Bengal Govt launches portal for hassle-free marriage registration

The State Judicial Department has come up with a portal to ensure hassle-free registration of marriages. The move is aimed at ensuring transparency in the marriage process.

The website, rgmwb.gov.in, will have all the information so that a bride and a bridegroom do not have to visit any marriage registry office. All the forms can be filled up online after logging in. For general information like documents required for registering marriages, information on marriage officers, etc. no logging is required.

The details of genuine marriage registry offices, the actual rates of marriage registrars and everything else will be available at the click of a mouse, said a senior official of the Law Department said.

The portal will also apprise brides and bridegrooms about the documents needed to be furnished during marriage. According to the official, they only have to appear on the day of the marriage along with the witnesses; the certificate of the marriage will also be available online and can be downloaded from the website.

All marriages that are taking place in Bengal will be kept in a digitised format on the portal to facilitate people in the case of any dispute pertaining to a marriage. The government also has plans to hold workshops in all the districts to make common people aware of the effectiveness of the portal.

 

 

বিয়ে রেজিস্ট্রির জন্য নতুন পোর্টাল চালু রাজ্যের

রাজ্যে বিয়ে রেজিস্ট্রির জন্য একটি নতুন পোর্টাল চালু করল রাজ্য বিচার দপ্তর। এর ফলে বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটে। এই ওয়েবসাইটটি হল rgmwb.gov.in

এই পদক্ষেপ নেওয়ার মূল লক্ষ্য, বিয়ের রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। এই ওয়েবসাইটে পাত্র-পাত্রী সম্বন্ধে সম্পূর্ণ তথ্য থাকবে। এই ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে; বিয়ে রেজিস্ট্রি প্রক্রিয়ার সমস্ত নথি অনলাইনেই জমা করা যাবে। পাত্র পাত্রীকে শুধু বিয়ের দিন সাক্ষী নিয়ে উপস্থিত হতে হবে। এই ওয়েবসাইট থেকেই বিয়ের শংসাপত্র পাওয়া যাবে ও ডাউনলোড করা যাবে।

সাধারণ মানুষকে এই ওয়েবসাইট সম্বন্ধে ব্যাপারে অবগত করতে জেলায় জেলায় কর্মশালা করবে রাজ্য সরকার।

Source: Millennium Post