Mamata Banerjee invites UK investors to Bengal

Chief Minister Mamata Banerjee on Monday urged investors to come to Bengal where the government is business-friendly and talent is unlimited. She said this while addressing the FICCI-UKIBC round table in London.

The Chief Minister said there was not only surplus power but the government also has land banks and so, to acquire land is not a problem in Bengal anymore. She also added that the workers in Bengal are excellent and extremely committed and hardworking. She also mentioned the fact that, unlike during the earlier Left Front Government, the Trinamool Congress Government has brought down the number of man-days lost due to strikes to zero.

Mamata Banerjee also said that the State Government is sending government officials to Oxford and Cambridge Universities and to Singapore to train them.

She pointed out to the gathering that the government cares for the poor and downtrodden, and that nearly 90 per cent of the population of the State have been benefitted by one scheme or the other implemented by the State Government.

Projecting her recent feat with Kanyashree Prakalpa bagging the United Nations Public Service Award for Asia Pacific, she said it was an extremely helpful scheme for the girl child and has won worldwide accolades.

Present at the summit were 18 representatives from different British companies, Oxford University and banks as well as prominent industrialists from Bengal.

 

লন্ডনে বাণিজ্য বৈঠক মুখ্যমন্ত্রীর

সোমবার এ বারের ব্রিটেন সফরে প্রথম বাণিজ্য সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউকেআইবিসি) প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্যসচিব-সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা। ব্রিটেনের পক্ষে ছিল দিয়াজিও, গ্রিন ব্যাঙ্ক গ্রুপ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক-সহ নানা সংস্থার ১৮ জন প্রতিনিধি। ইউ কে আই বি সি-র চেয়ারম্যান ব্রিটেনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী।

এই বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী যান লক্ষ্মী মিত্তলের বাড়িতে রাজ্যে লগ্নির সম্ভাবনা নিয়ে কথা বলতে। ভারতীয় সময় মধ্যরাত পেরিয়ে চলে বৈঠক।
২০১৫ সালে মমতা যখন এখানে এসেছিলেন, তখন ইউকেআইবিসি-র সঙ্গে ২২টি চুক্তি হয়েছিল। এর মধ্যে ১৭ টিই বাস্তবায়নের দিকে এগিয়েছে।

পশ্চিমবঙ্গে আরও একটি উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য এই বৈঠকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে কথা হয়েছে। নিউটাউনকে গ্রিন সিটি তৈরি করতে গত বার আলোচনা হয়েছিল। ব্রিটিশ সংস্থার সঙ্গে হিডকোর সে ব্যাপারে মউ হয়েছে বলে খবর। শিল্পমন্ত্রীর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কতটা এগোনো গিয়েছে, এই সাফল্যের তালিকাই তার প্রমাণ। আগামী দিনে আরও এগোনো যাবে।’’

ব্রিটিশ শিল্পপতিদের রাজ্যে আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গে শিল্প গড়ার সুবিধার দিকগুলি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এ রাজ্যে রয়েছে দক্ষ শ্রমিক অথচ যার মজুরি কম। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি সরকারের ল্যান্ড ব্যাঙ্কেই রয়েছে বলে দাবি করেন তিনি। জানিয়ে দেন, তাঁর আমলে শ্রমদিবস নষ্টের সংখ্যা শূন্যে এসে দাঁড়িয়েছে।ব্রিটেনের একটি শিল্প প্রতিনিধি দলকে আগামী জানুয়ারিতে রাজ্যের শিল্প সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

Source: Millennium Post

Kolkata and London are twin cities, says Mamata Banerjee

It’s not only the inspiring thoughts of the English legacy that dominate the cultural bond between the two countries — India and England — but a representation of those ideas of similarity that is visible in the innumerable architectural structures that are present in Kolkata, set up during the British Raj and later.

Highlighting this similarity and describing London and Kolkata, Chief Minister Mamata Banerjee said: “London and Kolkata are essentially twin cities. We have cultural closeness and the same types of structures that we see in London are also to be found in Kolkata. Not only this, we also share a strong bonding in the field of education too.”

Addressing a gathering at the library conference hall here on Sunday afternoon, she recalled Sister Nivedita’s contribution to India and added: “She was dedicated to the cause of India.” She also spoke about Nivedita’s role in serving the poor and needy during the plague that broke out as an epidemic in Bagbazar where she used to live in 1899. “We have a college named after her. We have acquired the houses where she died in Darjeeling and where she started her school in 1898,” she said adding: “In daily life, we always remember Sri Ramakrishna, Maa Sharda, Swami Vivekananda and Sister Nivedita before starting any work.”

She handed over two motifs of Swami Vivekananda and Sister Nivedita to the Mayor. Earlier, the much-awaited Blue Plaque was unveiled at Sister Nivedita’s house at 21 High Street in Wimbledon where she used to live before she came to India.

The Chief Minister also garlanded a portrait of Sister Nivedita who used to live in this house before leaving for India in 1897. Swami Suhitanandaji, one of the vice-presidents of Ramakrishna Math and Mission, Dinesh Patnaik, acting Indian High Commissioner to UK, Amit Mitra, state Finance minister, Malay De, state Chief Secretary and Lord Swraj Paul along with a host of industrialists were present at the event.

The Blue Plaque read “Sister Nivedita (Margaret Noble) Educationist and Campaigner for Indian Independence lived here.”

Mamata Banerjee walked down to the auditorium on Crompton Street. The portraits of Sri Ramakrishna, Maa Sharda Devi, Swami Vivekananda and Sister Nivedita were kept beside the dais. The function started with an invocation paying homage to Sri Ramakrishna.

 

লন্ডনে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

লন্ডনে ভগিনী নিবেদিতার বাড়ির ফলক উন্মোচন অনুষ্ঠান যেন এক অন্য ইতিহাসের সাক্ষী হয়ে রইল। যার অন্যতম কান্ডারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হবে নাই বা কেন, ভগিনী নিবেদিতা যত না আয়ারল্যান্ডের, যত না ব্রিটেনের, তার থেকে অনেক বেশি তো এই বাংলার। তাই অনুষ্ঠান যতই অনাড়ম্বর হোক না কেন, এর আভিজাত্য ছিল অনেক বেশি। একদিকে নিবেদিতার সার্ধশতবর্ষ উপলক্ষে ‘স্মারক’ পত্রিকার উদ্বোধন করলেন মমতা, অন্যদিকে মঞ্চে দাঁড়িয়ে ডাক দিলেন ব্রিটেনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার।

ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরেই সরকারিভাবে স্বীকৃতি পেল ভগিনী নিবেদিতার বাড়ি। তাঁর হাই স্ট্রিটের বাড়িতে যে ঐতিহ্যবাহী নীল ফলক স্থাপন করছে ইংলিশ হেরিটেজ, তা উন্মোচিত হল বাংলার মুখ্যমন্ত্রীর হাতে। ভারতীয় সময় রাত ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে।

যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে অনুষ্ঠানস্থলের দূরত্ব সাড়ে ৮ মাইলের মতো। প্রায় ৫০ মিনিটের সফর। দুপুরেই মুখ্যমন্ত্রী উইম্বলডনে নিবেদিতার ২১, হাই স্ট্রিটের বাড়ি পৌঁছে যান। স্বামী দয়াত্মানন্দজির মন্ত্রোচ্চারণের পর স্বীকৃতির  প্রতীক ঐতিহ্যবাহী নীল ফলক উন্মোচিত হয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই। নিবেদিতার বাগবাজার এবং দার্জিলিংয়ের বাড়ি উদ্ধার এবং সুরক্ষায় বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলেই।

বাকি অনুষ্ঠানটি সম্পন্ন হয় পার্শ্ববর্তী কম্পটন রোডের মার্টন আর্টস স্পেসে। যা উইম্বলডন লাইব্রেরি নামেই পরিচিত। মিনিট দশেকের এই দূরত্ব হেঁটেই যান মমতা। সেখানে মিউজিয়ামের মেয়র মার্সি স্কেটি, ইংলিশ হেরিটেজের অ্যানা এভিস, ব্রিটেনে নিযুক্ত ভারতের কার্যনির্বাহী হাইকমিশনার অ্যাম্বাসাডর, রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতির পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুরুর আগে ফের একবার ব্রিটেনের মঞ্চে প্রশংসিত হয় তাঁর সরকার। বিশ্বের দরবারে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর সম্মানিত হওয়ার প্রসঙ্গে ফের একবার উন্নত হয় বাংলার শির।

১০ মিনিটের বক্তৃতার শুরুতেই মমতা ধন্যবাদ জানান এমন একটা অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য। তাঁর কথায় উঠে আসে নিবেদিতার ভারতপ্রেম, মানবপ্রেমের প্রসঙ্গ। পরমহংস রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে ছাড়া যে বাংলা তথা ভারত অচল, সে কথা স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উল্লেখ করেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা হেরিটেজ বিল্ডিংয়ের কথা। তাঁর আহ্বান, ‘বাংলায় আসুন। নতুন করে সম্পর্ক গড়ে তুলি।’

বক্তৃতা শেষে উইম্বলডন হিস্ট্রি মিউজিয়ামেই মেয়রের হাতে স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার প্রতিকৃতি তুলে দেন।

Bengal CM unveiled Blue Plaque at Sister Nivedita’s UK house today

Chief Minister Mamata Banerjee was the special guest at the installation ceremony of a Blue Plaque at the house of Sister Nivedita today.

The function on Sunday was organised by English Heritage. Swami Suhitananda, one of the vice-presidents of Ramakrishna Math and Mission, was also be present at the function.

In an extraordinary gesture, Queen Elizabeth II sent her warm wishes to those who were present at the function and described it as a most memorable event.

Margaret Elizabeth Noble, who later came to be known as Sister Nivedita, used to stay in the house in 1898 before she came to Kolkata. Swami Vivekananda had visited the house in 1895. Jagadish Chandra Bose and his wife Abala had stayed in the house for some time in 1900. After the event of the Blue plaque, a cultural function will be held in an auditorium situated very close to the site of installation of the plaque.

Mamata Banerjee reached United Kingdom on Saturday morning. She will meet businessmen in London and then in Scotland and discuss with them the advantages of investing in Bengal. She is also likely to meet NRIs from Bengal. State Finance minister Amit Mitra and Chief Secretary Malay De, too, will be present at the meetings with business professionals.

 

 

আজ লন্ডনে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

আজ লন্ডনে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্মের সার্ধশতবর্ষ উদ্‌যাপন করা হচ্ছে। স্মৃতিফলকে লেখা থাকছে ‘‌ভগিনী নিবেদিতা, শিক্ষাব্রতী এবং ভারতের স্বাধীনতার প্রবক্তা’‌।

ইংলিশ হেরিটেজ সংস্থার উদ্যোগে এই ফলক বসানো হচ্ছে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। তাই তিনি লন্ডনে গিয়েছেন। এই অনুষ্ঠানে থাকবেন ভগিনী নিবেদিতার পরিবারের সদস্যরাও।

গতকাল সকালে লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র, বেশ কিছু শিল্পপতি সহ আরও কয়েকজন। মুখ্যমন্ত্রী এর আগে বাংলার স্বার্থে বেশ কয়েকবার বিদেশে গেছেন। তিনি যেখানেই গেছেন, সেখানেই বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন।

Solar trees to light up parks in Kolkata

The Bengal Government is taking a lot of initiatives to increase the share of renewable energy to the total power requirement of the state. Among renewable energy sources, solar energy is the leading contributor.

Now, the government is going for a new concept in solar lighting – solar tree. A solar tree is a set of solar panels bunched together like a tree, connected to a central pole. This type of ‘tree’ is going to be one of the crucial elements in making Kolkata an environment-friendly city. The first is going to be set up at a park in south Kolkata, and later on, would be set up across the state.

Each day, such a tree would be able to produce 5 kiloWatt (kW) of energy. Considering also the stylish object that it is, these would lead to both the saving of both money (from less use of conventional energy) and the beautification of landscapes.

Another advantage of the solar trees is that whereas panels to produce 5 kW energy would take up a space of 500 square feet (sq ft), whereas a solar tree producing the same amount of energy would take up an area of just 9 sq ft.

Each tree would have 20 solar panels, spread out like the branches on a tree. Each panel would produce 250 watt (w) of solar energy, leading to a total of 5000 w or 5 kW. The height of each tree would be 25 to 30 feet (ft). However, to enable easy maintenance, the panels would be put up in three layers at a height of 12 feet.

Initially the trees would be east-facing, but later on they would be made to rotate so that the panels move along with the sun from east to west, in order to capture the maximum amount of energy.

Central Mechanical Engineering Research Institute has designed the solar trees. They are going to be made by a nationally licensed company.

In another related development, encouraged over the drastic 80 per cent fall in electricity bill at Deshapriya Park after the installation of solar-powered lights two years ago, Kolkata Municipal Corporation (KMC) is all set to light up Jatin Das Park and Maddox Square with solar lights. The installations were inaugurated on October 24.

According to a KMC mayor-in-council member, the target is to cover all major parks with solar lights in a year or two. This will have great impact on the environment.

Source: Anandabazar Patrika

 

কলকাতার পার্কে এ বার বসছে সৌর গাছ

এত দিন সৌরবিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল দেখা যেত। এ বার সৌর গাছ দেখা যাবে রাজ্যে। একটি বৃক্ষ থেকে প্রতিদিন ৫ কিলোওয়াট বিদ্যুৎ মিলবে। শুধু আর্থিক সাশ্রয় নয়, গ্রিন সিটি গড়ার লক্ষ্যে এ ধরনের ‘সৌর গাছ’ শহরের পরিবেশ এবং সৌন্দর্যায়নে সহায়ক হবে। মডেল হিসাবে কলকাতায় প্রথম সৌর গাছটি বসানো হবে দক্ষিণ কলকাতার একটি পার্কে। এর সাফল্য দেখে রাজ্যের অন্যত্র তা বসানোর ব্যাপারে উদ্যোগী হবে বিদ্যুৎ দফতর।

কেমন হবে সৌর গাছ?

গাছে যেমন ডালপালা থাকে, ঠিক সেই ভাবে সৌর গাছে ২০টি সোলার প্যানেল যুক্ত থাকবে। প্রতিটি প্যানেল থেকে ২৫০ ওয়াট হিসেবে মোট ৫ কিলোওয়াট বিদ্যুৎ দৈনিক উৎপাদন ক্ষমতা থাকবে গাছের। একটি সৌর গাছের উচ্চতা হবে ২৫ থেকে ৩০ ফুট। তবে প্যানেলগুলি লাগানো থাকবে মাটি থেকে ১২ ফুট উপরে তিনটি স্তরে, যাতে গাছের গোড়ায় যে কোনও কাজ করা যায়।

 

সৌর গাছ বসানোয় সুবিধা কী?

বিশেষজ্ঞরা জানিয়েছেন ৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বসাতে কমপক্ষে ৫০০ বর্গফুট জায়গা লাগে। কিন্তু একই ক্ষমতাসম্পন্ন একটি সৌর গাছের জন্য প্রয়োজন মাত্র ৯ বর্গফুট জায়গা। তা ছাড়া গাছের আকারের কারণে দৃষ্টিনন্দনও হয়।

প্রসঙ্গত, দুবছর আগে সৌরবিদ্যুৎ চালিত আলো লাগিয়ে ও ব্যবহার করে দেশপ্রিয় পার্কের ইলেকট্রিক বিল কমেছে ৮০ শতাংশ। কলকাতা পুরসভা যতীন দাস পার্ক ও ম্যাডক্স স্কোয়ারে লাগিয়েছে এই আলো। মেয়র পারিষদ বলেন, আগামী ২ বছরের মধ্যে কলকাতার সকল বড় পার্কে এই আলো লাগানো হবে। এর ফলে পরিবেশে ভালো প্রভাব পড়বে।

KMC’s post-immersion cleaning efforts earn praise from environmentalists

Like last year, this year too, the Kolkata Municipal Corporation (KMC) did a commendable job of removing the idols from the Hooghly after the Kali Puja immersions. For this work, KMC has earned high praise from environmentalists.

With almost three-and-a-half-thousand immersions taking place, the water would have got polluted if these were not removed. Along with the frames, there are the colours used to paint idols and flowers which lead to pollution too.

At the major ghats where immersions were allowed, KMC had cranes, barges, payloaders and trucks stationed which worked through the nights to remove the idols floating on the river. Immersions had taken place for three days at 17 ghats along the Hooghly.

 

বিসর্জনের পর দূষণ রুখতে দ্রুত প্রতিমার কাঠামো সরালো কলকাতা পুরসভা

 

কালীপুজোর বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সাঙ্গ করে গঙ্গার ঘাটগুলিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়ে পরিবেশের প্রতি দায়বদ্ধতা ফের প্রমাণ করল কলকাতা পুরসভা। দুর্গাপুজোর পর কালীপুজোতেও সমান দক্ষতার সঙ্গে গঙ্গার দূষণ রুখে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তরের প্রশংসাও পেলেন পুরকর্তারা।

শুক্রবার থেকে গঙ্গার ১৭টি ঘাটে প্রায় ৩৫০০ প্রতিমা বিসর্জন হয়েছে। শুধু সুষ্ঠুভাবে ভাসান প্রক্রিয়া সম্পন্ন করাই নয়, পাশাপাশি গঙ্গার দূষণ রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পুরসভার জঞ্জাল বিভাগের প্রায় শ’তিনেক কর্মী।

বিসর্জনের পর প্রতিটি ঘাট থেকে প্রতিমার কাঠামো, ফুল, বেলপাতা সরিয়ে ফেলা হয়েছে দ্রুততার সঙ্গে। এছাড়া বিসর্জনের পর প্রতিটি ঘাটকে ধুয়ে পরিষ্কার করার জন্য প্রশংসা পেয়েছেন পরিবেশবিদদের। পুরসভার পাশাপাশি গঙ্গা দূষণ রোধে তৎপর ছিল বন্দর কর্তৃপক্ষও।

ক্রেন, ভাসমান বার্জ, পে লোডার, ট্রাক, ছোট ক্রেন রাখা ছিল প্রতি ঘাটে। বিসর্জন খতিয়ে দেখতে পুর আধিকারিকেরা ছিলেন প্রতিটি ঘাটে। তাছাড়া ভাসানের ওপর ছিল পুলিশের করা নজরদারি। শব্দবাজি, ডিজে মিউজিকের ওপর ছিল নিষেধাজ্ঞা। মহিলাদের নিরাপত্তায় দেওয়া হয়েছিল বিশেষ জোর।

 

Source: Sangbad Pratidin
Picture courtesy: ProKerala

Bengal CM inaugurates Sister Nivedita’s house

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the restored house of Sister Nivedita on October 23 to commemorate her sesquicentennial birth anniversary.

Sister Nivedita, then Margaret Elizabeth Noble, was born on October 28, 1867, at Dungannon in Ireland. It was at 16 A Bosepara Lane in Bagbazar that she opened her school for girls coming from middle-class families in November 1898 in the presence of Sri Sarada Devi and Swami Vivekananda.

The century-old two-storeyed building was in a shambles when the State Government acquired it and handed it over to the Sarada Math. The Kolkata Municipal Corporation (KMC) declared it as a Grade I heritage building. Sri Sarada Math proposes to set up a museum where many articles used by the Sister will be exhibited.

The building is a historical place. It was here that Sister Nivedita set up her school and took the trouble of visiting every household requesting parents to send their daughters there. Sister Nivedita stayed in the house and carried out massive social work when the Plague broke out in Bagbazar and its neighbourhood.

Swami Vivekananda and his followers often visited the house that became a centre of intellectual exercise and people like Rabindranath Tagore, Jagadish Chandra Bose and his wife Abala, Abanindranath Tagore, Nandalal Bose, SK Ratcliffe, the then editor of The Statesman and his wife, Gopal Krishna Gokhale and Dinesh Chandra Sen were frequent visitors. The house played an important role in the socio-cultural movement in Bengal.

 

Highlights of the Chief Minister’s speech during the inauguration function:

  • I pay my respects to Sarada Math. I am grateful to them for the upkeep and maintenance of this place.
  • I had requested Kolkata Municipal Corporation (KMC) to help in the renovation of this place. They took over this house, and after completing the renovation, handed it over to Sarada Math.
  • Roy Villa in Darjeeling was also handed over to Ramakrishna Mission and declared a heritage site. Sister Nivedita had breathed her last there.
  • Sister Nivedita’s name is associated with Maa Sarada, Swami Vivekananda and Ramakrishna Paramhansa.
  • Sister Nivedita was a foreigner who inherited our culture. She was impressed by the ancient Indian and Hindu culture.
  • Her untimely death was a huge tragedy and brought a wave of gloom.
  • Sister Nivedita rushed to service during any emergency – from plague to any disease to any cause.
  • She dedicated her life to service. She embraced India as her mother.
  • We have set up Nivedita Girls’ College. She had laid stress on educating the girl child and we want to follow her vision.
  • A committee has been formed to commemorate Sister Nivedita’s 150th birth anniversary.
  • Icons like Sister Nivedita are immortal. They will forever live in our memories, through the work that they have done.

 

 

সংস্কারের পর আজ ভগিনী নিবেদিতার বাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 

বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ির সংস্কারের কাজ শেষ; আজ সেই বাড়িটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮শে অক্টোবর ওনার জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে এই উদ্যোগ।

ভগিনী নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তাঁর জন্ম হয় ১৮৬৭ সালে ২৮শে অক্টোবর আয়ারল্যান্ডে।

স্বামী বিবেকানন্দ ও শ্রী সারদা মার উপস্থিতিতে তিনি বাগবাজার অঞ্চলে একটি স্কুল খোলেন ১৮৯৮ সালের নভেম্বর মাসে। ১৬ এ বোসপাড়া লেনে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য এই স্কুলটি খোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এই বাড়িটি অধিগ্রহণ করে ও সারদা মঠের হাতে তুলে দেয়।

কলকাতা পুরসভা এই বাড়িকে গ্রেড ১ হেরিটেজ তকমা দেয়। এই বাড়িতে ভগিনী নিবেদিতার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা গড়া হবে।

এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব অপিরিসীম। এখানে থেকে ভগিনী নিবেদিতা নানা সমাজসেবামূলক কাজ করেছিলেন। এখানে যাতায়াত ছিল সেই সময়ের নানা মনীষীদের। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গোপাল কৃষ্ণ গোখলে, দীনেশ চন্দ্র সেন মাঝেমাঝেই এখানে আসতেন।

 

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • আমি সারদা মঠের কাছে আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। কারণ তারা নিবেদিতার এই হেরিটেজ বাড়িটিকে রক্ষা করেছেন ও জনগণের কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হয়েছেন।
  • আমি কলকাতার মেয়রকে নিয়ে এই বাড়িটিতে এসেছিলাম ও অনুরোধ করেছিলাম যাতে এই বাড়িটি হেরিটেজ হিসেবে রক্ষা করা যায়। এই বাড়িটি অধিগ্রহণ করে সারদা মঠের হাতে তুলে দেওয়া হয়েছিল।
  • রয় ভিলা – দার্জিলিঙের যে বাড়িতে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন – সেই বাড়িটিকেও হেরিটেজ হিসেবে আমরা রক্ষা করেছি।
  • সিস্টার নিবেদিতার নামের সঙ্গে সারদা মা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
  • তিনি আয়ারল্যান্ড থেকে ছুটে এসে ভারতবর্ষকে নিজের জননী হিসেবে স্বীকার করেছিলেন।
  • যে কটা দিন ছিলেন, প্লেগ মহামারিতে থেকে শুরু করে আর্ত লোকেদের কাছে ছুটে গিয়েছেন।
  • সেবার মধ্যে দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি ভারতবর্ষকে ভালোবেসেছিলেন।
  • আমরা নিবেদিতা গার্লস কলেজ তৈরি করেছি হেস্টিংসে। নারীশিক্ষা, স্বদেশ চেতনা ও ভারতবর্ষকে ভালোবাসার তাঁর আদর্শ আমরা এগিয়ে নিয়ে যাব।
  • সিস্টার নিবেদিতার এটা সার্ধশতবর্ষ পালিত হচ্ছে। উচ্চশিক্ষা মন্ত্রীর নেতৃত্বে কমিটিও তৈরি হয়েছে।
  • সিস্টার নিবেদিতা চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন। এঁদের মৃত্যু হয় না, এঁরা ছিলেন, আছেন, থাকবেন। কর্মের মধ্যে দিয়ে বাঁচবেন।

 

 

KMC to launch app for its health services

Kolkata Municipal Corporation (KMC) has decided to introduce a mobile app which will provide information related to the KMC-run health centers and their various services.

The Android app is scheduled for launch on May 5. Trial runs are in process now.

The app will provide a detailed information on the civic body’s health services including where and how to get treatment for various diseases like malaria, dengue and tuberculosis, where blood tests can be done free of cost, etc. In case a person falls ill, the app can help in locating the required services.

Importantly, the app will also fix accountability of the employees of KMC’s Health Department as senior officials will now be able to monitor the functioning of the Health employees.

Once the app is introduced, it would be easier for KMC to provide better healthcare services to the people.

 

নতুন মোবাইল অ্যাপ চালু করছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর

নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। এর মাধ্যমে জানা যাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন চালিত স্বাস্থ্য কেন্দ্র গুলির খোঁজ খবর। পাশাপাশি এও জানা যাবে সেখানে কি কি ধরনের স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পাওয়া যাবে।

আগামী ৫ই মে উদ্বোধন হবে এই এপ্লিকেশনের। অ্যাপটি পাওয়া যাবে অ্যানড্রয়েড ফোনের প্লে-স্টোরে।

প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকিউলোসিস সহ বিভিন্ন চিকিৎসার তথ্য পাওয়া যাবে। কোথায় এই সব রোগের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হয় সেই সম্পর্কিত তথ্যও থাকবে এখানে।কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোথায় চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে তাও দেওয়া থাকবে এখানে।

এই অ্যাপ চালু হয়ে গেলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভবপর হবে।

 

 

KMC Budget for 2017-18 focuses on pro-people measures

Kolkata Mayor Sovan Chatterjee on presented the KMC Budget for the financial year 2017-18.

While tabling the Budget, Mayor said that the projected expenditure for the financial year was Rs 3,38,988 lakh while the income stood at Rs 3,23,050 lakh. The KMC has set a revenue target of Rs 974.11 crore in the next financial year.

The civic body has proposed an allocation of Rs 374.71 crore to the Water Supply Department for 2017-18 to continue the process of development. Mayor also proposed to allocate an amount of Rs 571.99 crore to the Solid Waste Management department for 2017-18. GPRS with vehicle tracking system including post-implementation support and maintenance for a period of five years have been initiated for monitoring 450 vehicles’ movements at major VAT points.

The proposed allotment for the 2017-18 financial year would be Rs 119.69 crore for Lighting and Electricity department, Rs 42.99 crore for parks and squares, Rs 258.33 crore for Sewerage and Drainage department, Rs 143.28 crore for Health, Rs 20.28 crore for the Social Sector and Urban Poverty Alleviation department and Rs 148.89 crore for the Bustee department.

KMC has taken up various development works including construction of roads, by-lanes and laying of drainage pipelines and other beautification works.

 

জন পরিষেবাতে জোর কলকাতা পুরসভার বাজেটে

২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য পুরসভার বাজেট পেশ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাজেট পেশ করার সময় মেয়র জানান, আগামী অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩,৩৮,৯৮৮ কোটি টাকা আর আয়ের পরিমাণ ৩,২৩,০৫০ টাকা। আগামী অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৭৪.১১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

জি পি আর এস এর মাধ্যমে শহরের পে অ্যান্ড ইউজ টয়লেট ও কমন কালেকশন সেন্টার এর অবস্থানগত তথ্য পাওয়া যায়।

২০১৭-১৮ আর্থিক বর্ষে পানীয় জল সরবরাহ খাতে বরাদ্দর পরিমাণ প্রায় ৩৭৪.৭১ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জঞ্জাল সাফাইয়ে। ওই খাতে প্রায় ৫৭১.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে আলো ও বিদ্যুতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯.৬৯ কোটি টাকা। উদ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২.৯৯ কোটি টাকা, নিকাশি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৮.৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ১৪৩.২৮ কোটি টাকা। সামাজিক খাতে এবং নগরোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০.২৮ কোটি টাকা। বস্তি উন্নয়নের জন্য বরাদ করা হয়েছে ১৪৮.৮৯ কোটি টাকা।

রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সংস্কার সহ অন্যন্য সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

 

 

Trinamool protests against linking mid-day meals to Aadhaar

Trinamool Congress on Monday hit the streets protesting against the central government’s decision to link Aadhaar card with the midday meals programme in schools.

Trinamool’s women activists led by Chandrima Bhattacharya took out a rally in central Kolkata, demanding the immediate rollback of the move dubbing it “anti-people.” Belting out slogans and displaying posters on themselves, they said students will starve due to the linking.

“To make Aadhar cards for children, one has to start when they are still in the womb? Do people now have to carry out ultra sonography to determine the sex of the infant so they can apply for an Aadhar card? Does it mean, the Centre is trying to legalise foetal sex determination,” Bhattacharya questioned.

Bengal Chief Minister Mamata Banerjee had on Saturday termed as shocking the central government’s decision. “Now even infants (0-5 years) will need Aadhar cards? Aadhaar card for mid-day meals and ICDS? Shocking! 100 Days’ Work also not spared,” she had tweeted.

Meanwhile, the Kolkata Municipal Corporation (KMC) will continue to give midday meal to students in its schools, Mayor Sovan Chatterjee said.

 

মিডডে মিলে আধার বাধ্যতামূলক করার প্রতিবাদে পথে নামলো তৃণমূল

মিড ডে মিলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কয়্যার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, মিড ডে মিল পাওয়ার জন্য স্কুল পড়ুয়াদের আধার কার্ড থাকতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অবিশ্বাস্য। গরিব, খেটে খাওয়া মানুষ, আমাদের প্রিয় শিশুদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”

মিছিল থেকে এবিষয়ে কথা বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য  বলেন, “কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে। সেখানে বয়সসীমা দিয়েছে শূন্য থেকে শুরু। আমরা শূন্য বছরের মানে বুঝতে পারলাম না। তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে মায়ের গর্ভে থাকার সময়ই শিশুর আধার কার্ড করতে হবে? আধারকার্ড করতে গেলে ছেলে না মেয়ে জানতে হবে। তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে মায়ের গর্ভে থাকাকালীন শিশুর লিঙ্গ নির্ধারণ করা হোক? তার মানে BJP পরিচালিত সরকার বেআইনি কাজকে সমর্থন জানাচ্ছে।”

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।