Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed a meeting of the General Council of the party today at the Netaji Indoor Stadium.
Party MPs, MLAs, district council members, municipality councillors and senior district leaders were present at this crucial meeting.
Chairperson Mamata Banerjee praised the audience for maintaining discipline, and asked them to maintain that same discipline during the elections. She said that Trinamool Congress would not be provoked to do any wrong. She also stressed the fact that her party will respect the decisions of the Election Commission.
The salient points of Chairperson Mamata Banerjee’s speech are as follows:
- Small incidents are blown out of proportion and perpetrators are being wrongfully termed as Trinamool Congress leaders by some from the media.
- Trinamool implies head being held high, let the Almighty have mercy on those who are continuously spreading slanders on Trinamool Congress.
- We are always beside our co-workers, but if anybody uses the party for individual gains, that will not be tolerated.
- Trinamool candidature does not need lobbying. It is necessary to work for the party. I keep watch on what is happening in Bengal.
- I request all to work together along with those who have joined Trinamool Congress today. You have to be informed regarding our history.
- 55,000 of our co-workers have died in the 34 years of Left rule. Do not forget their martyrdom.
- It was our challenge that what the Left Front Government could not do, we will do and prove. That is why we work day and night.
- We can’t differentiate between people for developmental works.
- My request to the young generation is to be dedicated and disciplined.
- Let the determination, devotion and dedication that we saw in our student lives be revived among students for a better Bengal.
- We want our party to be an example among all other political parties, we want people to be proud of Trinamool Congress activists.
- Development and communal harmony – this is what Trinamool is all about, please remember.
- No decision taken during the last 4 years has hurt anybody in Bengal. We are proud of this.
- CPI(M) and Congress are now tied up. We do not care if there is any coalition. But as long as we live, we will roar like a lion.
- I am progressive. We take the good points from people. We cannot go against our ethics.
- Our ministers in the Central Cabinet resigned rather than going against our ethics. Parties which go against their ethics will cease to exist.
- Please do not do anything so that others can point a finger at Trinamool Congress. We instituted Khadya Sathi. I will not tolerate any politics.
- 23 lakh bicycles have already been distributed for Sabuj Sathi. Two lakh more will be given out this month, and another 15 lakh very soon.
- We are helping Imams and Moazzems. Today we will institute health schemes for journalists.
- We have given employment to 68 lakh unemployed youth. Bengal is number 1 in skill development, agriculture and so many more sectors.
- What happened to Sanchaita and other chit funds? We have instituted a law on chit funds.
- I wish good health to my friends in the Opposition. You are no match for our developmental work. The people of Bengal are with us.
শৃঙ্খলার সাথে নির্বাচনে লড়বে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে জেনারেল কাউন্সিলের বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর সহ সব নেতা নেত্রী এবং কর্মীরা উপস্থিত ছিলেন এই সভায়। দৃঢ়তা ও নিষ্ঠা বজায় রেখে কর্মীদের শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য তাদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলবে তৃণমূল।
মুখ্যমন্ত্রী বক্তব্যর কিছু বিষয়ঃ
- কিছু সংবাদ মাধ্যম ছোট ছোট ঘটনার সাথে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে ফলাও করে সেইগুলি প্রচার করে
- আমরা সর্বদা আমাদের কর্মীদের পাশে আছি, কিন্তু কেউ যদি ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে আমারা তা সহ্য করব না
- তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে বাঁচে, যারা কুৎসা করছে তাদের ঈশ্বর ক্ষমা করুন
- তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য দরকার মানুষের জন্য কাজ করা, বাংলার সর্বত্র কোথায় কি হচ্ছে আমি নজর রাখছি
- সকলকে একজোটে কাজ করার আহ্বান জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের ইতিহাস সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে
- সিপিএম এর ৩৪ বছরের রাজত্বকালে আমাদের প্রায় ৫৫ হাজার সহ-কর্মীর মৃত্যু হয়েছে
- বাম সরকার যা করতে পারেনি তাই করে দেখানো আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, তাই আমরা দিন-রাত মানুষের জন্য কাজ করি
- উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে মানুষের মধ্যে বিভেদ করা উচিত নয়
- তরুণ প্রজন্মকে আমার অনুরোধ তারা যেন তাদের আচরণে শৃঙ্খলা বজায় রাখে
- পশ্চিমবাংলার উন্নয়নের জন্য আমাদের কাজের মধ্যে ছাত্র জীবনের সংকল্প ও সংহতি ফিরিয়ে আনতে হবে
- আমরা আমাদের দলকে অন্য সব রাজনৈতিক দলের মধ্যে একটি উদাহরণ করতে চাই, আমরা চাই মানুষ আমাদের কর্মীদের জন্য গর্ববোধ করুক
- তৃণমূলের আদর্শ হল উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি
- গত ৪ বছরে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যা মানুষকে আঘাত করে, আমরা এজন্য গর্বিত
- সিপিএম-কংগ্রেস এখন জোট করছে। আমরা কোনওরকম জোটের পরোয়া করিনা
- সবাই সারদা নিয়ে আগ্রহী, সঞ্চিতা সহ বাকি চিট ফান্ড গুলোর কি হল? আমরা চিট ফান্ড সংক্রান্ত আইন নিয়ে এসেছি
- আমি প্রগতিশীল, আমি মানুষের ভালো দিকগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা নীতিবিরুদ্ধ কাজ করি না
- এমন কোন কাজ করবেন না যাতে মানুষ তৃণমূলের দিকে আঙুল তুলতে পারে, খাদ্য সাথী নিয়ে কোনও রকম রাজনীতি বরদাস্ত করব না