To make the process of transplanting organs smoother in government hospitals, the State Health Department is preparing a comprehensive set of data on the patients who are in urgent need of organ transplantation. The data will be available online for officials for quick access.
Initially, information would be accessed from the patients in all the medical colleges and hospitals in Kolkata.
As a part of this effort, an organ transplantation department is being set up at the premier State Government-run super-speciality hospital, SSKM Hospital, on a pilot basis. The model will be later applied on the medical colleges in the districts.
Once the state health department has comprehensive data on patients, it will make the entire procedure of organ transplantation more effective and the success rate of cadaver transplantation is expected to go up, believe Health Department officials.
রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অঙ্গ প্রতিস্থাপন হবে আরও সহজ
রাজ্যে সরকার পরিচালিত হাসপাতালগুলিতে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া আরও সহজ করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি ডাটাব্যাঙ্ক তৈরী করবে। যে সব রোগীদের তালিকা যাদের অঙ্গ প্রতিস্থাপন খুব শীঘ্রই প্রয়োজন তাদের তথ্য থাকবে এই ডাটাব্যাঙ্কে। এই তথ্য অনলাইনেও আপডেট করা থাকবে।
প্রথম পর্যায়ে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির রোগীদের থেকে তথ্য সংগ্রহ করা হবে। পাইলট প্রকল্প হিসেবে রাজ্য সরকার চালিত এসএসকেএম হাসপাতালে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর পর জেলায় জেলায় সব মেডিক্যাল কলেজে এই মডেলে কাজ শুরু শুরু করা হবে।
এই তথ্য সংকলনের কাজ শেষ হলে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তুলতে পারবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আশা করা হচ্ছে এর ফলে ক্যাডাভার প্রতিস্থাপনে সফলতার হার আরও বাড়বে।
Source: Millennium Post