout

Most of the pilgrims hailed from states like Madhya Pradesh, Uttar Pradesh, Rajasthan, Bihar, Jhargkhand, Chhatisgarh and Odisha; there were also a good number of them from Assam and Tripura, besides the home state Bengal.

For the pilgrims there were temporary sheds at Sagar Mela ground where they could take rest. Arrangement of temporary toilets and cooking was made without compromising on the cleanliness of the mela ground. There was adequate arrangement for electricity.

 

Photo credit: Debojyoti Chakraborty