After a gap of two years, visitors at Alipore zoo will get a glimpse of kangaroos. Four grey kangaroos, known to be the fastest kangaroo in the world, will arrive from Japan’s Yokohama Zoo soon as a gift from the zoo.
Other recent arrivals include a pair of jaguars, Asiatic lions and six mouse deer, all from Hyderabad zoo. These animals are being brought under an exchange programme.
The director of Alipore Zoo said that grey kangaroos are hardier than the previous ones. The new enclosure developed for them is also bigger compared to the previous one. The animals will keep them in quarantine for a month before being put on public display.
Visitors will also get to see jaguars in the zoo after a gap of four years. After a long time, the zoo will also be getting a pair of pure Asiatic lions.
Source: The Times of India
শীতের আগেই আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি
শীতের আগেই আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ।নতুন অতিথি হিসেবে এল চারটে ইস্টার্ন গ্রে ক্যাঙারু। জাপান এই চারটে ক্যাঙারু উপহার হিসেবেই দিয়েছে আলিপুর চিড়িয়াখানাকে।
আরও একঝাঁক নতুন সদস্যের অপেক্ষায় চিড়িয়াখানা। আসতে চলেছে দুটি জাগুয়ার, দুটি সিংহ, ছটা মাউস ডিয়ার। স্বাভাবিকভাবেই এবারে শীতে দর্শকদের ভিড়ও বাড়বে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তবে এখনই দর্শকরা চাইলেও দেখতে পাবেন না এই ক্যাঙারুদের। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আপাতত তাদের বিশেষ পরিবেশে রাখা হয়েছে। ডিসেম্বরের শুরুতেই দর্শকদের সামনে আসবে এই চার নতুন সদস্য।
ক্যাঙারু এসেছে।এবার আসবে জাগুয়ার। হায়দরাবাদ থেকে নিয়ে আসা হচ্ছে তাদের। সঙ্গে আসছে দুটি সিংহ ও ছটি মাউস ডিয়ার।