Come to Bengal, invest in Bengal: Dr Amit Mitra to representatives of 31 countries

Come to Bengal, invest in Bengal – this was the gist of the message given by the Bengal Finance and Industry Minister, Dr Amit Mitra to top representatives from 31 advanced nations, including 15 ambassadors, in Delhi recently.

The message he carried from Chief Minister Mamata Banerjee was one of golden opportunities for people wanting to invest in Bengal to set up facilities in any category of industry. Bengal is already a leader in the micro, small and medium enterprises (MSME) sector, and is gradually drawing bigger investors.

This conference was in preparation for the fourth Bengal Global Business Summit (BGBS), scheduled for January 16-17, 2018. Over the years, the BGBS summits, a brainchild of Mamata Banerjee for attracting investment in Bengal, after the 34-year industrial drought during the Left Front era, have been a huge hit, with memoranda of understanding (MoU) worth hundreds of crores of rupees signed every year.

Towards that aim, the State Government is also going to organise a road show in Delhi soon.

At the 2017 BGBS, representatives from 29 countries in Europe, USA and Asia attended. The 2018 summit is going to be jointly organised by the Bengal government and the industry body, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

At the Delhi summit, Dr Mitra offered a bouquet of opportunities for anyone wanting to set up, singly or jointly, industrial facilities in any sector. Among the ambassadors were those from Singapore, the Netherlands, Russia, Finland, Saudi Arabia, Indonesia, Hungary, Israel, Bulgaria, Bhutan and Norway, and among the other countries senior representatives were those from Australia and Thailand.

All of them became very interested after learning of the multiple opportunities being offered by the Bengal Government, and showed a keen interest in investing in the state.

 

৩১ দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা

 

‘বাংলায় আসুন। বাংলায় বিনিয়োগ করুন’। এই বার্তা নিয়ে দিল্লীতে বিশ্বের প্রথম সারির ৩১দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরে দিল্লীতে একটি রোড শো-র আয়োজন করা হয় রাজ্যের তরফে।

মূলত আগামী ১৬-১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের আমলে এ রাজ্যে কীভাবে বিনিয়োগের বহু সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলিই তুলে ধরেন অমিত মিত্র। প্রসঙ্গত, ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইউরোপ, আমেরিকা এবং এবং এশিয়া মহাদেশের মোট ২৯টি দেশ অংশ নিয়েছিল। দিল্লীতে যে ৩১ দেশের প্রতিনিধিদের সঙ্গে অমিত মিত্র বৈঠক করেন তাঁদের মধ্যে অন্তত ১৫জন রাষ্ট্রদূত পদমর্যাদার প্রতিনিধি।

সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, ফিনল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, ইজরায়েল, বুলগেরিয়া, ভুটান এবং নরওয়ের মতো দেশগুলি বাংলায় বিনিয়োগ নিয়ে এতটাই উৎসাহিত যে ভারতে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূতদেরই এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলি পাঠিয়েছিল তাঁদের উচ্চপদস্থ আধিকারিকদের।

এদিনের বৈঠকে অমিত মিত্র তুলে ধরেন বাংলায় বিনিয়োগ করলে রাজ্য সরকারের তরফে কি কি ক্ষেত্রে কি ধরনের সুযোগসুবিধে প্রদান করা হবে তা নিয়ে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এর পর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র, তার সম্ভাবনা এবং রাজ্যের তরফে সাহায্য ও যাবতীয় পরিকাঠামোগত সুবিধে নিয়ে বানানো একটি প্রেজেন্টেশনও দেখান সকলকে।

২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রাজ্য সরকারের পাশাপাশি বণিক সংগঠন ফিকি-ও যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় রয়েছে। উপস্থিত ছিলেন ফিকি’র সেক্রেটারি জেনারেল। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য সচিবও বিদেশী প্রতিনিধিদের কাছে তার দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। দেশের অন্যান্য বহু শহরে যেখানে শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, সেখানে বাংলার তরফে সমস্ত ধরনের সুযোগসুবিধের ডালি নিয়ে বিদেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপনের ফলে তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছেন।
Source: Khabar 365 Din

Durga Pujas outside Bengal

The pomp and grandeur associated with Durga Puja make it one of the most popular festivals of Bengal as well as India.

Not just for those in Bengal, for the Bengalis in other parts of India and for the Bengali diaspora spread out in distant lands too, Durga Puja is that time of the year when annual get-togethers happen. The community feeling is never stronger. It is a welcome reunion, a respite from the hustle and bustle of daily life.

The organisers in cities outside Bengal mostly bring in the idol artistes from the state, almost a month in advance. Overseas, though, Durga Puja organisers ship the idols, mostly from Kumortuli in Kolkata, where some of the best works are created. However, because of the cost involved, idols are generally bought only every few years. After Durga Puja is over, all the idols are carefully packed and stored for the next year.

It must also be said that in many places outside Bengal too, people of all communities partake of the celebrations. The celebrations are of course organised by Bengalis, but they are open to all, to enable everyone to experience the resplendence of Durga Puja.

Durga Pujas outside India

Pujas outside India are different in some ways, though. For one, it is more often than not a weekend affair rather than a four- or five-day one. It is simply not possible to get leave for a festival not native to that country. Usually a community hall is hired for the purpose, as it is difficult to get space or permission to build a pandal like in India.

Though shortened affiars, there is no lack of devotion. Rules and regulations are followed as much as possible in the given circumstances. So these pujas don’t heed the usual tithi (prescribed auspicious moments in the almanac). The food is usually ordered from restaurants. Smaller get-togethers do have the women cooking, but that is rare nowadays. Part of the cost is covered by selling tickets for the entire programme – the puja, the food and the cultural functions in the evenings, which are mostly Bengali.

Among other countries, Durga Pujas are organised in Bangladesh, USA, the UK, South Africa, UAE, Canada, Russia, Italy, Malaysia, Singapore, Austria and Belgium, and even in the Scandinavian countries of Denmark, Sweden and Finland.

New Zealand is where it starts first

An interesting fact to know is that Auckland, Palmerston and Wellington in New Zealand, being the easternmost cities in the world to organise Durga Puja, mark the bodhon of Mahashasthi (the starting of Durga Puja) much before the rest of the world, going by GMT (Greenwich Mean Time).

This year, Ram Mandir in Auckland, which organises the oldest Durga Puja in New Zealand, will be celebrating its silver jubilee.

 

 

বাংলার বাইরে দুর্গাপুজো

দুর্গাপুজোর মত ধূমধাম, জাঁকজমক, জনসমারোহ বাঙালীদের অন্য কোন উৎসবে দেখা যায় না।

পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাকি বাঙালিদের জন্যও এই শারদীয়ার দিনগুলি হল সবাই মিলিত হওয়ার সময়। সারা বছরের ভাল খারাপ স্মৃতিগুলিকে পেছনে ফেলে এই দিনগুলিতে মানুষ আনন্দে মেতে ওঠে।

অনেক জায়গায় কলকাতা থেকে কুমোরদের নিয়ে যাওয়া হয় মূর্তি তৈরী করার জন্য, তাদের দেখাশোনা করা হয় ও ভালো পারিশ্রমিক দেওয়া হয়। বিদেশে জাহাজে করে প্রতিমা পাড়ি দেয়। এই প্রতিমাগুলির বেশিরভাগই কুমোরটুলির নামকরা প্রতিমার কারিগরদের থেকেই নেওয়া হয়। যেহেতু অনেক খরচের ব্যাপার আছে, সেহেতু এই মূর্তিগুলি প্রতি বছর কেনা হয় না, একবার পুজো শেষ হলে মূর্তিগুলি ভালো করে মুড়ে সামনের বছর আবার পুজোর জন্য যত্ন করে রেখে দেওয়া হয়। প্রসঙ্গত বলা যেতে পারে, বাংলার মতো সব জায়গাতেই এই দুর্গাপুজোর আয়োজক বাঙালিরাও হলেও এই পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির মানুষরাই অংশগ্রহণ করে ও আনন্দে মেতে ওঠে।

বিদেশের দুর্গাপুজো

দেশের বাইরের পুজোগুলো একটু হলেও অন্যরকম হয়। ওখানে এটি সপ্তাহের শেষের একটি অনুষ্ঠান মাত্র। বিদেশে যেহেতু এই উত্সব পালনের রেওয়াজ নেই সেহেতু এই পুজোকে কেন্দ্র করে ছুটি পাওয়া যায় না। যেহেতু ফাঁকা জায়গা ও প্যান্ডেল তৈরী করার অনুমোদন পাওয়াও খুব  কষ্টকর, সেহেতু একটি কমিউনিটি হল ভাড়া নিয়ে এই উত্সব পালন করা হয়।

উত্সবের সময় কম হলেও ভক্তি বা জাঁকজমকের কোনো অভাব হয় না। নিয়ম নিষ্ঠা যতদূর সম্ভব পালন করা হয়। এখানে তিথি লগ্ন নিয়ে এত বিচার করা হয় না। সাধারণত রেস্টুরেন্ট থেকে খাবার আনানো হয়, আয়োজকের সংখ্যা কম হলে মহিলারা নিজেরাই রান্না করে থাকেন, যদিও সেই প্রচলন আর চোখে পড়ে না বললেই চলে। সন্ধ্যেবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ, আমেরিকা, ইউনাইটেড কিংডম, সাউথ আফ্রিকা, আরব, কানাডা, রাশিয়া, ইতালি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন, ফিনল্যাণ্ড ও ডেনমার্কে এই উৎসব পালন করা হয়।

নিউজিল্যান্ডে প্রথম শুরু হয় পুজো

সব থেকে পূর্বের শহর হওয়ার কারণে সারা পৃথিবীর যে সকল জায়গায় দূর্গা পুজো হয়, তার মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ড, ওয়েলিংটন ও পামেরস্টন শহরে মহাষষ্ঠীর বোধন সবার আগে হবে।

এই বছর নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের রামমন্দির যে দুর্গাপুজোর আয়োজন করে তা এবার ২৫ বছরে পা দেবে নিউজিল্যান্ডের সব থেকে পুরোনো দুর্গাপুজো।