Second Day of Mamata Banerjee’s campaign in Purulia

Trinamool Congress Chairperson Mamata Banerjee visited the towns of Jaipur, Kashipur and Manbazar in Purulia district today to address campaign rallies for the 2016 Assembly election.

In her speeches, Mamata Banerjee said that before 2011, people in the Jangalmahal region lived in fear. Now there is complete peace and tranquility, for which she thanked the people of the region too, saying that it was because of their cooperation and resilience that peace has returned. She highlighted the Khadya Sathi Scheme under which 8 crore people in West Bengal are getting food grains at Rs 2 per kg.

She also slammed the CPI(M) and Congress for giving up their ideologies to form an alliance.

 

আজ পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর প্রচারের দ্বিতীয় দিন

গতকালের পর আজ আবার পুরুলিয়া শহরে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জয়পুর, কাশিপুর এবং মানবাজারে প্রচার করলেন তৃণমূল নেত্রী।

তার বক্তব্যে তৃণমূল নেত্রী বলেন যে ২০১১ সালের আগে জঙ্গলমহলের মানুষ সবসময় ভীত ও সন্ত্রস্ত থাকত। এখন সেখানে সর্বত্র শান্তি বিরাজ করছে। তিনি বলেন আজ জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে এবং এটা সম্ভব হয়েছে সেখানকার মানুষের আশীর্বাদ ও সহযোগিতায়। এজন্য তিনি জঙ্গলমহল বাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আজ রাজ্যের মানুষ খাদ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় এসেছে।  পশ্চিমবঙ্গের ৮ কোটি মানুষ আজ ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

নিজেদের নীতি ও আদর্শ ত্যাগ করে জোট বাঁধার জন্য সিপিএম ও কংগ্রেসের কড়া সমালোচনাও করেন তিনি।

People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

Trinamool Youth Congress President Abhishek Banerjee held two campaign rallies in Paschim Medinipur district where he urged all party activists to give a proper reply to the Congress-CPI(M) alliance in such a manner that they may be shown the door for an indefinite period.

The TMYC President and MP held the rallies in Pingla and Gopali (near Kharagpur). He lashed out at the Congress-CPI(M) pact and referred to the dark days of terror marked by incidents like the Sainbari, Netai, Nandigram and other massacres, and the Singur struggle.

The young leader said the Assembly election was the right time to raise a voice against the betrayal of Congress and they should never be forgiven for their act.

He upheld the fact that even after the change of power in the State, the lifestyle of Mamata Banerjee has remained unchanged – simple and modest.

 

বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২১শে মার্চ পশ্চিম মেদিনীপুরে দুটি প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন মানুষ ওদের জবাব দেবে, বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না

পিংলা ও খড়গপুরের গোপালিতে ২টি জনসভা করেন অভিষেক। সিপিএম-কংগ্রেসের জোটকে কড়া ভাষায় জোটকে কটাক্ষ করে বলেন, সিপিএম-কংগ্রেস হাত মিলিয়েছে এবং তারা রাজনৈতিক হিংসার অন্ধকার দিনগুলি ফিরিয়ে আনতে চায়।

তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন যারা ভুল করেন তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করেন তাদের ক্ষমা করা যায় না।

তৃণমূল যুব সভাপতি বলেন, রাজ্যে পরিবর্তন এলেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। তিনি এখনও সহজ-সরল জীবন যাপন করেন।

Trinamool’s music video for Assembly election goes viral

The music video of “The Trinamool Song” which portrays the changing face of West Bengal over the last five years, has been played around one lakh times across various digital platforms since it was released Saturday night.

Trinamool Chairperson Mamata Banerjee released the video on her Facebook page on Saturday, saying, “I am very happy to share the new music video ‘The Trinamool Song’ for the forthcoming West Bengal Assembly elections”.

On her Facebook page alone, the video has close to 70000 hits. Other party leaders, like Abhishek Banerjee, have also shared it on their Facebook pages. And it is also on YouTube.

Directed by Anindya Chatterjee, lead vocalist of Bangla band Chandrabindoo, the video highlights the work done by the Mamata Banerjee government after being voted to power in 2011. It has also been released on TV channels and FM radio.

 

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনের জন্য তৈরী তৃণমূলের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। এক লাখেরও বেশি ‘ভিউস’ পেয়ে ভিডিওটি এখন ‘ভাইরাল’।

মিউজিক ভিডিওটি শনিবার  তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তিনি লেখেন, “আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন ৭০০০০-এরও বেশি মানুষ। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ – যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এই ভিডিওটি তাদের পেজে ‘শেয়ার’ করেছেন। ভিডিওটি তৃণমূল কংগ্রেসের ইউটিউব পেজেও রয়েছে।

ভিডিওটির পরিচালনা করেছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রধান গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুমিনিটের এই ভিডিওটি গত পাঁচ বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার এসছে তা তুলে ধরেছে।

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

20 March turned out to be an important day of Trinamool’s campaign as Mamata Banerjee held a padyatra in Howrah while Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two mass rallies at West Midnapore district.

The first rally was held at Parihati in Jamboni while the venue for the second rally was Nayagram.

The firebrand leader said that Mamata Banerjee was the only leader whose lifestyle did not change even after becoming the Chief Minister. She still follows her simple lifestyle despite being the leader of 10 crore people residing in Bengal, he said.

He lashed out at the Opposition and accused them of trying to tarnish the image of Mamata Banerjee. He said that this was actually an insult to the common people.

Abhishek said that the opportunistic alliance of the Opposition must be defeated. He called upon the audience, who had turned up in large numbers, to extend their support to Didi in the upcoming elections.

 

দিদির বিরুদ্ধে অপপ্রচার সাধারণ মানুষের অপমান:অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০শে মার্চ ছিল তৃণমূল কংগ্রেসের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় একটি পদযাত্রা করেন এবং একইদিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দু’টি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের পাড়িহাটিতে। দ্বিতীয় সভাটি করেছেন নয়াগ্রামে।

এদিন তিনি বলেন, “দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর জীবনযাত্রার কোনরকম পরিবর্তন ঘটেনি। বাংলার দশ কোটি মানুষের নেত্রী হওয়া সত্ত্বেও এখনও তিনি তাঁর সহজ-সরল জীবনযাত্রা অনুসরণ করে চলেছেন”।

তিনি বিরোধীদের কঠিন সমালোচনা করে বলেন তাদের লক্ষ্য কুৎসা ও অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা। তিনি বলেন এগুলো আসলে সাধারণ মানুষকে অপমান করা।

এদিন অভিষেক বলেন, “বিরোধীদের সুবিধাবাদী জোট অবশ্যই পরাজিত হবে”। এই সরকারের সাফল্যের সব থেকে বড় নজির ‘জঙ্গলমহলের হাসি’। তিনি সকলকে আহবান জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য।

bengal leads

New strides in urban development

The urban development department of the Trinamool-led West Bengal Government has achieved new milestones over the last four years.

From beautification of cities to conceptualising of new ‘theme cities’, better citizen services to increased infrastructure, the department has made great strides.

Here are some achievements of the urban development department:

  • Operationalisation of Parama Island – Park Circus Flyover named ‘Ma’.
  • Operationalisation of Jai Hind (Dhapa) and Garden Reach Water Supply Schemes.
  • Formulation of Township Policy based on the West Bengal Town & Country (Planning & development) Act 1979 and West Bengal Town & Country Planning (Development of Township Projects) Rules, 2008.
  • Creation of Gangasagar Bakkhali Development Authority (in 2013), Furfura Sharif Development Authority (in 2015) & Tarapith Rampurhat Development Authority (in 2015).
  • Amendment of the West Bengal Town and Country (Planning and Development ) Act, 1979 for formation of Eco – Tourism Board.
  • Construction of house for urban poor under BSUP (Basic Services to the Urban Poor) has increased from 47,956 during 2007-2011 to 55,589 during 2011-2015.
  • Commissioning of new Water Supply Scheme has increased from 62 during 2007-2011 to 73 during 2011-2015.
  • Amount of Plan Expenditure out of State Budget has increased from Rs 3209.65 crore during 2007-2011 to Rs 5473.57 crore during 2011-2015.
  • Construction of Gitanjali Stadium , up-gradation and renovation of Nazrul Mancha.
  • Construction of Eco Tourism Park – Prakriti Tirtha at NewTown, Mandela Park at Burdwan, Eco Park at Dumurjala Lake area.
  • Construction of Rabindra Tirtha, Nazrul Tirtha, Mothers Wax Museum, Kolkata International Convention Centre (under construction) at Newtown Kolkata Planning area.
  • Beautification work of Elevated walkways at Milleneum park, Baishnabghata-Patuli Water Bodies – Benubanochaya, Howrah River Front, Rejuvenation /Development of Rabindra Sarobar Phase-I.

 

নগরোন্নয়নে নতুন দিশা দেখালো তৃণমূল 

গত চার বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে নগর উন্নয়ন ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে।

রাস্তার সৌন্দর্যায়ন থেকে, নতুন থিম সিটি, জনপরিষেবা থেকে শুরু করে নতুন পরিকাঠামো সব কিছুতেই এই দপ্তর অনেক এগিয়ে।

পুর ও নগরোন্নয়ন দপ্তরের কিছু কৃতিত্ব:

  • কলকাতায় ই এম বাইপাস সংলগ্ন এলাকা থেকে পার্ক সার্কাস পর্যন্ত  নতুন ‘মা’ উড়ালপুল তৈরি হয়েছে।
  • ধাপা সংলগ্ন এলাকায় জয়হিন্দ প্রকল্প, গার্ডেনরিচ জল প্রকল্প চালু হয়েছে।
  • রাজ্য সরকার নতুন টাউনশিপ নীতি প্রণয়ন হয়েছে।
  • ২০১৩ সালে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ, ২০১৫ সালে ফুরফুরাশরিফ উন্নয়ন পর্ষদ ও তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে।
  • ইকো ট্যুরিজম বোর্ড গঠন করার জন্য ওয়েস্ট বেঙ্গল টাউন এবং কান্ট্রি অ্যাক্ট ১৯৭৯ সংশোধন করা হয়েছে।
  • ২০০৭-১১ সালে শহরের গরীব মানুষদের জন্য ৪৭,৯৫৬ টি গৃহ নির্মাণ হয়েছিল, সেই সংখ্যাটি ২০১১-১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৫৮৯।
  • ২০০৭-২০১১ সালে নতুন জল সরবরাহ প্রকল্পের সংখ্যা ছিল ৬২, ২০১১-১৫ সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩।
  • ২০০৭-২০১১ সালে পরিকল্পিত ব্যয় ছিল ৩২০৯.৬৫ কোটি এবং ২০১১-১৫ সালে এর পরিমাণ ৫৪৭৩.৫৭ কোটি টাকা।
  • গীতাঞ্জলি স্টেডিয়াম তৈরি হয়েছে। নজরুল মঞ্চ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে।
  • রাজারহাটে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়া নিউটাউনে প্রকৃতি তীর্থ, বর্ধমানে ম্যাণ্ডেলা পার্ক, ডুমুরজলা লেক এলাকায় ইকো পার্ক তৈরি হয়েছে।
  • রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, মাদারস ওয়াক্স মিউজিয়াম, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি হয়েছে নিউটাউন এলাকায়।
  • মিলেনিয়াম পার্ক, বৈষ্ণবঘাটা-পাটুলি তে বেনুবনছায়া, হাওড়ায় গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন থেকে রবীন্দ্র সরোবর লেকের উন্নয়ন ও সংস্করণ সব কিছুই করা হয়েছে তৃণমূল সরকারের আমলে।

Mamata Banerjee wins hearts during her Bhawanipore padayatra

Mamata Banerjee participated in a padyatra in south Kolkata’s Bhawanipore Assembly constituency today. The padyatra, which started from Ballygunge Phari at 4 PM, criss-crossed through Lansdowne, Bhawanipore before terminating at Hazra.

Thousands of people walked with the firebrand leader, along with senior party leaders. Common people also waited eagerly along the route to catch a glimpse of the Trinamool Chairperson.

Over the last few days, she has led six such processions across the State, and the people have responded enthusiastically to them.

So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal. She will campaign in Jangalmahal after Holi festivities.

 

আজ ভবানীপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বিকেল ৪টায় শুরু হয়ে, ল্যান্সডাউন এবং ভবানীপুর হয়ে পদযাত্রাটি শেষ হয় হাজরাতে।

দলনেত্রীর সাথে আজ মিছিলে হেঁটেছেন দলের বহু নেতা এবং সাধারণ কর্মীবৃন্দ। পা মিলিয়েছেন সাধারণ মানুষও। মোড়ে মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ছিল উপচে পরা ভিড়।

গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছেন তিনি।

গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।

ইতিমধ্যেই  ১১টি প্রচার সভা করেছেন তৃণমূল নেত্রী। হোলির পর তিনি জঙ্গলমহলে প্রচারে যাবেন।

Sea of humanity at Mamata Banerjee’s padyatra in Howrah

Mamata Banerjee’s padyatra from Shalimar to Pilkhana in Salkia (Howrah district) today turned into a sea of humanity as thousands of supporters and common people walked with the Trinamool Chairperson.

Over the last few days, she has led five such processions across the State, and the people have responded enthusiastically to them.

So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal and participated in almost half-a-dozen padyatras.

 

হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনপ্লাবন

আজ বিকেলে হাওড়ায় একটি পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শালিমার ৩ নং গেট থেকে শালকিয়ার পিলখানা মোড় পর্যন্ত এই পদযাত্রা হয়।

গত কয়েকদিন ধরে তিনি বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন নির্বাচনী প্রচারের জন্য এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া পাওয়া গেছে।

গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সারা রাজ্যজুড়ে। তৃণমূল নেত্রীর মিছিলে মানুষের সমাবেশ ও জমায়েতই তার প্রমাণ।

 

Mamata Banerjee launches Trinamool’s music video for Bengal Polls

Mamata Banerjee launched a music video today as a part of Trinamool’s campaign for upcoming Assembly election. The YouTube link of the music video was ‘shared’ by her on her Facebook page.

The video has been directed by Anindya Chatterjee and the song has been written and composed by Anupam Roy.

It has been sung by Anupam Roy, Srikanta Acharya, Somlata, Pratik Chowdhury, Rupankar Bagchi, Lopamudra Mitra and Ujjayini Mukherjee.

On her Facebook page, Mamata Banerjee wrote:

“I am very happy to share with the new music video “The Trinamool Song” for the forthcoming West Bengal Assembly Elections. Please enjoy.”

Here is the link to the music video: https://goo.gl/Lv3b5M

 

 বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তৃণমূলের একটি নতুন মিউজিক ভিডিও তৈরি করেছে।

এই মিউজিক ভিডিওটি আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তৃণমূলের ইউটিউব পেজেও ভিডিওটি দেখতে পারবেন সাধারণ মানুষ।

গানটির গীতিকার ও সুরকার অনুপম রায় ও গেয়েছেন অনুপম রায়, শ্রীকান্ত আচার্য, সোমলতা, প্রতীক চৌধুরীর সঙ্গে রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র এবং উজ্জয়িনী মুখার্জি।

এই ভিডিওটির পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন:

“আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে: https://goo.gl/Lv3b5M

 

New horizons in sports infrastructure in Bengal

The Trinamool Congress Government has done a lot to improve the sporting infrastructure in West Bengal.

Plan Expenditure for the department out of State Budget has increased from Rs 103.97 crore during 2007-2011 to Rs 349.43 crore during 2011-2015. This has led to a big improvement in infrastructure like stadiums, swimming pools, etc. and has also encouraged sportspersons to give off their best.

Infrastructural work completed

  • Upgrading of Jhargram Stadium, Salboni Stadium and Gorkha Stadium in Lebong
  • Floodlighting of Kanchenjungha Stadium in Siliguri, putting up new floodlights at Vivekananda Yuva Bharati Krirangan, Purulia Sports Hostel, Medinipur Swimming Club and Subhas Sarobar Swimming Pool
  • Improvement of East Bengal, Mohun Bagan and Md Sporting club grounds

 

Ongoing infrastructural work

  • Upgrading of stadiums in Krishnanagar, Suri, Uluberia, Kanthi (Arabinda Stadium), Tamluk (Rakhal Memorial Stadium), Purulia (Mini Indoor stadium), Malda (DSA Stadium), Balurghat, Diamond Harbour and Gangrampur, sports hostel in Purulia, Jhargram Sports Academy, and Khatra Sports Academy nearing completion
  • Construction of stadiums in Bhatar, Nayagram, Naihati, Barrackpore and Balurghat (indoor stadium) to start soon
  • Construction of swimming pools in Canning and Barijhati (Hooghly), and of state-of-the-art diving pool at Subhash Sarobar, Kolkata

 

In Kolkata

  • All the stadiums/sports facilities in Kolkata like Netaji Indoor Stadium, Rabindra Sarobar Stadium, Vivekananda Yuva Bharati Krirangan (VYBK), Subhas Sarobar swimming pool and Kishore Bharati Stadium have been taken up for major upgradation and modernisation.
  • More specifically, renovation and upgradation for VYBK includes installation of 25,000 plastic bucket seats, improvement of drainage and toilets, construction of two dressing rooms of international standard and refurbishment of the gymnasium. In keeping with the requirements for organising the Under-17 FIFA World Cup, the artificial turf at VYBK is being replaced with a natural grass turf and two practice grounds of similar standards have also been sanctioned. Sanction has also been granted for the replacement of the synthetic athletic track with one of international standard.

 

Awards

  • Khel Samman Awards (under four categories, viz., Lifetime Achievement Award, Krira Guru Award, Banglar Gourav Award, Khel Samman Award) have been conferred consecutively since 2013.

 

Sports promotion activities

  • District Sports Councils and Sub-Divisional Sports Councils have been reconstituted and funds have been released for them
  • Clubs/NGOs provided grants for the development and promotion of sports, up from 2,486 during 2007-2011 to 20,380 during 2011-2015
  • Non-residential coaching camps for table tennis, gymnastics, badminton and karate at Khudiram Anushilan Kendra and for volleyball and kho kho at Yuva Bharati Krirangan
  • Residential Football Academy running in Khardah since June 2014
  • In order to promote and popularise sports in far-flung and backward areas, Jangalmahal Cup, Himal Terai Dooars Cup and Sundarban Cup are regularly organised, involving local clubs and the youth.
  • North Bengal Board for Development of Sports & Games has been constituted under the Chairmanship of eminent footballer, Baichung Bhutia to promote sports activities and monitor infrastructure development schemes in the seven districts of north Bengal.

 

Future initiatives

  • Swimming Academy at Subhas Sarobar Swimming Pool, Beleghata, Kolkata, Archery and Volleyball Academy in Jhargram, Gymnastics Academy in Purulia
  • Artificial turf at VYBK to be replaced with a natural grass turf
  • Nearly 8000 club/organisations/associations to be given grants for improvement of sporting infrastructure
  • Scheme for financial support to recognised sports associations, to provide support for district-level coaching, establishment of nurseries and organising state and national-level sports competitions
  • Board, consisting of eminent sports personalities, for identification of budding and promising sportspersons
  • A new Sports Policy declared for giving further impetus to the development and promotion of sports in the state and also for giving incentives to sportspersons
  • Creation/ renovation/ modernisation of sports infrastructure in all the districts will be continued

 

Over Rs 100 crore has been sanctioned for upgrading stadiums, swimming pools, etc. A lot of clubs and other sporting organisations are getting financial help to improve sports in their local areas. Sportspersons have got a big boost in these five years. The sporting culture of West Bengal has really improved.

 

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।