Bengal Govt taking steps to create awareness about patachitra

The Bengal Government has been taking a lot of steps to help the traditional patachitra artistes of Bengal.

Patachitra is a form of art which presents paintings on scrolls or flat canvases depicting mythological tales or narrating current events. A unique aspect of this art form is that it is not just that the paintings are presented, but the artiste also sings songs to describe the events depicted. Patachitra artistes have been traditional fares at fairs across rural Bengal for centuries.

The State Government has also been educating the artistes about the need to make their art form hum in tune with the times.

Artistes are now making patachitra paintings on various articles of clothing, like on shirts, kurtas, dhotis, sarees, hand fans and even on umbrellas. Some sarees may have the full story of the Ramayana or just aspects of it or indigenous folk tales, like the story about a marriage of fishes.

According to an artiste, the State Government has been doing a lot to spread awareness about the art form across the country. He said that because of the opportunities being provided, he has been able to go to three states to sell his creations. He also raised another important point about the preservation of the art form – that the songs which the artistes sing while presenting their paintings also needs to be preserved; this is the way to comprehensively preserve the art form.

The government has also been sending delegations of patachitra artistes to various exhibitions and fairs in other countries.
Source: 365 Din

Image source: biswabangla.in

 

সরকারের উদ্য্যগে পটশিল্পকে বাঁচানোর চেষ্টা

দেশের অন্যতম প্রাচীন শিল্প হচ্ছে ‘পটশিল্প ‘যা এখন প্রায় বিলুপ্তির পথে।দেশের অন্যতম প্রাচীন শিল্পকে নিয়ে বিদেশের মাটিতে প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। এই শিল্পকে জিইয়ে রাখতে বিভিন্ন ধরনের মেলায় মেলায় ঘুরে বেড়ান এই পটশিল্পীরা। নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করতে নতুন মোড়কে ,নতুন চমকে পটশিল্পকে তুলে ধরা হয়েছে। তাই ব্যবহারের সামগ্রীর ওপর এই পটচিত্র তৈরি করা হচ্ছে।

আজকের প্রজন্মের মধ্যে এই শিল্পকে ছড়িয়ে দিতে শার্ট ,কুর্তা ,কুর্তি ,শাড়ি,হাতপাখা ও সর্বোপরি ছাতাতেও পটশিল্পের চল শুরু হয়েছে। কোনও শাড়ির মধ্যে পুরো রামায়ণের কাহিনি ,কখনও বা মাছের বিয়ের কাহিনি তুলে ধরা হয় ছাতার মাধ্যমে।এছাড়াও সীতাহরণ ,রাম রাবনের যুদ্ধ ,রামের বনবাসের কাহিনি তুলে ধরা হয় এই পটভূমিতে।

এক চিত্রকার বলেন ,’পটশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে। আমি নিজে এখন ভিনরাজ্য গিয়ে গান গেয়ে পট তৈরি করে বিক্রি করার সুযোগ পেয়েছি। তবে প্রত্যেক পটের আলাদা আলাদা কাহিনি রয়েছে। যা তৎকালীন ও বর্তমান সমাজের ওপর ভিত্তি করে তৈরি হয়। শুধুমাত্র ছবি আঁকলেই হয় না ,পটের গানকেও বাঁচাতে হবে ,তবেই এই পটসঙ্গীত বেঁচে থাকবে’।

 

West Bengal’s Rural Craft Hub project reaches out to the world

The Rural Craft Hub, a highly successful project to enable rural crafts to find bigger markets – both national and international – for their crafts, and thus provide sustainable income to a large swathe of the population of the State, started jointly by the Trinamool Congress-led West Bengal Government and UNESCO in September 2013, is now becoming a model for other countries.

Chief Minister Mamata Banerjee has a special interest in the project as it has been her dream to put Bengal on the world map.

Today, 14 handicraft experts from seven countries – the UK, South Korea, Norway, Canada, Thailand, Malaysia, Bahrain, Egypt – and UNESCO are meeting at a convention at Taj Bengal in Kolkata, from 10 am to 5 pm, where the West Bengal Government would share the success story of the concept of Rural Craft Hub. The hubs are being run in nine districts.

The experts would visit the hubs to take a first-hand look at the way the project has transformed the lives of artisans all over West Bengal. Artisans would be able to display their skills in crafts like sitalpati, wooden masks, clay dolls, wooden dolls, chhau masks, dokra, terracotta, kantha stitch, patachitra and madurkathi to the international experts. This kind of direct contact would encourage them further.

Earlier, Rural Craft Hub had received the rare honour of being selected by UNESCO to showcase their artistes at its headquarters in Paris July 28, 2015.

At its initiation itself, Rural Craft Hubs had benefitted 3,000 artisans. Those who have come under the project have seen their annual incomes grow three to four times. This year, 15,000 artisans would benefit from Rural Craft Hubs. In the next five years, all indigenous crafts of the State would be included in the project.

The handicrafts sector represents the economic lifeline of the vulnerable sections of society, with women accounting for around 50% of the craftspeople, and a significant number belonging to the scheduled castes, scheduled tribes and religious minorities.

 

পশ্চিমবঙ্গ রুরাল ক্রাফট হাব প্রজেক্ট এখন বিশ্বের দরবারে

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়এর অনুপ্রেরণায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগ ও ইউনেস্কোর যৌথ প্রচেষ্টায় রুরাল ক্রাফট হাব প্রজেক্ট অভূতপূর্ব সাফল্য লাভ করেছে।

আজ বিশ্বের চোখে বাংলার হস্তশিল্পীদের কাজ প্রদর্শিত হবে। ইউনেস্কোর সাথে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পর্যালোচনা করবেন। ইউকে, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, কানাডা, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাহরিন, মিশর ও ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রুরাল ক্রাফট হাব প্রজেক্ট পশ্চিমবঙ্গের ৯টি জেলায় চলবে। এর মাধ্যমে প্রায় ৩০০০ হস্তশিল্পী উপকৃত হয়েছেন। তাদের বারশিক আয় তিন থেকে চার গুন বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২০১৫ সালের ২৮শে জুলাই পশ্চিমবঙ্গের রুরাল ক্রাফট হাব প্রজেক্ট হস্তশিল্পী কারিগরদের কারুকার্যের জন্য বিশেষ সম্মান পেয়েছে।

এবছর প্রায় ১৫০০০ হস্তশিল্পী এই প্রকল্পের আওতায় আসবেন। আগামী ৫ বছরে বাংলার সমস্ত হস্তশিল্পী রুরাল ক্রাফট হাব এর সাহায্যে সমৃদ্ধ হবেন।

শীতলপাটি, মাটির পুতুল, ছৌ নাচের মুখোশ, ডোকরা, টেরাকোটা ইত্যাদি কারিগরির মাধ্যমে বাংলার হস্তশিল্পীরা তাদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন।

বিশেষজ্ঞরা উন্নতির পরিমাপ করবেন এবং তাদের স্বীকৃতি যেমন একদিকে বিশ্ববাজারে বাংলার হস্তশিল্পকে আরও প্রসারিত করবে তেমনী শিল্পীদের নতুন আশা ও উতসাহ দেবে।

Rural Craft Hubs of West Bengal help artisans double their incomes

Rural Craft Hubs, set up under the initiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, have helped artisans increase their incomes significantly.

Thanks to this State Government initiative, the average monthly incomes of artisans have almost doubled over the last year.

The average monthly income of artisans of West Medinipur, which is famous for patachitra, now stands at Rs 10,000, against Rs 4,000 in 2014. Dokra artisans of Bardhaman district took home Rs 4,140 a month on an average, against only Rs 2,300 in 2014. Dokra artisans of Bankura too doubled their income from the Rs 4,000 they drew every month in 2014.

In September 2013, the Department of Micro, Small & Medium Enterprises and Textiles and UNESCO had taken up a joint initiative of developing 10 Rural Craft Hubs at 11 locations in nine districts; they now employ 3,000 rural handicraft artists.

Rural Craft Hub of West Bengal has received international recognition as well. It was selected by UNESCO to showcase the artwork of West Bengal, at its headquarters in Paris on July 28, 2015.

Now there is more good news for artisans. Apart from the existing sitalpati, clay doll making, kantha stitching and terracotta art, five more arts are going to be added to the list. The first in the new series would be the masks of Bengal, under the Biswa Bangla initiative. There would be 15 kinds of masks from different parts of West Bengal, all with a history and story of its own, including rabankata mask, chhau dance mask of Purulia, gilded masks of Kushmundi and masks of bagpa dance.

The Rural Craft Hubs have been a significant contributor in building capacity, creating direct market linkage, creating exposure for rural artisans to national and international markets and, in the process, helping them getting rid of middlemen, making the villages cultural destinations, and strengthening grassroots entrepreneurship.

 

পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের মাসিক আয় দ্বিগুন হয়েছে

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে রুরাল ক্রাফট হাব, এর ফলে শিল্পীদের মাসিক আয় বৃদ্ধি পাচ্ছে। গত বছরের থেকে এবছর শিল্পীদের মাসিক আয় প্রায় দ্বিগুন হয়ে গেছে।

পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীদের বর্তমান মাসিক আয় ১০০০০ টাকা, ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৪০০০ টাকা। বর্ধমানের ডোকরা শিল্পীদের মাসিক আয় এখন ৪,১৪০ টাকা, ২০১৪ এ ছিল ২,৩০০ টাকা। বাঁকুড়ার ডোকরা শিল্পীদের মাসিক আয়ও ২০১৪ সালের তুলনায় বেড়ে দ্বিগুন হয়ে গেছে।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ৯টি জেলায় ১০টি রুরাল ক্রাফট হাব তৈরি করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এবং UNESCO। সেখানে ৩০০০ গ্রামীণ হস্তশিল্পি কারিগরকে চাকরি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রুরাল ক্রাফট হাব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

আরও কিছু সুখবর আছে শিল্পীদের জন্য। শীতলপাটি, পুতুল তৈরি, কাঁথা সেলাই, টেরাকোটা ছাড়াও আরও ৫টি শিল্প যুক্ত হতে চলছে এই তালিকায়। বিশ্ব বাংলার উদ্যোগে প্রথমে তৈরি হবে মুখোশ।  ১৫ রকমের মুখোশ তৈরি হবে, এর মধ্যে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, কুশমুণ্ডির সোনালি মুখোশ ছাড়াও বাগপা নাচের মুখোশও তৈরি হবে।

Bengal artefacts huge draw at London Design Festival

Exquisite artefacts from West Bengal with long histories such as ‘jamdani’, ‘muslin’, ‘kantha’ and ‘balaposh’ were a major draw in the London Design Festival.

The artefacts included the ‘Indo-Portuguese shawl’, which draws on a long history of colonialism in Bengal and a confluence of cultures. The seven artefacts displayed under the ‘Biswa Bangla’ initiative showcased the best of the state’s handloom and handicrafts sector.

“We got an excellent response. We tested the waters here, and received many inquiries for regular supplies. Biswa Bangla is now in the process of opening a store in Piccadilly to scale up our efforts,”, Rajiva Sinha, principal secretary of the state’s department of textiles said.

Described as an initiative that eliminates ‘middlemen’ and distributes all profits among traditional craftspersons associated with it, Biswa Bangla achieved a revenue of Rs 15 crore in its first year and is on target to achieve a revenue of Rs 25 crore with a larger pool of craftspersons.

Besides stores in West Bengal and New Delhi, it will be the first time that any state government will have such stores outside India, officials attending the London Design Festival said. Besides London, there are plans to open a store in China.

7,000 traditional craftspersons are associated with Biswa Bangla, producing 5,400 products, many of whom have long histories and were part of international trade during the colonial era. Some products are due to be displayed at the Victoria & Albert Museum next year.

The products on display included ‘patachitra’, or scrolls on which mythological or epic stories are painted in a sequence, and masks from south Dinajpur and Bankura, made from bamboo, wood and clay.

Another international acclaim: Bengal Rural Crafts Hub selected by UNESCO for Paris festival

Rural Craft Hub of Bengal, which is run by the Micro Small & Medium Enterprises & Textiles Department of our State, has received the rare honour of being selected by UNESCO Headquarters to showcase their artistes in Paris on 28th July, 2015.

West Bengal Chief Minister Ms Mamata Banerjee shared this good news on her Facebook and Twitter pages.

She  said that one each artisan of the hub – Patachitra from Pingla, Sitalpati from Coochbehar, Wooden Mask from Kushmundi, Teracota from Panchmura, Dokra from Bikna – along with baul and chau team will be visiting France to represent India at the prestigious Gannat festival during July 7-26, 2015.

A special event has been planned at Paris Plage and at UNESCO Headquarters on 28th July 2015.

“Our efforts to spread rural crafts of Bengal across boundaries continue to get yet another international acclaim. My best wishes to all of them,” she wrote.