Financial security for landless labourers

The State Government ensures financial security for landless labourers through the Provident Fund for Landless Agricultural Labourers (PROFLAL) scheme. Around 13.01 lakh landless labourers have been covered under the programme so far.

All landless agricultural labourers within the age group of 18 to 50 years who are recorded holders of up to 50 decimal of land, including homestead land, and whose major source of earnings is from their work as agricultural labourers, are eligible for the scheme. The eligible subscribers have to deposit Rs 20 per month and the State Government contributes an equal amount till the subscribers attain the age of 50. The accumulated amount, along with usual interest, is then paid to the subscribers.

The scheme is administered by the Gram Panchayats at the village level. The block development officer concerned has a supervisory role in implementing the scheme.

There is another social security scheme especially for landless labourers – Aam Admi Bima Yojana. This covers all landless labourers, not just agricultural ones. It is administered jointly by the State and the Centre, each paying an annual instalment of Rs 200 per person. Till date, 8.74 lakh have been covered under this scheme.

 

ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।

ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করছে রাজ্য সরকার। আনুমানিক ১৩.০১ লক্ষ ভূমিহীন কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।তাদের প্রভিডেন্ট ফান্ড প্রদানের পাশাপাশি বীমার মাধ্যমে সুরক্ষাও প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে এই বীমা প্রকল্পের আওতায় আছেন ৮.৭৪ লক্ষ মানুষ। এই বীমার অন্তর্গত ৮৫৫১৭১ জন এলআইসিআই তে নথিভুক্ত।

রাজ্য সরকার ২০১৮-১৯ সালে প্রভিডেন্ট ফান্ড ফর ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবারার্স (ভূমিহীন কৃষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড) প্রকল্পের জন্য ২১ কোটি টাকা ও বীমা প্রকল্পের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।