The distribution of 15 lakh bicycles under Sabuj Sathi project among students studying in class IX in state run, sponsored and aided schools will start before the Pujas. The project was conceptualised by Chief Minister Mamata Banerjee who also named it and Rs 800 crore was kept for the project in 2015-16 budget. She also sketched the logo of the project. So far the state Backward Classes Welfare department has distributed 25 lakh bicycles among the students of classes X, XI and XII studying in state run, aided and sponsored schools.
The distribution had to be stopped for the time being once the dates of Assembly election were announced. The move once again began after the new government was formed on May 27. The Backward Class Welfare Department has already floated tender and the firms will be selected in July. The department would issue work order in early August.
The spare parts of the bicycles will start arriving from August end. They will be assembled and then distributed among the students from October. The department plans to distribute all the bicycles by December.
The BCW has names of all the 25 lakh students who have received bicycles so far and the names of their fathers, the classes in which they are studying along with the makers of the bicycle and the date of delivery.
The vehicles along with the fitters were sent to the districts. There is absolute transparency in the whole process, from floating of the tender to distribution of bicycles. The project has become immensely popular among the students.
The BCW will carry out a study on the impact of the project. Students of the rural areas and economically challenged background never thought even in their dreams that they would go to school on a bicycle.
পুজোর আগে ১৫ লক্ষ বাইসাইকেল বিতরণ করবে রাজ্য সরকার
পুজোর আগে সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ১৫ লক্ষ সাইকেল প্রদান করবে রাজ্য সরকার। এই প্রকল্পটি মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পিত এবং তার নামাঙ্কিত। ২০১৫-১৬ বাজেটে এই প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রকল্পের লোগোও মুখ্যমন্ত্রীর আঁকা। এ পর্যন্ত রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ২৫ লাখ সাইকেল বিতরণ করেছে।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এই বাই সাইকেল বিতরণ বন্ধ হয়ে গেছিল। ২৭মে নতুন সরকার গঠনের পর আবার এই প্রক্রিয়া শুরু হয়েছে। অনগ্রসর উন্নয়ন দপ্তর ইতিমধ্যেই টেন্ডার জমা করেছে এবং জুলাই মাসে সংস্থাগুলির নাম নির্দিষ্ট হবে। আগস্ট মাসে দপ্তর অর্ডার দেবে।
যে ২৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে তাদের সকলের নাম, বাবার নাম এবং ক্লাস নথিভুক্ত করা আছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের কাছে।
টেন্ডার জমা থেকে শুরু করে, বাইসাইকেল বিতরণ এই পুরো প্রক্রিয়াটি খুবই স্বচ্ছ। ‘সবুজ সাথী’ প্রকল্পটি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলেছে।
ইতিমধ্যেই অনগ্রসর কল্যাণ বিভাগ এই প্রজেক্টকে আরও উন্নত করার ওপর জোর দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চল ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা এর আগে স্বপ্নেও কখনো ভাবতে পারেনি সাইকেলে করে স্কুলে যাওয়ার কথা।