In a stern warning to the Gorkha Janmukti Morcha (GJM), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said her government would not tolerate any attempt to foment trouble in the Darjeeling hills.
“Whenever there is an election, they talk of violence and bandhs. We will not tolerate this,” she said at a programme of Tamang development board.
The Chief Minister said that instead of working for development, they are indulging in politics. “We want peace in hills. We will not allow violence. Enough is enough. We must work for development. We have developed Lamahatta, Mirik, Tiger Hill, Lava Lolegaon. But they want to destroy it all by violence,” she said.
“We will not stop the process of development in the hills. We want people to get employment. We are here to address the issues of the hills. If the hills smile, we will smile,” she said.
Referring to her frequent visit to the hills which some Opposition parties had objected to, the Chief Minister expressed surprise why they are “angry” over her visits to the hills. “We never feel angry if they visit Siliguri,” she pointed out.
She said that bandh politics should stop in the hills as it would stall all the development projects. Praising the work done by Lepcha board she said that the board had worked for the development of the Lepchas and asked why the GTA hadn’t done anything.
The CM said she wanted the hills to develop and youth to get employment. She made it clear that if the boards worked for the people then more assistance would be made available.
পাহাড়ের শান্তি নষ্ট হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়
আবারও গোর্খা জনমুক্তি মোর্চাকে সতর্ক করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে কেউ কোনরকম সমস্যা সৃষ্টি করলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না।
এদিন তামাং উন্নয়ন পর্ষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “যখনই নির্বাচন আসে তখনই ওরা বনধ্ ও হিংসার রাজনীতি শুরু করে, আমরা এসব সহ্য করব না”।
মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের বদলে তারা রাজনীতি করছে। তিনি বলেন, “আমরা পাহাড়ে শান্তি চাই। হিংসা আমরা বরদাস্ত করব না। যথেষ্ট হয়েছে। উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের। লামাহাটা, মিরিক, টাইগার হিল, লাভা, লোলেগাঁও এর উন্নয়ন করেছি আমরা। কিন্তু ওরা এসব নষ্ট করে দিচ্ছে”।
তিনি আরও জানান, “পাহাড়ের উন্নয়নের কাজ আমরা বন্ধ হতে দেব না। আমরা চাই পাহাড়ের মানুষের কর্মসংস্থান হোক। পাহাড়ের সব সমস্যা সমাধান করতে প্রস্তুত সরকার”।
“যদি আমি পাহাড়ে আসি তাতে ওদের রাগ কিসের? ওরা শিলিগুড়ি গেলে আমরা তো রাগ করি না”। তিনি বলেন, “পাহাড়ে বনধে্র রাজনীতি বন্ধ হওয়া উচিত, এতে পাহাড়ের উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।
এদিন তিনি লেপচা বোর্ডের কাজের জন্য অনেক প্রশংসা করেন। তিনি আরও বলেন, সরকার পাহাড়ের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে, কিন্তু জিটিএ কোনও কাজ করেনি কেন।
মুখ্যমন্ত্রী জানান, তিনি চান পাহাড়ে আরও উন্নয়নমূলক কাজ হোক, এবং সেজন্য সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।