Reject outright the Opposition’s malicious campaign and unfounded allegations: AITC MPs in letter to President of India

A delegation of AITC Parliamentary Party, along with the family members of party workers killed by BJP in pre-poll violence, today called on the Hon’ble President Ram Nath Kovind at Rashtrapati Bhavan. Every family member described in detail to the Hon’ble President the horrors unleashed upon them by the Opposition.

Reproduced below is the memorandum in full.

 

May 3, 2018

To
The Hon’ble President of India
Rashtrapati Bhavan
New Delhi

Respected President,

At the outset, we, the Members of the Parliament, belonging to the All India Trinamool Congress, would like to convey our highest regards to you.

We would like to apprise you of some issues which have been brought to your kind notice very recently by the Members of the Ruling political party at the Centre, which are distorted and misleading in nature.

Respected Sir, Panchayat election is a local election, where more than 58 thousand booths throughout West Bengal will go for the polls on 14 May 2018. At the time of filing nomination papers, the BJP started spreading rumours and misleading the people, saying that opposition parties are not being allowed to file nominations. This was spread through one particular ‘sponsored’ media group.

The fact that the Opposition has not been able to submit nominations is not at all true, as more than 96 thousand nominations have been filed by the Opposition parties. If they have not been allowed to file nomination papers, how is it possible that more than 2 lakh nominations in total have been filed? Out of these, more than 96 thousand are from the Opposition. During the period of filing nominations, the entire administration from district level to the block level, along with the police officials worked together for the common people.

Respected Sir, few incidents, however, did take place. These have been over-projected through one particular ‘sponsored’ media group to tarnish the image of the Government, which has worked wonders in West Bengal after being voted to power in 2011.

Before 2011, political violence was the maximum in West Bengal. In Jangal Mahal itself, more than 300 people were killed. At that time, man-days lost due to bandhs and strikes were about 78 lakh.

The picture changed dramatically after the All India Trinamool Congress Party came to power in 2011. While Darjeeling and Jangal Mahal are totally peaceful, there is zero man-days loss in the State of West Bengal.

Respected Sir, you would no doubt appreciate that West Bengal now has become Number One in the country in the spheres detailed below:

  • Number One in man-days generation and total expenditure under 100-Days’ Work
  • Number One in Bank Credit Flows to the MSME Sector
  • Number One in the Ease of Doing Business
  • Number One in Minority Scholarships
  • Number One in Minority Loans (for self-employment)
  • Number One in Rural Housing
  • Number One in Rural Connectivity
  • Number One in Skills
  • Number One in Transparency and e-Tendering

 

In order to tarnish the image of West Bengal and to mislead the people by citing some incidents, the BJP got themselves involved in lynching and killing by hiring people from outside the State and fomenting communal violence.

Respected Sir, you will be shocked and saddened to learn that 5 murder cases took place very recently and all the persons killed belong to the All India Trinamool Congress Party. The list of persons killed is given below:

  1. On 11.04.18, around 17.00 hrs, some supporters of TMC Party assembled near Beliaghata Bridge Party Office under Shasan Police Station, Basirhat Police District to celebrate the uncontested victory in c/w the Falti Beliaghata Gram Panchayat. During the celebration, one Rajab Ali of Uttar Falti stabbed one Saifar Rahaman of Dakshin Baidyapur and fled away. The said Saifar expired on the way to hospital.
  2. On 22.04.18, around 05.00 hrs, one Abdul Ali Mondal along with three others all of Nityananda Kati under Basirhat Police Station, North 24 Parganas allegedly murdered one Amirul Mollick of the same area by slashing the throat and dumped the body in the drain near his house. The deceased belongs to TMC Party.
  3. On 14.04.18, around 16.30 hrs, one Kala Das of Fulbari along with 15 others restrained and assaulted one Bablu Sarkar, member of TMC, of Kethi near Nabaganj Bazar under Ghoksadanga Police Station of Coochbehar district, with the intention to kill, while returning home riding a bike. He was taken to the nearest hospital where he succumbed to his injuries on 20.04.2018. Arrest-03.
  4. On 23.04.18, around 11.30 hrs., while one Dildar Khan along with his wife was proceeding towards Suri-I BDO Office under Suri Police Station, Birbhum for filing nomination in respect of his wife as a TMC candidate in c/w ensuring Panchayat Election 2018, some armed BJP supporters led by one Shyamsundar Lorain shot dead the said  Dildar Khan over political rivalry.
  5. On 19.04.18, one Ajit Debnath of Sundarpore Satberia, PS Gopalnagar was shot at night while at home; hesubsequently succumbed to his injuries in hospital on 22.04.18. His wife Padma was also injured in the attack; however, she survived.

 

It is very unfortunate that we have to bring this to your kind attention that in each and every murder, as described above, the BJP is involved.

Respected Sir, we do sincerely hope and know that your high office would appreciate the true situation on the ground perpetrated by a section of political parties opposed to peaceful democratic processes in Bengal. We appeal to you in the best interest of peace and democracy, to outright reject their malicious campaign and unfounded allegations.

With regards,

Yours sincerely,

Members of Parliament
from All India Trinamool Congress Party

Shri Sudip Bandyopadhyay
Shri Derek O’Brien
Dr Kakoli Ghosh Dastidar
Shri Md Nadimul Hague
Shri Sunil Kumar Mondal
Smt Pratima Mondal
Dr Uma Saren
Shri Partha Pratim Ray

 

State Govt plans to showcase tribal culture of the Hills 

The State Government has chalked out a unique plan of developing cultural tourism in the Darjeeling Hills region by showcasing the customs, food habits and rituals of the tribal groups residing there.

West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which comes under the aegis of the State Micro, Small and Medium Enterprises (MSME) Department will be executing the project. WBKVIB has signed memorandums of understanding (MoU) with 15 of the culture and development boards set up by the government.

For each of these boards, WBKVIB will set up Folk Art Centres, where the tribal people will be able to showcase their traditional dress, weapons, musical instruments and other specialties. Handicrafts will also be available for display as well as sale at these centres. Each of the boards will be allocated a sum of Rs 2 to 3 lakh.

More than eight of the 15 development boards have already earmarked land for the Folk Art Centres. The rest will complete the work soon. These centres will be projected as tourist destinations by the State Tourism Department.

 

আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে পাহাড়ের পর্যটনকে উন্নীত করতে 

রাজ্য সরকার পরিকল্পনা করেছে পাহাড়ের পর্যটনকে আরও একধাপ উন্নত করতে এবার পাহাড়ের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রীতি, খাদ্যাভাস ও অনুষ্ঠানকে তুলে ধরা হবে।

ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে। এবিষয়ে ১৫টি (গোর্খা, নেপালি, লেপচা, মায়েল, তামাং, শেরপা, ভুটিয়া, খাম্বুরাই, মানগড়, লিম্বু, নেওয়ার, খাস, কামী, ধিমাল, ভুজেল) সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রর সঙ্গে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য লোক শিল্প কেন্দ্র গড়া হবে। এই কেন্দ্র গুলিতে আদিবাসীরা তাদের পারম্পরিক বেশভূষা, অস্ত্র, বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী সকলের সামনে তুলে ধরবেন। এতে পাহাড়ে পর্যটনের আকর্ষণ আরও বাড়বে।

গত মার্চে অনুষ্ঠিত পাহাড়ের সম্মেলনে আধিকারিকরা এই উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ও তাদের জমি খোঁজার নির্দেশ দিয়েছিলেন যেখানে সরকার এই লোক শিল্প কেন্দ্রগুলি গড়বে। ইতিমধ্যেই আটটি উন্নয়ন বোর্ড জমি খুঁজে পেয়েছে।

আদিবাসীদের তৈরী জিনিসপত্রও থাকবে এই কেন্দ্রগুলিতে। প্রতি উন্নয়ন বোর্ডকে এর জন্য ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। প্রতি উপজাতির পোশাক আলাদা, তাদের অস্ত্রও আলাদা ধরনের। তারা তাদের পারম্পরিক গান ও নাচের মাধ্যমে তাদের অনুষ্ঠান পালন করে।

এসবের মাধ্যমে পর্যটকদের খুব ভালো করে আকর্ষিত করা যাবে। এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ইতিমধ্যেই ১৫ কোটি টাকা ধার্য করেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পরিকল্পনা আছে দেশী ও বিদেশী পর্যটকদের কাছে পাহাড়ের পর্যটনকে তুলে ধরার।

Source: Millennium Post

 

State Govt to come up with more adventure sports facilities

To encourage more young tourists, the Bengal Government has decided to come up with more facilities for adventure tourism across the state, and enable private ventures too.

For this, is will soon come up with a comprehensive policy. The draft policy has already been made. A primary aspect of the policy would be safety features, which would be strictly enforced.

Facilities would be developed in Digha, Tajpur, Mandarmani, Darjeeling, Kalimpong and other popular spots. New spots would also be developed based on adventure tourism. Beach biking, river rafting, kayaking, paragliding, etc. would be developed.

 

তরুণ প্রজন্মকে টানতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর

তরুণ প্রজন্ম ও বিদেশীদের বাংলায় টেনে আনতে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’-এ জোর দিচ্ছে রাজ্য সরকার। এজন্য বিশেষজ্ঞদের দিয়ে পরিকল্পনা তৈরী করা হচ্ছে।

শীঘ্রই নতুন ভাবে পর্যটন নীতি কার্যকর হতে চলেছে, যার খসড়াও ইতিমধ্যে তৈরী করে ফেলেছেন দপ্তরের আধিকারিকরা। রাজ্যের দিঘা, তাজপুর, মন্দারমণি, দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়, নদী কিংবা সমুদ্রে ঘেরা বিভিন্ন পর্যটনক্ষেত্রে অ্যাডভেঞ্চার রাইডিংকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে দপ্তর। এক্ষেত্রে বিচ বাইকিং, রিভার র্যাবফটিং, প্যারাগ্লাইডিং কিংবা ক্লিফ ডাইভিংয়ের মতো রোমহর্ষক রাইডিং দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরোদমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালুর আগে পর্যটকদের নিরাপত্তার দিকটি সুরক্ষিত করা হবে। শুধুমাত্র নানা ধরনের রাইডিংই নয়, পর্যটনক্ষেত্রে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ভাবছে রাজ্য সরকার।

ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝে বনবাংলোয় কিংবা তাজপুর, মন্দারমণির সমুদ্রের তীরে প্রতি শনি ও রবিবার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবা হচ্ছে। স্থানীয় লোকশিল্পীরাই এই অনুষ্ঠানে অংশ নেবেন। এতে পর্যটকদের বিনোদনের পাশাপাশি শিল্পীদের আয়েরও ব্যবস্থা হবে।

 

Developmental activities taken up in Cooch Behar

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Cooch Behar.

Tabulated below are the important developments:

 

Historic handing over of Chitmahal villages

As a result of the agreement signed by Chief Minister Mamata Banerjee on June 6, 2015 in Bangladesh, villages in India belonging to Bangladesh and vice versa along the border in Cooch Behar district were exchanged between the two countries. These scattered villages comprised a region called Chitmahal. Thus, villages on the Indian side became a part of India and on the Bangladeshi side became a part of that country. The exchange took place on the midnight of July 31 of that year. This was a long-standing demand of the people, and Mamata Banerjee fulfilled that demand.

Essential services rendered: For the 15,786 people who became citizens of India, the State Government made special arrangements. Temporary camps were opened in Mekhliganj, Haldibari and Dinhata. All government benefits have been extended to them, like food under Khadya Sathi Scheme, health, drinking water and irrigation facilities, power, job cards for enabling enrolment under the 100 Days’ Work Scheme, land survey, etc.

 

Uttrakanya

For people to better access the government for its services, the government set up a secretariat for the districts of north Bengal – Uttarkanya. Besides offices of the State Government, the secretariat also houses officials of pension, provident fund and group insurance. As a result of the opening of Uttarkanya, people of the region no longer have to run to Kolkata for accessing most government services.

 

Health and Family Welfare

Medical college: Medical college being set up in Cooch Behar

Fair-price medicine shops: 6 set up – in Cooch Behar (MJN Sadar Hospital), Dinhata, Mathabhanga, Tufanganj, Sitai and Mekhliganj; buying from these fair-price shops has resulted in more than 3.7 lakh people getting discounts of more than Rs 8.28 crore

Fair-price diagnostic centres: 2 set up at MJN Sadar Hospital in Cooch Behar

SNSU: 12 sick newborn stabilisation units set up in Dinhata, Mathabhanga, Tufanganj, Haldibari, Dewanhat, Pundibari, Baxhirhat, Bamanhat, Sitai, Ghoksadanga, Sitalkuchi and Changrabandha

SNCU: 4 sick newborn care units set up in Cooch Behar (MJN Sadar Hospital), Mathabhanga, Dinhata and Tufanganj (Tufanganj Subdivisional Hospital)

CCU/HDU: 3 critical care units and high-dependency units set up in Cooch Behar (MJN Sadar Hospital), Mathabhanga and Dinhata

MCH: Mother and Child Hub being set up in Cooch Behar (MJN Sadar Hospital); Skills Lab already set up

Swasthya Sathi: More than 1.96 lakh people enrolled

Sishu Sathi: More than 180 children successfully operated on

 

Education

University: Cooch Behar Panchanan Barma University set up

College: Cooch Behar Government Engineering College built in Harinchaora; government college built in Ghoksadanga

ITI: 3 set up in Dinhata, Mathabhanga-2 and Mekhliganj blocks; another being set up in Sitalkuchi

Polytechnic colleges: 1 set up in Tufanganj; another being set up in Mathabhanga

Utkarsh Bangla: More than 23,800 youths being given skills training

Sabooj Sathi: About 2.42 lakh school children given bicycles

Model schools: 1 set up in Sitalkuchi; another being set up in Sitai

Upgrading of schools: About 45 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: More than 9,000 landless families handed over patta, and about 1,500 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 88% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 8 set up in Dinhata-1, Sitai, Mathabhanga-1, Mathabhanga-2, Mekhliganj, Haldibari, Tufanganj-1 and Sitalkuchi blocks

Hatchlings distributed: More than 10.1 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 7.32 crore person-days created at an expenditure of more than Rs 1,600 crore

Rural housing: About 1.2 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 3,060 more people would be distributed houses under various schemes

Rural roads: About 540 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that 320 km more is being built/renovated

Samabyathi: About 5,700 people benefitted from this scheme

ODF: Cooch Behar has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 4.3 lakh toilets built, which is 100% of the target

 

Minorities’ Development

Scholarships: About 5.25 lakh students from minority communities given scholarships worth about Rs 124 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 40 crore

MSDP: About Rs 134 crore spent for various schemes under Multi-sectoral Development Programme – more than 3,930 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.

Karmatirtha: 5 Karmatirthas built to increase employment of local people – in Sitalkuchi, Mathabhanga-1, Mathabhanga-2, Tufanganj-1 and Cooch Behar-1 blocks

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 3.25 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 2.75 lakh people handed over SC/ST/OBC certificates

Recognition of languages: Rajbanshi and Kamtapuri given the recognition of official state languages

Developmenr board: Rajbanshi Development and Cultural Board and Rajbanshi Bhasha Academy formed

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 1.82 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

Food security

Khadya Sathi: As part of the scheme, 100% of the eligible population of Cooch Behar (about 26.63 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 125 projects like roads, bridges, etc. by investing about Rs 1,940 crore

Bridges: Joyee Beridge being built over Teesta to connect Haldibari and Mekhliganj, Bhawaiya Bridge built to connect the town of Dinhata with Tufanganj-1 block

Roads: 65% of the part of Asian Highway48 connecting Bhutan and Bangladesh completed; about 960 km of roads built/renovated/widened, the important ones being Changrabandha-Mathabhanga-Cooch Behar road, Sitalkuchi-Gosanimari road, Tufanganj-Kamakhyaguri road, Tufanganj-Balabhoot road, Dinhata-Gitalda road, Atiyabari-Fakirtakiya-Kurshahat road, Bamanhat-Chaudhurihat road, and renovation of NH-31

Baitarani: As part of Baitarani Scheme, 30 burning ghats being renovated, 1 electric crematorium being built

Gatidhara: Through Gatidhara Scheme, about 560 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, about 100% rural electrification achieved

 

Irrigation

Dams repaired: About 160 km of dams repaired

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 60 projects at a cost of about Rs 200 crore

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 52,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: Eco-tourism project and picnic spot built around Damdama Lake in Bhogrampur in Mathabhanga-1 block; bird zone created in Rashikbil Mini Zoo; picnic spot and children’s park built in Ambari; renovation and beautification of Baneswar Temple and Bairagi Dighi

 

Labour

Samajik Suraksha Yojana: 2.79 lakh workers from the unorganised sector documented – of these, about 78,000 lakh beneficiaries have received benefits to the tune of more than Rs 32 crore

Yuvashree: About 5,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 35,000 self-help groups (SHG) set up; taking together expert committee members under Anandadhara for sitalpati, dhari, jute products, dry foods, etc., working groups formed, which have signed agreements with CII, FICCI, CINI, SIT, etc. to enable the SHGs to sell their products

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 11,000 ventures approved, for which a total grant of about Rs 60 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 18,000 folk artistes getting retainer fee and pension

 

Housing

For the economically disadvantaged: About 12,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 1 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) in Jamaldaha

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 239 clubs given more than Rs 6 crore for promoting sports

Sporting infrastructure: 85 multi-gyms and 15 mini-indoor stadiums built at a cost of Rs 5 crore approximately; first phase of work for renovation of Rajbati Stadium and basketball court started; Uttarbanga Utsav regularly celebrated in 8 districts of north Bengal, including Cooch Behar; Cooch Behar Sports Tournament being held annually

 

North Bengal development

Some developments undertaken by North Bengal Development Department:

  • Panchanan Barma University
  • Cooch Behar Government Engineering College in Harinchaora
  • Colleges in Bakshirhat, Ghoksadanga, Dewanhat and Nishiganj
  • Strengthening of bank of Manasi river
  • Kapaidanga-Bochamari road
  • Bridge over Kaljani river
  • Eco-tourism spot and picnic spot in Bhogrampur
  • Bridge over Raidak river in Salbari

 

Law and order

Police stations: Police stations in Pundibari and Sahebganj and Cooch Behar women’s police station set up

 

 

কোচবিহার জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে কোচবিহার জেলায়।

ঐতিহাসিক ছিটমহল হস্তান্তরঃ

২০১৫ সালের জুন মাসের ৬ তারিখে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই ফলশ্রুতি স্বরূপ সম্পন্ন হয়েছে বহু-কাঙ্খিত ভারত-বাংলাদেশ ছিটমহল হস্তান্তর। ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে, ভারতে এসেছে ৭১১০ একরের ৫১টি ছিটমহল, যা যুক্ত হয়েছে কোচবিহার জেলায়, আর বিনিময়ে বাংলাদেশ পেয়েছে ১৭১৬০ একরের ১১১টি ছিটমহল। স্থাপিত হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে এক অবিচ্ছেদ্য মৈত্রীর বন্ধন। এরই ফলশ্রুতিতে, ১৫,৭৮৬ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কোচবিহার জেলায়।

পূর্বতন ছিটমহলগুলির এই সব মানুষের পুনর্বাসনের জন্য মেখলীগঞ্জ, হলদিবাড়ি ও  দিনহাটায় অস্থায়ী ক্যাম্প স্থাপন সহ ‘খাদ্যসাথী’, চিকিৎসা ব্যবস্থা, পানীয় ও সেচের জলের সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, ১০০ দিনের কাজে জব-কার্ড, জমি জরিপ ইত্যাদি বিভিন্ন পরিষেবামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

‘উত্তরকন্যা’

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা আগেই স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – ‘উত্তরকন্যা’। এখানে অন্যান্য বিভাগের সাথে সাথে পেনশন, ভবিষ্যনিধি এবং গ্রুপ ইনস্যুরেন্স অধিকর্তার একটি শাখা কার্যালয়ও চালু হয়ে গেছে। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্য কোলকাতায় ছুটে যেতে হয় না। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌঁছে যাচ্ছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

• কোচবিহারে গড়ে তোলা হচ্ছে ১টি নতুন মেডিকেল কলেজ।
• MJN সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, সিতাই ও মেখলীগঞ্জ মহকুমা হাসপাতালে ৬টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ, ৮ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
• MJN সদর হাসপাতালে ২টি ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
• এই জেলায় ১২টি SNSU চালু হয়ে গেছে (দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, হলদিবাড়ি, দেওয়ানহাট, পুন্ডিবাড়ি, বক্সীরহাট, বামনহাট, সিতাই, ঘোক্সাডাঙ্গা, শীতলকুচী ও চ্যাংড়াবাঁধা)।
• MJN সদর, মাথাভাঙ্গা, দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ৪টি SNCU চালু হয়ে গেছে।
• MJN সদর, মাথাভাঙ্গা, দিনহাটা হাসপাতালে ৩টি CCU/HDU চালু হয়ে গেছে।
• MJN সদর হাসপাতালে চালু হয়েছে স্কিলস ল্যাব, গড়ে তোলা হচ্ছে Mother & Child Hub।
• দিনহাটা ও মাথাভাঙ্গা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে ২টি ব্লাড ব্যাঙ্ক।
• ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ১ লক্ষ ৯৬ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
• ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ১৮০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে

শিক্ষাঃ

• এই জেলায় গড়া হয়েছে নতুন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।
• হরিণচাওড়ায় নতুন কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলা হয়েছে।
• ঘোক্সাদাঙ্গায় ১টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে।
• দেওয়ানহাট ও বক্সীগঞ্জ কলেজ উন্নীতকরণের কাজ সমাপ্ত হয়েছে।
• দিনহাতা, মাথাভাঙ্গা-২ ও মেখলিগঞ্জে ৩টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে। শীতলকুচীতে আরও ১টি আইটিআই কলেজ গড়ে তোলা হচ্ছে।
• তুফানগঞ্জে ১টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। মাথাভাঙ্গায় আরও ১টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হচ্ছে।
• ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ২৩ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
• এই জেলায়, ২ লক্ষ ৪২ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
• শীতলকুচীতে ১টি নতুন মডেল স্কুল গড়ে তোলা হয়েছে। সিতাইয়ে আরও ১টি মডেল স্কুল গড়ে তোলা হয়েছে।
• জেলায় গত সাড়ে ৬ বছরে ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
• সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
• প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

• জেলার ৯ হাজারেরও বেশী যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১৫০০রও বেশী কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
• এই জেলায় প্রায় ৮৮% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
•  এই জেলার দিনহাটা-১, সিতাই, মাথাভাঙ্গা-১, মাথাভাঙ্গা-২, মেখলীগঞ্জ, হলদিবাড়ি, তুফানগঞ্জ-১ ও শীতলকুচীতে ৮টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
• জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১০ লক্ষ ১০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

• এই জেলায় ১০০ দিনের কাজে, ১৬০০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৭ কোটি ৩২ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
• জেলার প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
• এই জেলার আরও প্রায় ৩ হাজার ৬০ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
• জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৫৪০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
• জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৩২০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
• ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৫ হাজার ৭০০ জন উপকৃত হয়েছে।
• জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৩০ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

সংখ্যালঘু উন্নয়নঃ

• বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ৫ লক্ষ ২৫ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ১২৪ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
• MSDP-তে, প্রায় ১৩৪ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
• এই প্রকল্পে জেলায় ৩ হাজার ৯৩০টিরও বেশি হেলথ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
• এই জেলায় ৫ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে (শীতলকুচী, মাথাভাঙ্গা-১, মাথাভাঙ্গা-২, তুফানগঞ্জ-১ ও কোচবিহার-১)।

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

• বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৩ লক্ষ  ২৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
• জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২ লক্ষ ৭৫ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
• রাজবংশী ও কামতাপুরীকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার হয়েছে।
• রাজবংশী ভাষা আকাদেমি গঠনের পাশাপাশি রাজবংশী সাংস্কৃতিক উন্নয়ন বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

• এই জেলায়, ১ লক্ষ ৮২ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী-‘খাদ্য সাথী’ প্রকল্পঃ

• এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ২৬ লক্ষ ৬৩ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ৯৪%।

শিল্পঃ

• জেলায় ২টি Industrial Growth Centre তৈরী করা হয়েছে (কোচবিহার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার – প্রথম ও দ্বিতীয় পর্যায়)।
• কোচবিহার জেলা শিল্প কেন্দ্রে Jute Park গড়ে তোলা হয়েছে।
• জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১২টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
• কোচবিহার ও দিনহাটায় ২টি স্টিলের আসবাব তৈরীর ক্লাস্টার
• তুফানগঞ্জ, ভোগরামগুড়ি, বাইশগুড়ি ও ঘুঘুমারিতে ৪টি শীতলপাটি তৈরীর ক্লাস্টার,
• দিনহাটা-১, কোচবিহার-২ ও তুফানগঞ্জে ৩টি হ্যান্ডলুম ক্লাস্টার প্রভৃতি।
• ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ২৬৪০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

 

পূর্ত ও পরিবহনঃ

• বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ২৭০টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২১৫ টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ১৯৪০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
• হলদিবাড়ি ও মেখলীগঞ্জের মধ্যে তিস্তা নদীর ওপর ‘জয়ী’ সেতু গড়ে তোলা হয়েছে।
• দিনহাটা ও তুফানগঞ্জ-১ ব্লকের মধ্যে কালজানী নদীর ওপর ‘ভাওয়াইয়া’ সেতু গড়ে তোলা হয়েছে।
• জেলার মধ্যে অবস্থিত ভূটান-বাংলাদেশ সংযোগকারী এশিয়ান হাইওয়ে-৪৮ অংশের কাজ প্ত্রায় ৬৫% হয়ে গেছে।
• জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ৯৬০ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারন ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• চ্যাংড়াবাঁধা-মাথাভাঙ্গা-কোচবি হার রাস্তা,
• শীতলকুচি-গোঁসাইমারি রাস্তা,
• তুফানগঞ্জ-কামাক্ষাগুড়ি রাস্তা
• তুফানগঞ্জ-বালাভূত রাস্তা
• দিনহাটা-গীতালদা রাস্তা
• আটিয়াবাড়ি-ফকীরটিকিয়া-কুড়শাহাট রাস্তা
• বামনহাট-চৌধুরীহাট রাস্তা
• NH-31 রাস্তা সংস্কার ইত্যাদি।
• বৈতরণী প্রকল্পে, ৩০টি শ্মশান-ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
• এই জেলার প্রায় ৫৬০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ

• সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচঃ

• জেলার প্রায় ১৬০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

• বিগত সাড়ে ৬ বছরে,৮০টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৬০ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটনঃ

• ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৫২ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
• মাথাভাঙ্গা-১ ব্লকের ভোগরামপুরে দমদমা ঝিলকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম এবং পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে।
• রসিকবিল মিনি চিড়িয়াখানায় একটি পক্ষীশালা গড়ে তোলা হয়েছে।
• আমবাড়িতে পিকনিক স্পট ও শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে।
• কাজ চলছে বাণেশ্বর মন্দির ও বৈরাগী দিঘির সংস্কার ও সৌন্দর্জায়নের।

 

শ্রমঃ

• এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ২ লক্ষ ৭৯ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত, প্রায় ৭৮ হাজার উপভোক্তা, ৩২ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
• ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ৫ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ

• ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩৫ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
• ‘আনন্দধারা’র অন্তর্গত শীতলপাটি, ধারী, পাটজাত দ্রব্যাদি, শুকনো খাবার ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ দলগুলিকে নিয়ে কার্যকরী সংঘ গঠিত হয়েছে এবং তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য CII, FICCI, CINI, SIT প্রভৃতি সংস্থাগুলির সঙ্গে সংঘগুলি চুক্তিবদ্ধ হয়েছে।
• বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১১ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৬০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতিঃ

• এই জেলায় ১৮ হাজারেরও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।

 

আবাসনঃ

• জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১২ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
• ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য জামালদহে ১টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণঃ

• ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ২৩৯টিরও বেশী ক্লাবকে ৬কোটি টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
• জেলায় প্রায় ৮৫টি মাল্টি জিম ১৫টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
• রাজবাটী স্টেডিয়াম সংস্কারের প্রথম পর্যায়ের কাজ ও বাস্কেটবোল কোর্ট নির্মাণ করা হয়েছে।
• কোচবিহার সহ উত্তরবঙ্গের ৮টি জেলা জুড়ে নিয়মিত পালিত হচ্ছে বার্ষিক উত্তরবঙ্গ উৎসব।
• নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ‘কোচবিহার স্পোর্টস’ ক্রীরা প্রতিযোগিতা।

 

উত্তরবঙ্গ উন্নয়নঃ

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজের রুপায়ন করেছে। এর মধ্যে অন্যতম হলঃ-
• পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি
• হরিণচাওড়ায় কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ
• মাথাভাঙ্গায় নতুন পলিটেকনিক কলেজ
• বক্সিরহাট, ঘোক্সাদানগা, দেওয়ানহাট ও নিশিগঞ্জ কলেজ ভবন।
• শালবাড়িতে মরা রায়ডাক নদীর ওপর সেতু ইত্যাদি।
• মানসী নদীর পাড় বাঁধাই
• কাপাইডাঙা-বোচামারি রাস্তা
• কালজানি নদীর ওপর সেতু
• ভোগরাম্পুরে ইকো-ট্যুরিস্ম ও পিকনিক স্পট

 

আইন শৃঙ্খলাঃ

• এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন পুন্ডিবাড়ি ও সাহেবগঞ্জ থানা এবং কোচবিহার মহিলা থানা।

 

 

State Govt looking after all aspects of fishermen’s welfare

The State Fisheries Department has taken several important measures for the welfare of fishermen, including pension for the old, insurance schemes, providing tools and vehicles for transporting fish, distress alerts for fishermen at sea and measures to augment the production of fish.

Old Age Pension Scheme: Meant for old and infirm fishermen, there are 8,500 fishermen enrolled under this scheme so far who are getting a pension of Rs 1,000 per month.

Accident insurance: Under Fishermen’s Group Personal Insurance Scheme, financial assistance of Rs 2 lakh is provided to the family members of deceased or untraceable fishermen, and Rs 1 lakh to those of permanently disabled fishermen. During financial year (FY) 2017-18, about 2.17 lakh fishermen were covered.

Fish transportation facilities: Jal-Hundis numbering 2,230 have been distributed to inland and marine fishermen, as well as among fishermen’s cooperative societies. Bicycles fitted with insulated boxes have been given to 2,168 fishermen.

Khuti societies: The State Government provides financial aid for the development of khuti societies, that is, fish drying centres. A total of 53 khuti societies in Contai and Diamond Harbour areas benefit from this aid. Considering essential aspects, the aid includes money for the operation and maintenance of the khutis, including wages for khuti attendants and sweepers, development of khuti infrastructure like link roads, submersible pumps, solar lights, fish-drying platforms and bamboo structures, supply of hygienic materials and small equipments, and the repair of tube-wells.

Identity facilitation: Biometric identity cards are being issued by the Government to marine fishermen; about 2.47 lakh identity cards have already been issued. Marine fishing vessels are being registered under the provisions of the Merchant Shipping Act, 1958 (for mechanised boats) and the West Bengal Marine Fishing Regulation Act, 1993 (for non-mechanised boats).

Distress alert: For the safety and security of fishermen, the Government has taken up a programme for the free distribution of distress alert transmitters (DAT), to be fitted on to the vessels. A total of 3,656 DATs have been distributed till now.

Brackish water fishery: The Government provides substantial aid for increasing the production of fish in regions of brackish water, mainly found in the Sundarbans delta.

Fish research: Research on fish and fisheries is being conducted at Pailan Research Centre in Pailan, South 24 Parganas district. At the Fresh Water Research Centre in Kulia in Kalyani, Nadia, research is being carried out on production of seeds for freshwater fish including endangered species, ornamental or aquarium fish and other types. The latter has a high export value. Rural women are being trained in ornamental fish production.

All these measures prove that the Trinamool Congress Government has paid the utmost attention to the welfare of all fisherfolk in the state, ensuring help in every way possible.

Financial security for landless labourers

The State Government ensures financial security for landless labourers through the Provident Fund for Landless Agricultural Labourers (PROFLAL) scheme. Around 13.01 lakh landless labourers have been covered under the programme so far.

All landless agricultural labourers within the age group of 18 to 50 years who are recorded holders of up to 50 decimal of land, including homestead land, and whose major source of earnings is from their work as agricultural labourers, are eligible for the scheme. The eligible subscribers have to deposit Rs 20 per month and the State Government contributes an equal amount till the subscribers attain the age of 50. The accumulated amount, along with usual interest, is then paid to the subscribers.

The scheme is administered by the Gram Panchayats at the village level. The block development officer concerned has a supervisory role in implementing the scheme.

There is another social security scheme especially for landless labourers – Aam Admi Bima Yojana. This covers all landless labourers, not just agricultural ones. It is administered jointly by the State and the Centre, each paying an annual instalment of Rs 200 per person. Till date, 8.74 lakh have been covered under this scheme.

 

ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে পশ্চিমবঙ্গ সরকার

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।

ভূমিহীন কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করছে রাজ্য সরকার। আনুমানিক ১৩.০১ লক্ষ ভূমিহীন কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।তাদের প্রভিডেন্ট ফান্ড প্রদানের পাশাপাশি বীমার মাধ্যমে সুরক্ষাও প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে এই বীমা প্রকল্পের আওতায় আছেন ৮.৭৪ লক্ষ মানুষ। এই বীমার অন্তর্গত ৮৫৫১৭১ জন এলআইসিআই তে নথিভুক্ত।

রাজ্য সরকার ২০১৮-১৯ সালে প্রভিডেন্ট ফান্ড ফর ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবারার্স (ভূমিহীন কৃষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড) প্রকল্পের জন্য ২১ কোটি টাকা ও বীমা প্রকল্পের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 

Developments undertaken by the Fisheries Department

The State Fisheries Department has undertaken various programmes for the development of the fisheries sector across Bengal. It is leading a balanced approach by enhancing fish production and thus ensuring nutritious food for all while at the same time protecting fisher-folk by ensuring the adoption of sustainable methods of fishing and fish production.

This approach has brought about considerable poverty alleviation. The Panchayats Department is also actively involved with the Fisheries Department.

Inland fisheries

Bengal has achieved remarkable results in the inland fisheries as well as the marine fisheries sectors. Fish production during financial year (FY) 2017-18, up to December 2017, was 13.42 lakh metric tonnes (LMT), while the estimated production for the entire FY is 17.52 LMT. Fish seed production till December 2017 was 1.24 lakh (KG or TONNE?). Bengal caters for a huge 40 per cent of the country’s demand in this respect. During FY 2018-19, Bengal will start supplying fish seed in large quantities to neighbouring states.

Moyna Model

For augmenting the production of fish, a new model called Moyna Model was adopted during FY 2017-18. Its prime objective is the culture of mainly rohu, catla and mrigel at the rate of 12,000 kg per hectare per year in the seven districts of Cooch Behar, Murshidabad, Dakshin Dinajpur, North 24 Parganas, Nadia, Howrah and South 24 Parganas as well as at the Kalyani Fish Farm in Baro Sagar Dighi (Nadia district).

Model fish farms have been identified covering a total of 90 hectares of water area as well as 110 progressive farmers.

Export

Achievements in the export sector have also been quite significant under the Trinamool Congress Government. From 61,709 MT of fish worth Rs 1,734 crore during FY 2011-12, the figures reached 1,04,762 MT worth Rs 4,455.74 crore during FY 2016-17.

West Bengal Fisheries Investment Policy 2015

For attracting substantial investments in the fisheries sector, the Government has promulgated the West Bengal Fisheries Investment Policy 2015. From FY 2015-17 till now, 30 projects have been initiated at an investment (by both private and government players) of Rs 339.35 crore. During the Bengal Global Business Summit 2018, 19 memorandums of understanding (MoU) worth Rs 760.3 crore were signed.

Thus, Bengal is marching ahead towards not only self-sufficiency in fish production but substantial contribution towards exports too.

মৎস্য দপ্তরের উন্নয়ন 

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।
রাজ্যে মাছ চাষের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

রাজ্য সরকার মৎস্যচাষিদের কল্যাণে অনেক প্রকল্প নিয়েছে। ছোট মৎস্যচাষিদের জন্যও বার্ধক্য ভাতা আনা হয়েছে। এই প্রকল্পে ৮৫০০ জন বয়স্কও ও ছোট মৎস্যচাষিদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ২০১৭-১৮ সালে ২২৩০টি জলহুন্ডী বিতরণ করা হয়েছে আন্তঃদেশীয়, সামুদ্রিক মৎস্যচাষিদের জন্য। ২১৬৮জন মৎস্যচাষিকে ইন্সুলেটেড বক্স সহ বাইসাইকেল প্রদান করা হয়েছে। ১৯৮৪-৮৫ সালে শারীরিক ভাবে অক্ষম মৎস্যচাষিদের অর্থনৈতিক সহায়তার জন্য ফিশারমেন্স গ্রুপ পার্সনেল অ্যাকসিডেন্ট বীমা প্রকল্প নেওয়া হয়। এই বছর ২১৭৩৭০ মৎস্যচাষিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। কোনও মৎস্যচাষির মৃত্যু হলে বা ৭ বছরেরও বেশী সময় নিখজ থাকলে, তাঁর পরিবারকজে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। শারীরিক ভাবে অক্ষম হলে ১ লক্ষ টাকা দেওয়া হয়।

কাথি ও ডায়মন্ড হারবারে ৫৩টি খুঁটি সমিতি ইন্টিগ্রেটেড স্কীম ফোর অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স অফ খুঁটিস প্রকল্পে সাহায় পেয়েছে। খুঁটি চালক ও সাফাইকর্মীদের পারিশ্রমিকে সহায়তা করা হয়, লিঙ্ক রোড তৈরী করা হয় খুঁটি পরিকাঠামোতে, নিমজ্জিত পাম্প, সৌর আলো, মাছ শুকোনোর জায়গা, বাসের কাঠামো, পরিষ্কার করার জন্তপাতি, ছোট যন্ত্রপাতি, টিউবওয়েল সারাই। ২০১৭-১৮ সালে ৩.৫ কোটি টাকা দান করা হয়েছে খুঁটি সমিতিগুলির জন্য।

সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য বায়োমেট্রিক পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে। ২৪৬৯২৯ পরিচয়পত্র ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এমএস অ্যাক্ট ১৯৫৮ ও ওয়েস্ট বেঙ্গল মেরিন ফিশিং রেগুলেশন অ্যাক্ট ১৯৯৩ মেনে ১২৪৮২টি সামুদ্রিক মৎস্য যান নথিভুক্ত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য ৩৬৫৬ টি মাছ ধরার নৌকাতে ডিস্ট্রেস অ্যালার্ম ট্রান্সমিটার বিলি করা হয়েছে।নোনাজলে মাছের চাষ বাড়াতে ২০১৭-১৮ সালে ৪.৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

মাছ ও মাছ চাষের ওপর গবেষণা করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগণার পৈলানের গবেষণা কেন্দ্রে। এছাড়া একটি মিষ্টি জলের গবেষণা কেন্দ্র আছে নদীয়ার কল্যাণীতে কুলিয়াতে। এখানে নতুন চারা তৈরীর ওপর গবেষণা করা হয় বিশেষত অবলুপ্তির পথের মাছের, অ্যাকোরিয়ামের মাছের ওপর গবেষণা করা হয়। গ্রামীণ মহিলাদের অ্যাকোরিয়ামের মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

Developmental activities taken up in Paschim Bardhaman

On April 7, 2017, heeding to a long-standing demand of the people, Paschim Bardhaman was made a new district, the state’s 23rd one. This has helped the people of the region to more easily access the various government services. The creation of the new district has also helped in the proper distribution of developmental efforts.

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Bardhaman district as a whole. For the last one year, these initiatives have become more focussed as a result of the creation of the district.

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

Health district: Asansol Health District created

Medical colleges: State Govt enabled the setting up of two private medical colleges in Durgapur – IQ City Medical College and Gouri Devi Institute of Medical Sciences & Hospital

Multi/Super-speciality hospitals: 1 set up in Asansol

Fair-price medicine shops: 2 set up – at Durgapur Subdivisional Hospital and Asansol District Hospital; buying from these fair-price shops has resulted in more than 26.71 lakh people getting discounts of more than Rs 59.08 crore

Fair-price diagnostic centres: 2 set up at Asansol District Hospital

SNSU: 7 sick newborn stabilisation units set up at Barakar Block Primary Health Centre, Kelejora Block Primary Health Centre, Laudoha Block Primary Health Centre, Mankar Rural Hospital, Pithaikeary Block Primary Health Centre, Pursha Block Primary Health Centre and Raniganj Block Primary Health Centre

SNCU: 2 sick newborn care units set up at Durgapur Subdivisional Hospital and Asansol District Hospital

CCU/HDU: 2 critical care units and high-dependency units set up at Durgapur Subdivisional Hospital and Asansol District Hospital

Hospital renovation: Asansol Nursing College and ESI Hospital in Asansol being modernised

Swasthya Sathi: About 53,000 people enrolled

Sishu Sathi: More than 620 children successfully operated on

 

Education

University: Kazi Nazrul University has come up in Asansol

College: 1 government colleges set up – Asansol Hindi Medium BB College

ITI: 1 coming up in Jamuria

Utkarsh Bangla: More than 21,000 youths being given skills training

Sabooj Sathi: More than 1.42 lakh school children given bicycles

Upgrading of schools: About 180 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: About 8,000 landless families handed over patta, and more than 3,500 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 80% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 1 set up in Kanksa

Hatchlings distributed: More than 6.91 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 20 lakh person-days created at an expenditure of more than Rs 50 crore

Rural housing: About 3,250 people benefitted; on January 29, 2018, it was announced that another 4,856 people would be distributed houses under various schemes

Rural roads: About 105 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that another 107 km is being built/renovated

Samabyathi: About 4,220 people benefitted from this scheme

ODF: Paschim Bardhaman has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 74,000 toilets built, which is about 100% of the target

 

Minorities’ Development

Scholarships: In undivided Bardhaman district, about 11.58 lakh students from minority communities given scholarships worth about Rs 320 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 73 crore

Karmatirtha: 11 Karmatirthas built to increase employment of local people

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 27,000 students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 24,000 people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 77,000 girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, about 100% of the eligible population of Paschim Bardhaman (about 24.88 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 63 projects like roads, bridges, etc. by investing about Rs 384 crore

New airport: State Govt enabled construction of Andal Kazi Nazrul Islam Airport – India’s first private Greenfield airport – completed; flights started

Roads: Panagarh six-lane bypass built; about 70 km of roads built/renovated/widened

Bridges: 2 being built over Ajay river – to connect Muchipara-Shibpur road (Paschim Bardhaman) to Jaydev-Kenduli-Khagra road (Birbhum), and to connect Panagarh on NH2 (Paschim Bardhaman) to Dubrajpur on NH60 via Ilambazar (Birbhum); another 2 over Nunia Canal (along Raniganj) at Joyramdanga and Ratibati

Baitarani: As part of Baitarani Scheme, 9 burning ghats being renovated

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power plant: For thermal power plant in Andal, State Govt gave 10,000 acres to DVC

 

Irrigation

Dams repaired: About 10 km of dams repaired

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 6 projects at a cost of about Rs 63 crore

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 53,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: First State Institute of Hotel Management named Aahoran set up in Durgapur

 

Labour

Samajik Suraksha Yojana: 1.96 lakh workers from the unorganised sector documented – of these, about 43,000 beneficiaries have received benefits to the tune of more than Rs 18 crore

Yuvashree: About 2,450 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 4,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 2,700 ventures approved, for which a total grant of about Rs 18 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 2,200 folk artistes getting retainer fee and pension

Rabindra Bhavan renovation: Rabindra Bhavans in Asansol renovated

 

Housing

For the economically disadvantaged: About 1,360 people benefitted as part of Gitanjali and other schemes

Rehabilitation programme: Residential project taken up in Jamuria to house more than 45,000 people whose houses were destroyed as a result of the caving in of the Raniganj coal mines spread over Durgapur and Asansol subdivisions

Pathasathi: 1 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) at Barakar Inspection Bungalow

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 81 clubs given more than Rs 3.36 crore for promoting sports

Sporting infrastructure: 12 multi-gyms and 1 mini-indoor stadium built at a cost of Rs 56 lakh approximately

 

Paschimanchal Unnayan

Developmental schemes: Paschimanchal Unnayan Department undertaking lot of developmental schemes related to water conservation, irrigation, agriculture, education, health, road construction, drinking water, etc

 

Law and order

Police commissionerate: Asansol-Durgapur Police Commissionerate created

Police stations: Durgapur and Asansol-Durgapur women’s police stations set up

পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পশ্চিম বর্ধমান জেলায়।

নতুন জেলা পশ্চিম বর্ধমান

২০১৭ সালের ৭ই এপ্রিল, এই অঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের দাবীকে সম্মান জানিয়ে, বর্ধমান জেলাকে বিভক্ত করে পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের ২৩তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে, পশ্চিম বর্ধমানের দূরদুরান্তের মানুষের সরকারি এবং অন্যান্য কাজে প্রভূত সুবিধা হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • আসানসোল, দুর্গাপুরকে নতুন স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে।
  • দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে গড়ে উঠেছে নতুন আইকিউ মেডিকেল সিটি ও গৌরীদেবী মেডিকেল কলেজ।
  • এই জেলার আসানসোলে গড়ে উঠেছে ১টি নতুন মাল্টি-সুপার স্পেসালিটি হাসপাতাল।
  • দুর্গাপুর ও আসানসোল হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ২৬ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষ, ৫৯ কোটি ৮ লক্ষ টাকারও বেশী ছাড় পেয়েছেন।
  • আসানসোল হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ৭টি SNSU চালু হয়ে গেছে (বরাকর, কেলেজোড়া, লাউদোহা, মাঙ্কর, পিথাইকরি, পুরশা, রানীগঞ্জ ইত্যাদি)।
  • দুর্গাপুর এবং আসানসোল হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
  • দুর্গাপুর এবং আসানসোল হাসপাতালে ২টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে ২টি CCU/HDU চালু হয়ে গেছে। হাটে নেওয়া হয়েছে আসানসোল নার্সিং কলেজ ও  ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ।
  • ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৫৩ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৬২০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে

 

শিক্ষাঃ

  • এই জেলার আসানসোলে গড়ে তোলা হয়েছে নতুন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
  • জেলার ১টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে (আসানসোলে হিন্দি মাধ্যম বিবি কলেজ)
  • জামুয়ারিতে ১টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে।
  • দুর্গাপুরে আইটিআই কলেজের সংস্কার করা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ২১ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ১ লক্ষ ৪২ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কারকৃষি ও পশুপালনঃ

  • জেলার প্রায় ৮ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে।
  • এই জেলায় প্রায় ৮০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার কাঁকসাতে ১টি কিষাণ মান্ডি গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ৬ লক্ষ ৯১ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০ দিনের কাজে, ৫০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ২০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ৩২৫০ মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ৪ হাজার ৮৫৬ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১০৫ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১০৭ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৪ হাজার ২২০ জন উপকৃত হয়েছে।
  • জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৭৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, অবিভক্ত বর্ধমান জেলার প্রায় ১১ লক্ষ ৫৮ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ৩২০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৭৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • এই জেলায় ১১টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ২৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।

জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২৪ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

এই জেলায়, ৭৭ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী-খাদ্য সাথী’ প্রকল্পঃ

এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ২৪ লক্ষ ৮৮ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ১০০%।

 

শিল্পঃ

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৭টি MSME ক্লাস্টার গড়ে উঠেছে।

 

পূর্ত ও পরিবহনঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ১১৮টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৬৩টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • ওন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নির্মাণের কাজ সম্পন্ন হয়ে উড়ান চালু হয়েছে। এটি হল আমাদের দেশের সর্বপ্রথম বেসরকারী উদ্যোগে নির্মিত Greenfield Airport।
  • পানাগড়ে ৬-লেন বাইপাস নির্মাণ করা হয়েছে।
  • হাতে নেওয়া হয়েছে প্রায় ১৬৫ কোটি টাকার (পশ্চিম বর্ধমানের মুচিপাড়া-শিবপুর রাস্তার সাথে বীরভুমের জয়দেব-কেন্দুলি-খাগরা রাস্তার যোগাযোগ স্থাপনকারী) অজয় নদের ওপর একটি সেতু নির্মাণের কাজ। এতে সাশ্রয় হবে অসংখ্য মানুষের এখনকার ঘুরপথের প্রায় ২০কিমি পথ ও ৩০ মিনিটেরও বেশী সময়।
  • গড়ে তোলা হচ্ছে পানাগড়-ইলামবাজার রাস্তায় (পশ্চিম বর্ধমানের পানাগড়ে NH-2-এর সাথে বীরভুমের ইলামবাজারের ওপর দিয়ে দুবরাজপুরে NH-60-এর যোগাযোগ স্থাপনকারী) অজয় নদের ওপর আরও একটি সেতু।
  • রানীগঞ্জের নুনীয়া নদীর ওপর জয়রামডাঙ্গা ও রতিবতিতে ২টি সেতু গড়ে তোলা হচ্ছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন জেলা গঠনের পর থেকে, প্রায় ৭০কিমি রাস্তা নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • বৈতরণী প্রকল্পে, ৯টি শ্মশান-ঘাটের উন্নয়নের কাজ চলছে।
  • হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যু ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • অন্ডালে তাদের দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য, DVC-কে ১০ হাজার একরেরও বেশী জমি দেওয়া হয়েছে।

 

সেচঃ

জেলার প্রায় ১০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে,১৩ টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে ৬ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
  • হাতে নেওয়া হয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ।

 

বন ও পর্যটন

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৫৩ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • দুর্গাপুরে গড়ে তোলা হয়েছে রাজ্যের প্রথম স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট – ‘আরোহণ’।

 

শ্রমঃ

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ১ লক্ষ ৯৬ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৪৯ হাজার উপভোক্তা, ১৮ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ২৪৫০জন যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৪ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ২ হাজার ৭০০ উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ১৮ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ২ হাজার ২০০-রও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
  • আসানসোল রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে।

 

আবাসনঃ

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৩৬০ জন মানুষ উপকৃত হয়েছেন।
  • হাতে নেওয়া হয়েছে রানীগঞ্জ কয়লা খনি এলাকার ধ্বসপ্রবণ দুর্গাপুর ও আসানসোল মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের ক্ষতিগ্রস্থ প্রায় ৪৫ হাজার মানুষের পুনর্বাসনের জন্য জামুরীয়ায় আবাসন তৈরির একটি বৃহৎ প্রকল্প।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বরাকর ইন্সপেকশন বাংলোয় ১টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৮১টিরও বেশী ক্লাবকে ৩কোটি ৩৬ লক্ষ টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ১২টি মাল্টি জিম ও ১টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।

 

পশ্চিমাঞ্চল উন্নয়নঃ

পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ন করছে।

 

আইন শৃঙ্খলাঃ

  • গঠন করা হয়েছে নতুন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন দুর্গাপুর ও আসানসোল-দুর্গাপুর মহিলা থানা।

 

 

Bengal has achieved a revenue surplus, despite GST: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee put out a post on Facebook today, mentioning the fact that the Central Government has congratulated the Bengal Government for not only bringing down rapidly the revenue gap with respect to the State GST, but in fact registering a revenue surplus in March 2018.

While in August 2017 Bengal had a revenue gap of 33.4 per cent, in March 2018, the State had registered a surplus of 3 per cent.

Another significant fact the Chief Minister mentioned is that Bengal’s performance is far better than that of the country as a whole. In March 2018, while Bengal achieved a surplus of 3 per cent, the country as a whole registered a revenue deficit of 17.9 per cent.

Mamata Banerjee congratulated everyone concerned for achieving this feat.

To read the Facebook post, click here: goo.gl/nZd2oL

 

 

জিএসটি সত্ত্বেও বাংলায় রাজস্ব উদ্বৃত্ত হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি ফেসবুক পোস্ট করেন। জিএসটি থাকা সত্ত্বেও রাজ্য সরকার মার্চ ২০১৮ পর্যন্ত যেভাবে রাজ্যের রাজস্ব উদ্বৃত্ত করতে সমর্থ হয়েছে, তার জন্য কেন্দ্র প্রশংসা করে রাজ্যের। মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটিই তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

আগস্ট ২০১৭ পর্যন্ত রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল ৩৩.৪ শতাংশ, সেখানে মার্চ ২০১৮ পর্যন্ত রাজ্যের রাজস্ব বেড়ে হয়েছে ১০৩ শতাংশ।

আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলার কর্মক্ষমতা সারা দেশের থেকে অনেক ভালো। যেখানে মার্চ ২০১৮ তে শেষ হওয়া আর্থিক বর্ষে বাংলার রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ শতাংশ, সেখানে সারা দেশের রাজস্ব ঘাটতি হয়েছে ১৭.৯ শতাংশ।

মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান।

E-governance in agriculture through Matir Katha

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the Bengal Government has brought in a lot of positive changes in the lives of farmers. One of the ways has been through the application of information and communication technology (ICT).

All departmental offices at all levels – block, subdivision, district, range and state – have been adequately computerised.

The three primary aspects of the e-governance structure that the Bengal Government has put in place are the Matir Katha web portal, Matir Katha-Krishoker Katha app and Matir Katha Online Licensing System.

Matir Katha web portal

Matir Katha is an ICT-based farmer-centric agri-extension project of the Agriculture Department. It is implemented through a web portal (of the same name) that disseminates information and advisories to farmers. It was launched by the Agriculture Department during financial year (FY) 2014-15 and is being extensively implemented throughout the state from FY 2015-16.

Under the project, all field-level functionaries of all blocks have been provided with hand-held devices having built-in content. The content is of two broad categories – scientific packages of practice (POP), both in Bengali and in English, for 93 crops and interactive modules on crop-related questions and answers, farmers’ training, integrated nutrient management (INM), integrated pest management (IPT), fertilizer and pesticide calculators, and agricultural advisories and activities.

Farmers’ queries are getting answered in the shortest possible time. Answers and advisories are also being sent through SMS. Till date, 2.6 lakh queries have been handled through Matir Katha.

Other services being offered through the website are soil sample collection for issuing soil health cards to farmers, applications for financial assistance for farm mechanisation, automation of crop-cutting experiments, tracking of crop insurance applications and reporting of schemes.

Matir Katha-Krishoker Katha app

Through the Matir Katha-Krishoker Katha app for smartphones and tablets, launched through the Matir Katha portal, farmers post their queries directly to officials of the department, which whose answers are given promptly. There is also a toll-free phone number for the same purpose – 18001031100.  The Matir Katha Call Centre operates from Monday to Saturday from 7 am to 7 pm. All the services are free of cost.

Matir Katha Online Licensing System

The Matir Katha Online Licensing System facilitates ease-of-doing-business in the field of agriculture. Entrepreneurs interested in doing business in seed, fertilizers and chemicals can now just log in on the relevant page of the Matir Katha portal and apply for licenses, which is issued within 30 days of application. The process of issuing of licenses is automated. The applicant would just have to visit the relevant office of the department once for the verification of documents, the date being communicated through SMS.

E-governance implemented through Matir Katha has brought about a huge change in the way farmers in the state access information. This convenience has, in turn, resulted in much better outputs in all aspects of farming and has also made entrepreneurship in agriculture a bright avenue for livelihood.

 

মাটির কথা – কৃষিতে অনলাইন-ব্যবস্থা 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। অন্যান্য বিষয়ে উন্নয়নের পাশাপাশি কৃষিকেও ই-ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের সমস্ত ব্লকের কৃষি দপ্তরে অন্তত তিনটি করে কম্প্যুটার আছে ইন্টারনেট পরিষেবা যুক্ত। এছাড়া ল্যাপটপ, প্রোজেক্টর ও ট্যাবলেট কম্প্যুটার আছে ই-গভর্নেন্স প্রকল্পের অধীনে। এছাড়া মহকুমা, জেলা, রেঞ্জ ও রাজ্য কৃষি দপ্তরগুলিও উপযুক্তভাবে কম্প্যুটার ও ইন্টারনেট পরিষেবা পাচ্ছে।

মাটির কথা

ইন্টারনেট নির্ভর চাষিদের জন্য এই প্রকল্পের সূচনা হয় ২০১৪-১৫ সালে, সারা রাজ্যে এই প্রকল্প শুরু হয় ২০১৫-১৬ সালে। এই পরিষেবা পেতে মোবাইল ফোনে ইন্টারনেট প্রয়োজন শুধু। এই অ্যাপ্লিকেশনে ৯৩টি শস্যের জন্য সমস্ত বিজ্ঞানসম্মত উপায় বাতলানো হয়। এখানে এই চাষ সংক্রান্ত নানারকম জিজ্ঞাসাও করা যায়, যেমন সার ও কীটনাশক কি ব্যবহার করা উচিত, সমস্ত তথ্য পাওয়া যাবে। সমস্ত উত্তর পাওয়া যাবে এসএমএস মারফত। এ পর্যন্ত ২৬০০০০ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি হল, www.matirkatha.gov.in

২০১৭-১৮ সালে কৃষকদের অ্যাপ্লিকেশন ‘মাটির কথা কৃষকের কথা’ চালু হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মাটির কথা পোর্টালের মাধ্যমে। একটি টোল ফ্রি ফোন নম্বর আছে, 18001031100, যা সোম থেকে শনি সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা।

সদ্য, ‘মাটির কথা অনলাইন লাইসেন্সিং’ সিস্টেম শুরু করেছে। উদ্যোগপতিরা বীজ, সার, রাসায়নিক নিয়ে ব্যবসায়ে আগ্রহী। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া হল স্বয়ংক্রিয়। আবেদনকারীকে শুধু ১বার যেতে হবে দপ্তরে নথী যাচাই এর জন্য। ১ মাসের মধ্যে লাইসেন্স পাওয়া যাবে।

২০১৬-১৭ সাল পর্যন্ত রাজ্য ১৯.৪০ কোটি টাকা ব্যয় করেছে কৃষিতে ই-ব্যবস্থার জন্য। ২০১৭-১৮ সালে আরও ৪.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাবদ।