Toy train and ropeway among numerous projects to attract more tourists to Digha

From toy train to ropeway, from water ATMs to making the region plastic-free, numerous projects are being launched to make Digha more attractive to tourists. Digha Sankarpur Development Authority is taking up 39 schemes at a cost of Rs 50 crore.

Neglected during the Left Front regime, the Mamata Banerjee Government has brought about large-scale developments to the region. The district and local administrations have also done a lot.

Now, Digha Sankarpur Development Authority has initiated a project to run a toy train from Digha to Udaypur, near the border with Odisha. The train would run along the casuarina tree-lined coastline of Digha and New Digha.

A ropeway is also being planned from Digha to Sankarpur, which would enable tourists to view the beautiful coastline from up above.

New initiatives are also being planned to keep Digha clean, recruitments for which are being planned. Digha has been declared a plastic-free zone, so tourist cars would be checked before they enter Digha to ensure that no such material is being taken inside the resort town. The control on plastic waster would improve the sewage system of the area.

To improve the garbage collection system, garbage trucks running on hydraulic system would be introduced.

All these measure would ensure that Digha becomes a much more attractive place for tourists.

দিঘার পর্যটনে নতুন চমকঃ টয়ট্রেন, রোপওয়ে

পর্যটকদের কাছে আরও আরও আকর্ষণীয় করে তুলতে টয় ট্রেন থেকে রোপওয়ে, ওয়াটার এটিএম মেশিন থেকে প্ল্যাস্টিক ব্যবহার রোধ সহ একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। মোট ৫০ কোটি টাকা খরচ করে ৩৯ টা নতুন প্রকল্প গ্রহণ করেছে পর্ষদ।

বাম আমলে অবহেলিত পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাকে ক্ষমতায় এসেই বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার থেকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেজে উঠেছে দিঘা।

এবার পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে টয় ট্রেন। সমুদ্র উপকুলের ঝাউ বনের ভিতর দিয়ে নিউ দিঘার পিকনিক স্পট ধরে প্রতিবেশী রাজ্য উরিশার সীমান্তবর্তী উদয়পুর অবধি টয় ট্রেন চালানোর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে।

শুধু টয় ট্রেন নয়, পর্যটকদের আকর্ষণের আরও একটা নতুন ডেস্টিনেশন হতে চলেছে রোপওয়ে। দিঘা থেকে শংকরপুর অবধি প্রায় চার কিমি এলাকায় সমুদ্রের ওপর দিয়ে যাবে এই রোপওয়ে। ফলে এবার আর সমুদ্রে স্নান করে কিংবা টয় ট্রেনের ভিতরে বসে ঝাউ বনের মধ্যে যেতে যেতে সমুদ্র দেখার আনন্দ নয়, সঙ্গে জুড়তে চলেছে আকাশের ওপর থেকেও সমুদ্র দেখার আনন্দ।

এমন ৩৯টি প্রকল্প গ্রহণ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

দিঘাকে সাজানোর সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পর্যটকদের উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দিঘায় ঢোকার আগেই পর্যটকদের গাড়ি পরীক্ষা করবে এই কর্মীরা। কারণ প্ল্যাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্ল্যাস্টিক মুক্ত হলে দিঘার জল নিকাশি ব্যবস্থা আরও বেশি আবর্জনামুক্ত হবে বলে জানান দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী। দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাইড্রোলিক সিস্টেমের আবর্জনা বহনকারী গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

Bengal Tourism Dept setting up ropeways in Purulia and Bankura

The West Bengal Tourism Department is taking initiatives to set up ropeways in Mukutmanipur in Bankura and Ayodhya Hills in Purulia.

State Tourism Minister Gautam Deb said that already initial steps have been taken for the project. Purulia is being projected as a prime tourist destination; a tourism information centre is also being set up there.

A day-care centre is also being set up in Ayodhya Hills to facilitate the tourists, along with watchtowers and cottages, the Minister said. A branch of the State Tourism Development will also be opened at the district administrative building, he said.

 

পুরুলিয়া-বাকুঁড়ায় রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ

বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুরুলিয়ার সৌন্দর্য আরও ভাল ভাবে পর্যটকদের সামনে তুলে ধরার জন্য আমরা অযোধ্যায় পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছি।

অযোধ্যা পাহাড়ের নীচে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের লোয়ার ড্যাম থেকে পাহাড়ের উপর আপার ড্যাম অবধি প্রায় আট কিলোমিটার দীর্ঘ হবে রোপওয়েটি, এর জন্য বরাদ্দ খরচের পরিমাণ ১০ কোটি টাকা।

অযোধ্যা পাহাড়ে ৪ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে খোলা হবে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এছাড়া, অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের জন্য চালু হবে ডে-কেয়ার সেন্টার।

 

Work on to make Digha more attractive tourist destination: WB CM

West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said that the beach town Digha and its surrounding areas would soon appear as beautiful tourist attraction with the agencies working on it to give it a shape.

WB CM, who arrived here on Monday evening, walked along the beach, visited various spots and held an administrative meeting today with the officials in the district and local civic bodies to discuss about the development of this beach town as part of the coastal area development plan.

The chief minister also launched the helicopter service from Digha to Kolkata today before returning to Kolkata by helicopter.

The new helipad at Digha would allow chopper rides from Kolkata to Digha. Alongside a chopper ride, there would also be a ropeway launched at Amarbati Park in Digha for tourists.

The ropeway will move along the Lake in Amarabati Park. The length of the ropeway has been estimated to be of 150 to 200 meters and tourists would also be able to get a larger view of Digha from the ropeway.

The Government is in touch with the coastal zone authorities to work out the modalities of the bigger ropeway project, which would move over the beach between Old and New Digha.

The state government has been working to develop the coastal areas of Digha, Shankarpur, Tajpur and Mandarmani as attractive tourist destinations.

The chief minister also directed the officials in the district and local civic bodies to ensure that the roads were maintained, beaches kept clean, beautification schemes undertaken and solid waste management programme kept in place.

The Digha-Shankarpur Development Authority (DSDA) has already taken up overall civic infrastructure development of the entire area.

New tourist attractions at Digha

West Bengal Chief Minister Ms Mamata Banerjee is going to unveil several new tourist attractions in Digha that would add to the appeal of this beach-town.

WB CM will inaugurate the new helipad at Digha which will facilitate chopper rides from Kolkata to Digha. She will also launch a ropeway for tourists at Amarabati Park in Digha.

The ropeway will move along the Lake in Amarabati Park. The length of the ropeway has been estimated to be of 150 to 200 meters and tourists will also be able to get a larger view of Digha from the ropeway.

The Government is in touch with the coastal zone authorities to work out the modalities of the bigger ropeway project, which will move over the beach between Old and New Digha.

Following Chief Minister Mamata Banerjee’s instructions, the state government has been working to develop the coastal areas of Digha, Shankarpur, Tajpur and Mandarmani as attractive tourist destinations. The Digha-Shankarpur Development Authority (DSDA) was working at sprucing up the overall civic infrastructure of the area like setting up roads, keeping the beaches clean, revamping the drainage system and having a solid waste management programme in place. A beautification programme was also undertaken.