Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Aparupa Poddar speaks in Lok Sabha on Demands for Grants for Ministry of Railways

FULL TRANSCRIPT

Thank you Hon’ble Speaker Sir for allowing me to speak on Railway Budget. I thank my party also. For the first time after independence, India has dispensed with the separate Railway Budget. It has not gone down well with the railway fraternity. Communities, organisations and the activists said that Budget announced nothing that could shake off the lack of mood among the lakhs of passengers who use Indian Railway services daily. Rail is the lifeline of the common citizen.

With a heavy heart, I am very pained to say that I often travel in trains and railway station and tracks are very dirty with sticky smells. The cleanliness of the trains is very bad. The toilets are very dirty. Even the blankets which are given in the first class AC compartments are in not proper conditions.

In the Railway Budget it has been mentioned that stations will be provided with lifts and escalators; it is good. The reality is different. In many stations they do not work. It is mentioned that in next three years stations will be modified and upgraded. Arambagh and Tarakeshwar railway stations need to be upgraded.

Our Hon’ble Chief Minister and former Railway Minister Mamata Banerjee thought to promote tourism and set up a corridor among the temples of Bishnupur, Tarakeswar, Kamarpukur – which is the birthplace of Shri Ramakrishna Paramhansa Dev – and Arambagh to Bowaichandi (31 km as mentioned in her Railway Budget in 2010-2011) to change the social-economic scenario for the people of Arambagh. I urge the government to expedite the project and allot sufficient funds.

Sir, I request the Hon’ble Rail Minister to start the work of ROB of Kamarkundu and expedite the project and the demand of the subway of Chandanpur railway station which is the need of the hour for the farmers and people residing there.

Thank you.

 

Bengal Govt to develop new tourism circuits

The Bengal government has taken up a plan to develop new tourism circuits covering places of historical interest on priority basis, Tourism Minister Goutam Deb said.

The Tourism Minister told the Assembly last week that the state government has plans to develop a tourism circuit covering places in Bankura district like Bishnupur, famous for terracotta temples belonging to 17th and 18th centuries and Mukutmanipur, where the second biggest earth dam of the country is located.

The Minister said another circuit covering Plassey in Nadia, where the British won a decisive battle in 1757 and historical sites of Hazar Duari and Lal Bagh in Murshidabad was also being planned.

The state tourism department decided to start various degree and diploma courses on tourism and hotel management at various institutions across the state.

 

বাংলায় আরও নতুন পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার

গত সপ্তাহে রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিধায়কদের জানান রাজ্যের ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে একটি পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে যেমন থাকবে বিষ্ণুপুরের শতাব্দী-প্রাচীণ টেরাকোটার মন্দির, তেমনই থাকবে মুকুটমণিপুরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ।

আরেকটি পর্যটন সার্কিট গড়া হবে নদীয়া জেলার পলাশী ও মুর্শিদাবাদের হাজার দুয়ারি-লালবাগ কে নিয়ে।

রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটনের ওপর ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স চালু করা হবে।

New Bengal tourism ad wins praises on social media

Bengal Tourism’s new ad is winning the internet with its ‘sweetness’ and rightly so. Ever since the ad released on Friday, it has crossed a million views and been shared by more than 30, 000 people on Facebook alone. The video is through a foreigner’s eyes who embarks on a journey through Bengal and soaks in the culture, the food and the ambience of the state.

From the busy college streets and yellow cabs in Kolkata, to devouring bhetki paturis, to visiting architecturally rich temples of Bishnupur, to the haunting music of the Bauls, to Rabidra Sangeet- the video captures all things beautiful about the state.

From the mystic valleys in Darjeeling, to the breathtaking sea beach of Mandarmani, the video is a visual delight. The video ends with Shah Rukh Khan, the state’s brand ambassador, crooning Tagore’s song. People have been praising the ad on social media, calling it a fitting tribute to the state.

 

বাংলাকে আন্তর্জাতিক দরবারে নতুন করে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, সম্মোহিত বিশ্ব

মিষ্টি বাংলার মিষ্টি কাহিনি। ভাগীরথীর তীরে বসত সেই প্রাণের। আকাশে পাতিয়া কান, শুনেছেন কী তার গান? না শুনে থাকলে শুনুন বাংলার এই নতুন তান। শহরে থাকুন বা প্রবাসে এই সুর বাঙালি হিসেবে আপনার মনে প্রেম জাগাবেই। কারণ এই প্রেমের সূতো প্রেমের সেই নায়কের হাতে বাঁধা। যাঁর নাম তো বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুনেই থাকবেন।

উত্তরে আলসেমি মাখা সুন্দরী দার্জিলিং। দক্ষিণে শান্তিনিকেতন থেকে সুন্দরবন। এরই মাঝে এক “কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে”। অফিস পাড়া, বই পাড়া, বাবুঘাট, আউটট্রাম ঘাট, দক্ষিনেশ্বর থেকে খিদিরপুর। সবই উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের এই তিন মিনিটের ভিডিওতে। জানুয়ারি মাসের ২০ তারিখ পোস্ট করা হয়েছে ফেসবুকে। এখনও পর্যন্ত দশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন মিষ্টি বাংলার এই কাহিনি। নতুন যুগের এই নতুন বাঙালিয়ানায় আপনিও শামিল হতেই পারেন। বাউল মনের হারিয়ে যাওয়ার এখানে নেই মানা।

 

State organises tourism summit to promote Bengal

After the mega success of Bengal Global Business Summit, it now time for another major summit. Tourism summit ‘Destination East’, being jointly organised by West Bengal Government, is going to start in Kolkata today.

As part of the drive to make West Bengal one of India’s most tourist-friendly states, representatives of well-known tour operators from 25 countries, who are participating in the summit too, would tour the state to find out ways to improve the tourism infrastructure of different places and also find out new places to promote.

The team of 35 representatives would go to Gajaldoba, Darjeeling, the Dooars, Santiniketan, Bishnupur, Digha, Murshidabad, Purulia and other places.

Tourism using the State’s waterways, especially along the Hooghly from Kolkata to Murshidabad, is also being promoted.

The State Government has allotted an initial amount of Rs 100 crore to improve the tourism infrastructure of West Bengal.

The team of representatives of the tour operators would tour the State summit till February 6.

বিশ্বের পর্যটকদের আগামী গন্তব্যই হল পশ্চিমবঙ্গ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে ‘ট্যুরিজম সামিট’। ‘ডেসটিনেশন ইস্ট’ এই স্লোগানকে সামনে রেখে এই সামিট শুরু হচ্ছে কলকাতায়।

বিশ্বের ২৫টি দেশের বিখ্যাত ট্যুর অপারেটর কোম্পানির প্রতিনিধিরা রাজ্যজুড়ে ঘুরে বেড়াবেন এবং এই পরিকাঠামোকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আরও কিছু স্থান খুজে বের করবেন যা পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়।

গাজলডোবা, দার্জিলিং, ডুয়ার্স, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, দিঘা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যাবে ৩৫ জনের একটি প্রতিনিধি দল।

স্থলপথে পর্যটনের পাশাপাশি জলপথে পর্যটনকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গঙ্গাপথে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জলপথ ব্যবস্থাটিও উন্নত করার কথা ভাবা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গার ট্যুরিজম বিভাগের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন।