Mamata Banerjee tears into the BJP at Trinamool’s organisational polls

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee today teared into the BJP at party’s organisational polls. Slamming the ruling party at Centre she said that It is the need of the hour for all regional parties to come together for the sake of the nation. Didi said, my message to all regional parties is ‘Be Together, Be United’.

She said, “Trinamool is targeted because we speak for the common people. How many leaders will you put in jails? I dare you to arrest all our MPs, Ministers, MLAs. They are carrying out malicious propaganda. Wherever I go, London, Puri or Delhi, they send workers to disrupt.”

The Chairperson added, “Who are you to decide what a person can eat or wear? Trinamool works for people of all castes, creed, religions. I believe I am a worker of the party. In Trinamool, workers and not leaders are the biggest assets.”

BJP is dividing people based on religious identities. We respect all religions but humanism is our biggest identity. They (BJP) have destroyed the democratic culture of the country with their vindictive politics and vendetta,” Didi said.

Mamata Banerjee lashed out at the BJP for indulging in divisive politics. She said, “Religion means peace and harmony. But BJP gave arms to children during their rally. BJP only believes in conspiracies not rule of law.

I am proud of my religion. I am proud of all religions. Hinduism means tolerance. BJP is defaming Hinduism. Riots cannot be religion. Religion unites people, does not divide them. Be proud of the land you are born in. This is our motherland. We are proud of it.”

She told party workers that the next two years as a challenge. “We have to fight against the malicious propaganda and conspiracies. They are bringing cadres from other States to incite trouble in Bengal. We have to be very careful,” Didi added.

She also took on the BJP for their malicious propaganda on social media. “BJP spends crores on social media. They put fake photos and distort my words. We have to counter them. They post photos and videos of Bangladesh and say it is Bengal. They are spreading rumours.”

She also reiterated that Trinamool will continue to fight for the people. “As a political party we have a responsibility. We have to fight valiantly. We will not tolerate politics of vindictiveness. India is a vast country with a lot of diversity. We will not allow politics of ‘Divide & Rule’. Let us stand for unity,” was her message.

She slammed the BJP for destroying the federal structure of the country. She maintained the voice of the press-media has been muzzled by the Centre.

 

তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন। সব সব আঞ্চলিক দলগুলির প্রতি দিদির বার্তা ” এক হও, একজোট হও”।

তিনি বলেন, “তৃণমূলকে বারবার টার্গেট করা হয় কারণ তারা সাধারণ মানুষের হয়ে কথা বলে। কত জন নেতাদের ওরা জেলে পাঠাবে? ওদের সাহস থাকলে আমাদের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের গ্রেফতার করুক”।

সভানেত্রী আরও বলেন, “মানুষ কি খাবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? তৃণমূল সব ধর্মের, সব জাতির মানুষের জন্য কাজ করে। আমি মনে করি আমি দলের একজন কর্মী। নেতারা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের বড় সম্পদ”।

বিভাজনের রাজনীতি করার জন্য এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, “ধর্ম মানে শান্তি ও সম্প্রীতি। অথচ বিজেপির মিছিলে ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।

বিজেপি শুধু চক্রান্ত ও ষড়যন্ত্র করে। ওরা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। প্রেস মিডিয়া ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠ রোধ করে দিয়েছে।

আমি আমার ধর্মের জন্য গর্বিত। হিন্দুধর্ম মানে সহনশীলতা। বিজেপি হিন্দুধর্মকে অপমান করছে। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে জোরে, ভাগ করে না।

আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশের জন্য গর্বিত হোন। এটা আমাদের মাতৃভূমি”।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওদের কুৎসা ও অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরও সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে বিজেপি। জাল ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ফটো, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। গুজব ছড়াচ্ছে ওরা, ওতে কান দেবেন না”।

তাঁর বার্তা, “রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সাহসিকতার সঙ্গে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা বরদাস্ত করব না ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না। আসুন আমরা এক হই”।

 

Mamata Banerjee slams Centre on Tamil Nadu Chief Secretary raid

Bengal Chief Minister Mamata Banerjee today slammed the Centre after central agencies carried out raids at the residence of the Chief Secretary of Tamil Nadu.

Calling it “vindictive” and “unethical”, the Chief Minister wondered if the raid was aimed at disturbing the federal structure. She also demanded to know why raids are not conducted on Amit Shah or others who collect money.

Here is her full statement:

Earlier the Principal Secretary of Arvind Kejriwal was raided and harassed. Now I read Chief Secretary of Tamil Nadu has also been raided. Why this vindictive, unethical, technically improper action? Is it only to disturb the federal structure? Why don’t they raid Amit Shah and others who are collecting money?

While corruption needs to be condemned strongly, the raid on Chief Secretary of Tamil Nadu by Central agencies devalues the institution of head of the civil service.

The proper procedure should have been to take the State leadership into confidence and removing him from the post prior to any preemptive action, based on information.

 

তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে আয়কর ভবনের তল্লাশির তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সংস্থা তামিলনাড়ু মুখ্যসচিব এর বাসভবনে অভিযান চালানোয় কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পদক্ষেপকে “প্রতিহিংসাপরায়ণ” এবং “অনৈতিক” বলে মুখ্যমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করাই পদক্ষেপের লক্ষ্য।  কেন অমিত শাহ বা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না বলেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

টুইটারে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াঃ

আগে অরবিন্দ কেজরিওয়ালের প্রধান সচিবকে হেনস্থা করেছে। এখন তামিলনাড়ুর মুখ্য সচিবের কথা পড়লাম। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর।

কেন এমন উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক পদক্ষেপ? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করতেই এই পদক্ষেপ/ চক্রান্ত?

কেন ওরা অমিত শাহ এবং অন্যান্যরা যারা টাকা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না?

দুর্নীতি দমনের তীব্র নিন্দা করা উচিত কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি যেভাবে তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে অভিযান চালালো তা সিভিল সার্ভিসেস ব্যবস্থার অবমাননা।

এমন ঘটনায় শীর্ষ আমলাদের সঙ্গে গুরুত্বের অবনমন হয়। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনাই সঠিক পদ্ধতি।

Bengal CM protests against Centre’s attempt to bypass federal structure

Bengal Chief Minister Mamata Banerjee has written a letter to the Prime Minister protesting against the Government’s decision to transfer the funds for the 100 Day’s Work Scheme, bypassing the State administration.
Copies of the letter have been sent to the non-BJP State Governments which are opposed to the Centre.

The Centre’s decision to deposit the wages under the 100-days work scheme directly to the beneficiaries’ bank accounts bypassing the State Government is perceived to be an unwarranted encroachment on the States’ rights and is violative of the federal spirit of the Constitution. This has been strongly resented by Chief Minister Mamata Banerjee.

The Chief Minister criticised the Centre for unwanted inference in different State matters. She said that the Centre is doing video-conferences with State Chief Secretaries bypassing the Chief Minister. There should be a protest against such practices, she said on Friday after sending the letter of protest.

 

 

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে এড়িয়ে যাওয়ার প্রতিবাদে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, গণতন্ত্রে রাজ্যের ভূমিকা বৃহত্তর৷ তা কখনোই এড়িয়ে যাওয়া যায় না৷

কেন্দ্রের পাঠানো টাকা রাজ্য বাজেটের মাধ্যমে খরচের. পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী৷ সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো গণতন্ত্রের উপর আক্রমণ বলে মনে করেন মমতা৷ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠির প্রতিলিপি সমস্ত অ-বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে৷

রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মমতা যে লড়াইয়ে নামতে চলেছেন সেই বার্তা আরও স্পষ্ট হল৷ অ-বিজেপি দলগুলিকে নিয়ে তিনি ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন৷ বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মমতা৷

কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা৷ উল্লেখ্য, কেন্দ্র সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য আর টাকা পাবে না৷ তা সরাসরি উপভোক্তাদের কাছে চলে যাবে৷ তা নিয়ে দিল্লিতে গিয়ে সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ এবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

States should frame own Motor Vehicle norms: Mamata Banerjee

Lashing out at the Centre over its excessive interference that was affecting the federal structure, Chief Minister Mamata Banerjee on Friday said that the Motor Vehicle Act does not give provision to deal with every traffic problem in the state.

She said Bengal, and other States, should have their own Act and frame rules and regulations to deal with the traffic problem.

“Motor vehicle laws are framed by the Centre. I believe that states must also have the power to make such laws. We will raise the issue of road safety in Parliament… We will not allow interference in the federal structure. I think states must have an Act,” she said.

The Chief Minister maintained, “We always appreciate good work. But excessive interference would affect the federal structure. Implementation of cess is a new technique to raise money. Money is being collected by implementing the higher rates of cess but the state government is getting nothing.”

Centre should not bulldoze regional parties: Mamata Banerjee

Trinamool Chairperson and West Bengal Chief Minister, Mamata Banerjee today slammed the Centre for “maligning the state political personalities of the ruling party.” She said that this was sad for democracy. She also said that the Centre should not bulldoze regional parties and destabilize the federal structure of India.

Here is what she wrote on Facebook:

One particular national political party along with one media house of Bengal is constantly engaged in maligning the state political personalities of the ruling party.

It is very unfortunate that this vilification campaign is being repeatedly spread by quoting different Central agencies and without documents/proof.

It is a sad time for democracy.

The ruling party in the Centre should not bulldoze the regional parties and destabilize the federal structure.