The West Bengal State Handicrafts Fair started from today.
The 24-day fair would continue till December 11 at Milan Mela Ground, opposite Science City. The fair timings are from 1 am to 8.30 pm. Entry to the fair is free.
The Handicrafts Fair is being organised by the Department of Micro and Small Scale Enterprises and Textiles.
Handicraft-makers from all over Bengal have come to this fair to sell their beautiful creations. Like every year, it is going to be a huge success.
শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা
আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা।
২৪ দিনের মেলাটি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। সায়েন্স সিটির বিপরীতে মিলন মেলা প্রাঙ্গনে হবে এই মেলাটি। দুপুর ১ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। কোন প্রবেশমূল্য লাগবে না।
এই হস্তশিল্প মেলাটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এবং বস্ত্রশিল্প দপ্তর দ্বারা আয়োজিত।
বাংলার সব জায়গা থেকে হস্তশিল্পীরা এসেছেন তাদের তৈরি সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি করতে। প্রতি বছরের মত, এবছরও এই মেলাটি এক বিশেষ সাফল্য অর্জন করবে।