Trinamool observes ‘Black Day’

Trinamool Congress observed ‘black day’ in districts and blocks across the state on Saturday to protest against the “detention and manhandling” of its leaders in Assam’s Silchar airport, where they had gone to assess the situation after the publication of the final draft of the National Register of Citizens (NRC).

The protest will continue on Sunday too. Carrying placards and sporting black masks and badges, TMC activists shouted slogans against the BJP governments at the Centre and Assam and the final draft of the NRC.

Trinamool Chairperson Mamata Banerjee had alleged that the members of the delegation, including women, were manhandled at the airport and accused the BJP of imposing a “super emergency” in the country.

Party’s Secretary-General Partha Chatterjee had said, “What happened to our party delegation is not only shameful but also undemocratic. Our slogan will be ‘we don’t need this monstrous government any more’.”

#Nov8BlackDay Trinamool to observe ‘Black Day’ to mark DeMonetisation anniversary

Today, on the occasion of the first anniversary of the announcement of demonetisation, the Trinamool Congress Government would be organising ‘Black Day’ or ‘Kaala Dibas’ through a series of protest marches from 2 to 3 pm in Kolkata as well as in all the districts.

In Kolkata, the marches would take place in Sealdah, Dharmatala, Hazra, Jadavpur, Behala, Garia and other places.

Also, till December 15, Trinamool will organise mass-contact programmes across the state.

Demonetisation has been a disaster for the country. Lakhs of people, more in the informal sector, lost their jobs, and tragically, more than 120 people were killed while standing in queues outside banks, trying to exchange demonetised currency or withdraw money in the newly-introduced currency.

 

নোট বাতিলের বর্ষপূর্তি-কালা দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচী

৮ই নভেম্বর ২০১৬ সালে হঠকারী ভাবে সন্ধ্যাবেলা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিল করা হল।কারণ হিসেবে বলা হয়, এই নোট বাতিলের ফলে দেশে আর কোনও কালো টাকা থাকবে না, হবে না কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

আজ সেই সিদ্ধান্তের বর্ষপূর্তিতে এসে দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল হওয়া নোটের ৯৯শতাংশ ফেরত পেয়েছে, কিন্তু, ধরা পরেনি কোনও কালো টাকা। সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনও পুরোমাত্রায় চলছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বীভৎস ভাবে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে প্রচুর পরিমানে। অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ছোট ব্যাবসায়ী আজ চূড়ান্ত দৈন্যদশায় জীবন নির্বাহ করছে।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নোট বাতিলের বর্ষপূর্তিকে দেশের কালা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়া প্রতি কর্মী সমর্থক কালো পতাকা হাতে নেবেন। স্লোগান দেবেন যে, নোটবাতিল দেশের সব থেকে বড় দুর্নীতি।

উত্তর কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে হাজরা, শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুর, বেহালা, গড়িয়া ও অন্যান্য জায়গায়। কলকাতার দক্ষিনে যে মিছিল হবে, তার নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল হবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

এছাড়া, মুখ্যমন্ত্রীর আহ্বানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কর্মী সমর্থকরা তাদের ডিসপ্লে ফটো কালো করে রাখবেন আজ।

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য ব্যাপী জনসংযোগ কর্মসূচী পালন করবে তৃণমূল।

Opposition parties observe ‘Black Day’ in Parliament to mark one month of Demonetisation

Opposition parties decided on a stage a dharna on Thursday morning to mark the completion of one month since the demonetisation announcement was made by Prime Minister on November 8, 2016.

The fifteen Opposition parties, which have been working together this Winter Session to take on the Government over its demonetisation move, called it a Black Day, referring to the miseries it has caused to common people for currency notes of Rs 500 and Rs 1000 going out of circulation.

The Opposition has been demanding a discussion on demonetisation in the Lok Sabha under Rule 184 which allows voting. In Rajya Sabha the Opposition is firm on its demand that the PM must withdraw his remarks implying that the Opposition parties are against the move because they have black money.

The Opposition parties have been holding daily meetings through the session to work out a cohesive strategy.

নোট বাতিলের এক মাস পূর্তিতে ‘কালা দিবস’ পালন করলো ১৫ বিরোধী দল

নভেম্বর মাসের ৮ তারিখে প্রধান মন্ত্রী জনবিরোধী ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আজ সেই জনবিরোধী সিদ্ধান্তের এক মাস পূর্তি উপলক্ষে ১৫টি বিরোধী দল সংসদের বাইরে ধর্ণার মাধ্যমে ‘কালা দিবস’ পালন করে। ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের ফলে সাধারন মানুষের যে অপরিসীম দুর্ভোগ হচ্ছে সেটি তুলে ধরতেই এই নাম দিয়েছেন তারা।

বিরোধী দলগুলির দাবি লোকসভায় ১৮৪ নম্বর নিয়মে আলোচনার হোক, যাতে আলোচনার পর ভোটাভুটি হয়। রাজ্যসভায় বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেটি প্রত্যাহার করে আলোচনার সময় কক্ষে উপস্থিত থাকুন।

বিরোধী দলগুলি পুরো শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন মিটিং করছেন, সভাকক্ষে ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরতে।