WB CM’s north Bengal visit begins

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has reached north Bengal for a four-day visit.

The Chief Minister is scheduled to inaugurate ‘Bengal Safari’ Park today on her way up to Darjeeling.

On January 22, she will be present at the foundation day celebration of the Sherpa Cultural Board and the prize distribution ceremony of the Himal Terai Dooars Sports Festival. Both the programmes will be held at St Joseph’s School in Singamari, Darjeeling.

On January 23, the Chief Minister will attend the 119th birth anniversary programme of Netaji Subhas Chandra Bose at Darjeeling Chowrastha, like previous years. The programme is organised by the Information and Cultural Affairs Department.

She will then leave for Sukna on January 24 to flag off a bicycle rally of students. The Chief Minister will return to Kolkata on the same day.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

২১ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন।

২১ শে জানুয়ারি বেঙ্গল সাফারি পার্ক উদ্বোধন করবেন  মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হবেন।

২২ শে জানুয়ারি শেরপা পর্ষদ বোর্ড-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং হিমাল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ২ টি অনুষ্ঠানই হবে দার্জিলিং-এর শিঙ্গামারির সেন্ট জোসেফ স্কুলে।

গত বছরের মত এ বছরও ২৩ শে জানুয়ারি তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে দার্জিলিং এর চৌরাস্তায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি শুকনার উদ্দেশ্যে রওনা দেবেন। ২৪ শে জানুয়ারি শুকনায় একটি বাইসাইকেল র‍্যালির পতাকা উত্তোলন করবেন তিনি।

একই দিনে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।