Kolkata will soon boast of having women taxi drivers as the Bengal government has devised a two-pronged strategy to bring them on the driver’s seat – training for drivers and training to defend themselves in case of a sudden attack. The entire programme is targeted to provide financial relief to women from financially weaker strata of society.
The project is being jointly coordinated by an NGO and the state government’s Woman and Child Development and Social Welfare department.
“A few women have been selected for the purpose,” the minister said, adding the training was being provided an NGO. The educational qualification has been fixed at either eighth standard or matriculation.
“There has been a growing demand for women drivers. Of late, there is an increase in demand for women cab drivers in the state,” the Minister said. The minister said the government would get in touch with private cab service companies also to hire trained women drivers.
খুব শিগগিরি কলকাতার রাস্তায় দেখা যাবে মহিলা ট্যাক্সিচালক
রাজ্য সরকারের উদ্যোগে খুব শিগগিরি কলকাতার রাস্তায় দেখা যাবে মহিলা ট্যাক্সিচালক। মহিলাদের গাড়ি চালানো সেখানোর পাশাপাশি তাদের আত্মরক্ষার প্রশিক্ষণও দেওয়া হবে। অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের স্বাবলম্বী করতেই মুলত এই উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার।
একটি সেচ্ছাসেবী সংস্থা ও রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজ কল্যান দপ্তর যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।
রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী বলেন, কিছু মহিলাকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ম্যাট্রিক বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ ধার্য করা হয়েছে।
মন্ত্রী বলেন, “মহিলা ট্যাক্সিচালকের চাহিদা ইদানিং বেড়েছে।” তিনি আরও বলেন, সরকার বেসরকারি ট্যাক্সি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গেও কথা বলবে মহিলা ট্যাক্সিচালকদের সুযোগ দেওয়ার জন্য।