World Bank’s recognition for Bengal’s exemplary work in panchayats

A new feather has recently been added to Bengal’s cap. For the brilliant work that the Panchayat Department has done, the World Bank is giving an additional grant of Rs 426 crore to the State Government. Under the leadership and inspiration of Chief Minister Mamata Banerjee, the tide of development in rural Bengal is admirable.

The World Bank had undertaken a survey, based on 10 issues, across more than 2,000 panchayats of the State. It was as a result of that survey that the World Bank has recommended the reward. Every panchayat will get a reward of Rs 50 lakh or more.

Previously too, the Bengal Government has won rewards for its performance in various areas of governance. For the Kanyashree Scheme, Bengal Government received the first prize in public service from the United Nations.

 

পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পাচ্ছে রাজ্য

আবারও পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য।রাজ্য সরকারের মুকুটে এ যোগ হল আরো একটি নতুন পালক।

পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিশ্বব্যাংক। প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে এই সমীক্ষা করা হয়। সেখানেই ভাল ফল রাজ্যের।

পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়।প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর আগে কৃষি ও অনলাইন ট্যাক্সিংয়ের ক্ষেত্রে রাজ্যের কাজ গোটা দেশের প্রশংসা আদায় করেছিল।

 

95% of Mission Nirmal Bangla accomplished, rest on the fast track to completion

The Panchayats and Rural Development Department has created a silent revolution in Bengal with the Nirmal Bangla Mission by constructing 61,21,088 toilets in rural households. Thus, 95 per cent of the target for making the state open-defecation free (ODF) has been reached. The target of 64,15,430 rural toilets is going to be reached soon.

Nadia was India’s first district that was declared ODF. In Bengal, so far eight districts have been declared ODF – Nadia, South 24 Parganas, North 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Cooch Behar, Hooghly and Purba Medinipur.

Howrah and Malda will be declared ODF by March 2018. The other districts that will be soon declared as ODF are Murshidabad, Dakshin Dinajpur and Birbhum. The Panchayats Department is on a fast track to complete the project for the rest of the districts.

 

নির্মল বাংলা মিশনের ৯৫ শতাংশ কাজ শেষ

নির্মল বাংলা মিশনের মাধ্যমে গ্রাম বাংলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৬১২১০৮৮ টি শৌচালয় নির্মাণ করে ফেলেছে এই দপ্তর, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ শৌচালয় নির্মাণের কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয় নদীয়া। এখন অবধি রাজ্যের আটটি জেলা নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, হুগলী এবং পূর্ব মেদিনীপুর।

মার্চের মধ্যে হাওড়া ও মালদা জেলাও নির্মল জেলায় রূপান্তরিত হবে। বাকি যে জেলাগুলি ঘুব শীঘ্রই নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পাবে সেগুলি হল, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম।

Source: Millennium Post

Rural Development: World Bank to aid West Bengal Govt

The West Bengal Government is soon to get financial aid worth Rs 3,000 crore from the World Bank for panchayati raj development schemes. This would cover a thousand more panchayats.

This comes after the earlier tranche of $200 million for the same purpose. According to the World Bank, the state has completed 98% of the projected work, in lieu of the earlier tranche, on certain parameters, against a target of 80%, by the end of last year.

The World Bank has heaped praise on the Chief Minister Mamata Banerjee-led State Government for the successful developmental work done in the panchayats. The work has been held up as a model for other States to follow.

With the new aid, the State Government would execute projects in the districts of Purulia, Bankura and Paschim Medinipur.

The earlier projects have helped the gram panchayats in generating more revenue, in increasing the revenue of panchayats by around 24%.

 

গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকারকে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

গ্রামোন্নয়ন প্রকল্পের জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ৩০০০ কোটি টাকা সাহায্য পেতে চলেছে। এক হাজারেরও বেশি পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় আসবে।

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী রাজ্য প্রকল্পের ৯৮% কাজ সম্পূর্ণ করে ফেলেছে।

পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের প্রশংসা করেছে বিশ্ব ব্যাঙ্ক। নিঃসন্দেহে রাজ্যের এই কাজ অন্যান্য রাজ্যের কাছে একটি মডেল।

এই নতুন আর্থিক সাহায্যের মাধ্যমে রাজ্য সরকার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু নতুন প্রকল্প শুরু করবে।

এই প্রকল্প গুলি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে, পঞ্চায়েতের প্রায় ২৪% রাজস্ব বৃদ্ধি পাবে এর মাধ্যমে।